Choose the correct meaning of the idiom 'a jaundiced eye'
A
Having issues with eyesight
B
A calm and neutral outlook
C
A perspective filled with envy
D
A keen eye
উত্তরের বিবরণ
Answer- A perspective filled with envy.
• A jaundiced eye
English Meaning: exhibiting or influenced by envy, distaste, or hostility.
Bangla Meaning: ঈর্ষাপরবশ, পরশ্রীকাতর, বিদ্বেষপরায়ণ ও সংশয়গ্রস্ত মনোভাব
Ex. Sentence: He seems to have had a jaundiced eye after the divorce.
Bangla Meaning: বিবাহবিচ্ছেদের পর যেন মনে হচ্ছে সে পরশ্রীকাতর হয়ে গেছে।

0
Updated: 1 month ago
Three-fifths of the voters ______ the new law.
Created: 2 weeks ago
A
opposes
B
oppose
C
opposed
D
opposing
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম অংশ যদি One এর বেশি হয়, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে ‘s’ যোগ করা হয় (যেমন: Two-thirds)। তবে প্রথম অংশ যদি One হয়, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে ‘s’ যোগ করা হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর Subject যদি singular হয়, তাহলে Verb singular হবে।
-
Subject যদি plural হয়, তাহলে Verb plural হবে।
Correct Sentence: Three-fifths of the voters oppose the new law.

0
Updated: 2 weeks ago
Gulliver's Travels is written by -
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 1 month ago
Which one of the following is correctly spelled?
Created: 1 month ago
A
Tranquilizer
B
Tranquelizer
C
Tranquilizor
D
Tranqulizer
• Correct Answer: ক) Tranquilizer
Explanation:
-
Tranquilizer (noun)
-
Bangla Meaning: স্নায়ুর উত্তেজনা কমিয়ে নিদ্রা উদ্রেককারী ওষুধ
-
English Meaning: a drug used to reduce mental disturbance (such as anxiety and tension)
-
Example Sentences:
-
A doctor prescribes tranquilizers and sleeping pills.
-
He didn't have a way to check his drugs for the presence of the tranquilizer.

0
Updated: 1 month ago