The label can easily be detached _____ the package.
A
in
B
from
C
of
D
for
উত্তরের বিবরণ
• Detach from:
Meaning: বিচ্ছিন্ন।
Example sentence: He is detached from his family.
Complete sentence: The label can easily be detached from the package.
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detach এর সাথে 'বিচ্ছিন্ন' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 3 weeks ago
A
It is high time you give up smoking.
B
It is high time you have given up smoking.
C
It is high time you gave up smoking.
D
It is high time you had given up smoking.
সঠিক বাক্য হলো It is high time you gave up smoking। “It is time” বা “It is high time” ব্যবহার করার নিয়ম অনুযায়ী, যদি বাক্যের পর subject থাকে, তাহলে verb-কে past form-এ ব্যবহার করতে হয়।
-
উদাহরণ:
-
It is high time he changed his attitude toward others.
-
It is high time we finalized our plans for the upcoming event.
-
উক্ত বাক্যে subject হলো you, তাই verb হবে gave।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
It is high time you give up smoking → এখানে present tense (give) ব্যবহার করা হয়েছে, যা নিয়মবিরুদ্ধ।
-
It is high time you have given up smoking → এখানে present perfect (have given) ব্যবহার হয়েছে, যা গঠনগতভাবে ভুল।
-
It is high time you had given up smoking → এখানে past perfect (had given) ব্যবহার হয়েছে, যা অতীতের অন্য সময় বোঝায় এবং প্রসঙ্গে প্রযোজ্য নয়।
যদি subject না থাকে, তাহলে to + verb ব্যবহার হয়:
-
It is high time to stop corruption.
-
It is time to start the task.
বিঃদ্রঃ “It is time” সাধারণত কোনো কাজের করার সময় এসেছে বোঝাতে ব্যবহার হয়, আর “It is high time” বোঝায় কোনো কাজ করা দেরি হয়ে গেছে এবং এখনই উপযুক্ত সময়।

0
Updated: 2 weeks ago
The poem "The Revolt of Islam" was composed by-
Created: 3 weeks ago
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
Matthew Arnold
D
William Wordsworth
The Revolt of Islam হলো P.B. Shelley-এর রচিত একটি কবিতা, যা রোমান্টিক আন্দোলনের বিপ্লবী ভাবধারা প্রতিফলিত করে।
-
Poem: The Revolt of Islam
-
লেখক: P.B. Shelley
-
ধরণ: Poem in twelve cantos
-
প্রকাশিত: ১৮১৭
-
মূল প্রকাশনা শিরোনাম: Laon and Cythna; or, The Revolution of the Golden City
-
-
P.B. Shelley (1792–1822):
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley
-
প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব
-
বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য পরিচিত
-
রোমান্টিক আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তি এবং ভাষা ও বিষয়ের উদ্ভাবনী ব্যবহারের জন্য প্রশংসিত
-
সমাজের পরিবর্তনের জন্য গুণগত বিপ্লবের প্রয়োজন বলে বিশ্বাস করতেন
-
ইংরেজি সাহিত্যের একজন Revolutionary poet হিসেবে গণ্য
-
লক্ষ্য: ভবিষ্যতের জন্য গৌরবময় স্বর্ণযুগ নিয়ে আসা
-
-
Notable Works (Poems):
-
Ode to the West Wind
-
To a Skylark
-
Ozymandias
-
Queen Mab
-
Adonais
-
The Cloud
-
Rosalind and Helen
-
The Revolt of Islam
-
Hymn to Intellectual Beauty
-
-
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci (1819)
-
-
Books:
-
A Defence of Poetry
-
A Philosophical View of Reform
-
The Necessity of Atheism
-
Peter Bell the Third
-

0
Updated: 2 weeks ago
Find the gender of 'Emperor'.
Created: 3 weeks ago
A
Neuter
B
Masculine
C
Feminine
D
Common
Emperor হলো পুরুষবাচক।
-
Emperor (noun)
-
English meaning: The sovereign or supreme male monarch of an empire.
-
Bangla meaning: সম্রাট
-
-
Feminine gender: Empress (রানী)
অন্যদিকে, Sovereign হলো common gender:
-
English meaning: a king or queen
-
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট
উৎস:

0
Updated: 3 weeks ago