Cotton is a _____ noun.
A
Common
B
Abstract
C
Material
D
Proper
উত্তরের বিবরণ
• Cotton is a Material noun.
• যে সব পদার্থ ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাদেরকে Material noun বলে।
- Cotton – তুলা, যা ওজন করা যায়, গণনা করা যায় না, তাই এটি Material noun.
• Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

0
Updated: 1 month ago
She asked me ____ I was interested in working for her.
Created: 1 month ago
A
so that
B
in case
C
perhaps
D
whether
Options:
ক) so that: যাহাতে; যদি কেবল।
খ) in case: ঘটনাচক্রে।
গ) perhaps: হয়তো; সম্ভবত।
ঘ) whether: কিনা; কি; যদি; দুইয়ের মধ্যে কোনটা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে whether বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: She asked me whether I was interested in working for her.

0
Updated: 1 month ago
Which word is an antonym of "neophyte"?
Created: 3 weeks ago
A
Novice
B
Veteran
C
Compliant
D
Apprentice
Neophyte একটি noun, যা বোঝায় এমন ব্যক্তি যিনি সম্প্রতি কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং এখনও শিখছেন বা অভিজ্ঞ নন। এটি সাধারণত নবদীক্ষিত বা শিক্ষানবিস বোঝাতে ব্যবহৃত হয়।
-
Neophyte (noun)
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it
Bangla Meaning: নবদীক্ষিত; কোনো ধর্মমতে অধুনা দীক্ষিত ব্যক্তি; শিক্ষানবিস -
Correct Answer: খ) Veteran (বিপরীত অর্থে)
-
Synonyms: Beginner (নবিশ; অনভিজ্ঞ), Novice (শিক্ষানবিশ), Newcomer (আগন্তুক), Apprentice (আনাড়ি), Amateur (অপেশাদার)
-
Antonyms: Expert (বিশেষজ্ঞ), Master (দক্ষ), Professional (পেশাগত), Veteran (অভিজ্ঞ), Maestro (উস্তাদ), Ace (সেরা ব্যক্তি)
-
Other Option: Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত)
-
Example Sentences:
-
The actual English teaching that gets done in this situation may be minimal, while the neophyte teacher is busy struggling for survival.
-
Neophytes are assigned an experienced church member to guide them through their first year.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Mischievious
B
Miscevious
C
Mischievous
D
Misschivous
Correct Answer: গ) Mischievous
Mischievous (Adj)
-
Bangla Meaning: অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর
-
English Meaning: able or tending to cause annoyance, trouble, or minor injury
Examples:
-
You were so mischievous when you were a child!
-
She had a mischievous look in her eyes.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago