A
Affidavit
B
Afidavit
C
Affidavite
D
Affidevite
উত্তরের বিবরণ
• Affidavit:
English meaning: a written statement that someone makes after promising officially to tell the truth. An affidavit can be used as proof in a law court.
Bangla meaning: (আইন সম্বন্ধীয়) আইনগত প্রমাণ বা সাক্ষ্য হিসেবে ব্যবহার্য শপথপূর্বক লিখিত বিবৃতি; হলফনামা; শপথপত্র।
Example:
- He admitted he was one of a number of people stealing from the company, according to the affidavit filed by the district attorney's office.

0
Updated: 1 week ago
He worked with all sincerity. The underlined phrase is-
Created: 4 days ago
A
A noun phrase
B
An adjective phrase
C
An infinitive phrase
D
An adverbial phrase
He worked with all sincerity.
উল্লেখিত অংশ (underlined phrase): with all sincerity
Adverbial Phrase
-
যে phrase বাক্যে adverb-এর মতো কাজ করে, তাকে Adverbial Phrase বলা হয়।
-
সহজভাবে বলতে গেলে, যখন আমরা বাক্যের কাজ (verb) কে প্রশ্ন করি—যেমন কখন (when), কোথায় (where), কেন (why), বা কিভাবে (how)—আর তার উত্তর একটি phrase হিসেবে আসে, সেটাই Adverbial Phrase।
প্রদত্ত বাক্যে with all sincerity phrase টি worked ক্রিয়াটিকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে।
-
এটি দেখাচ্ছে কিভাবে সে কাজ করেছিল, তাই এটি Adverbial Phrase হিসেবে চিহ্নিত।
উৎস: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 4 days ago
Choose the best option.
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
Created: 4 weeks ago
A
arbitrary
B
methodical
C
capricious
D
reckless
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
- অর্থাৎ বিজ্ঞানীকে প্রশংসা করা হয়েছে তার এমন একটি পদ্ধতির জন্য, যা তথ্য-নির্ভর, অনুমানের ওপর নয়।
ক) arbitrary (ইচ্ছামতো / খামখেয়ালীভাবে)
- এই শব্দটি বোঝায় এমন সিদ্ধান্ত যা যুক্তিহীন বা এলোমেলো।
- উদাহরণ: "He made an arbitrary decision without any evidence."
- এই শব্দটি নেতিবাচক, যা প্রশ্নের প্রেক্ষাপটে উপযুক্ত নয়।
খ) methodical (পদ্ধতিগত / সুশৃঙ্খল)
- এর মানে: কাজটি পরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিতভাবে করা হয়েছে।
- উদাহরণ: "Her methodical research led to a breakthrough."
- এটি প্রশ্নে দেওয়া তথ্য-নির্ভর, গঠনমূলক কাজের সঙ্গে ভালোভাবে মানানসই।
গ) capricious (খামখেয়ালী / পরিবর্তনশীল মেজাজ)
- এর মানে: যার সিদ্ধান্ত বা আচরণ হঠাৎ বদলায়, অবিশ্বাসযোগ্য।
- উদাহরণ: "His capricious behavior made him hard to work with."
- এটি নেতিবাচক এবং প্রশ্নের প্রেক্ষাপটে মানায় না।
ঘ) reckless (উদ্বিগ্নভাবে সাহসী / দায়িত্বজ্ঞানহীনভাবে সাহসী)
- মানে: দায়িত্বজ্ঞানহীন বা ঝুঁকিপূর্ণভাবে কাজ করা।
- উদাহরণ: "Reckless driving causes many accidents."
- এটিও নেতিবাচক এবং তথ্য-নির্ভর বা সুশৃঙ্খল পদ্ধতির বিপরীত।
- সঠিক উত্তর: খ) methodical
- কারণ: প্রশ্নটি বলছে বিজ্ঞানী তথ্যের ওপর নির্ভর করেছেন, অনুমানের ওপর নয়। এটি একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত (methodical) আচরণকে নির্দেশ করে।

0
Updated: 4 weeks ago
Needle : Sewing :: Knife : ?
Created: 1 week ago
A
Cutting
B
Farming
C
Sleeping
D
Reading
Correct Answer: ক) Cutting
ব্যাখ্যা:
-
Needle (সূই) দিয়ে Sewing (সেলাই) করা হয়।
-
Knife হলো ছুরি, যা দিয়ে Cutting (কাটা) করা হয়।
-
সম্পর্ক: tool : function
A needle is used for sewing; a knife is used for cutting.
-
তাই analogical relation অনুযায়ী সঠিক উত্তর হলো Cutting।
Options:
-
ক) Cutting – কাটা ✅
-
খ) Farming – কৃষি কাজ করা
-
গ) Sleeping – ঘুমানো
-
ঘ) Reading – পড়া
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago