A
পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
B
প্রোটন ধনাত্মক আধানযুক্ত
C
ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
D
ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
উত্তরের বিবরণ
মৌলিক কণিকা
পরমাণু যেসব অত্যন্ত সূক্ষ্ম কণিকা দিয়ে গঠিত, সেগুলোকে মৌলিক কণিকা বলা হয়। প্রতিটি পরমাণুর মধ্যে তিন ধরনের মৌলিক কণিকা থাকে, যেমন:
-
ইলেকট্রন (Electron)
-
প্রোটন (Proton)
-
নিউট্রন (Neutron)
পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস (Nucleus), যেখানে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
ইলেকট্রন
-
ইলেকট্রন হলো পরমাণুর সবচেয়ে ক্ষুদ্র কণিকা।
-
এটি সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান।
-
একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় প্রায় ১/১৮৪০ অংশ।
-
ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জ যুক্ত কণা।
-
এটি নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে চলাচল করে।
প্রোটন
-
প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ কণা।
-
এটি নিউক্লিয়াসে অবস্থান করে।
-
হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক চার্জযুক্ত কণা পাওয়া যায়, তাকেই প্রোটন বলা হয়।
-
প্রোটনের ভর প্রায় হাইড্রোজেন পরমাণুর সমান।
-
এটি একটি ধনাত্মক চার্জ যুক্ত কণা।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
পায়খানা, প্রস্রাবখানায়
B
গোসলখানায়
C
পুকুরে
D
নালায়
সলিড ফিনাইল
সলিড ফিনাইল হলো এক ধরনের শক্ত জীবাণুনাশক ও দুর্গন্ধ দূর করার উপকরণ। এটি সাধারণত টয়লেট, প্রস্রাবখানা বা স্যানিটারি জায়গায় ব্যবহার করা হয়, যেখানে দুর্গন্ধ থাকে এবং জীবাণু থাকে। এটি সেই সব দুর্গন্ধ দূর করে এবং জায়গাটিকে জীবাণুমুক্ত রাখে।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু রাসায়নিক জিনিস
-
সাবান ও ডিটারজেন্ট: শরীর ও কাপড় পরিষ্কার করতে ব্যবহার হয়।
-
টুথপেস্ট: দাঁত পরিষ্কার করতে এবং মুখের জীবাণু দূর করতে সাহায্য করে।
-
ব্লিচিং পাউডার: কাপড়ের দাগ তুলতে, পানি জীবাণুমুক্ত করতে ও পরিষ্কারক হিসেবে কাজে লাগে।
-
বেকিং সোডা: কেক বা রুটি ফোলাতে রান্নায় ব্যবহার হয়, আবার ঘর পরিষ্কার করতেও কাজে আসে।
-
ক্লোরোফর্ম: আগে এটি চিকিৎসায় রোগীকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হতো।

0
Updated: 1 month ago
হাড় ও দাঁতকে মজবুত করে-
Created: 1 week ago
A
আয়োডিন
B
আয়রন
C
ম্যাগনেসিয়াম
D
ক্যালসিয়াম ও ফসফরাস
ক্যালসিয়াম ও ফসফরাসের উপকারিতা ও উৎস
-
হাড় ও দাঁতের স্বাস্থ্য: ক্যালসিয়াম ও ফসফরাস আমাদের হাড় ও দাঁতকে শক্তিশালী করে।
-
হাড়ের ক্ষয় রোধ: এগুলি হাড়ের ক্ষয় বা দুর্বলতা কমাতে সাহায্য করে।
-
শরীরের অন্যান্য কাজ: রক্ত জমাট বাধা, পেশীর সংকোচন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
-
খাদ্য উৎস: ম্যাকরেল মাছ, স্যামন মাছ, ডিমের সাদা অংশ, সয়া মিল্ক, দুধ, মাশরুম, চিজ এবং কমলালেবুর রস ক্যালসিয়াম ও ফসফরাসের ভালো উৎস।
সূত্র: বিজ্ঞান, এসএসসি পাঠ্যপুস্তক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
Created: 1 month ago
A
নাইট্রোজেনের
B
ফসফরাসের
C
ইউরিয়ার
D
পটাসিয়ামের
🔹 নাইট্রোজেনের অভাব
-
নাইট্রোজেন পাতায় সবুজ রঙ (ক্লোরোফিল) তৈরি করতে সাহায্য করে।
-
এর ঘাটতি হলে পাতার সবুজ রঙ ফিকে হতে শুরু করে এবং ধীরে ধীরে পাতাগুলো হলুদ হয়ে যায়।
-
এই হলুদ হওয়াকে বলা হয় ক্লোরোসিস।
🔹 ফসফরাসের অভাব
-
ফসফরাসের অভাবে পাতায় বেগুনি রঙ দেখা যায়।
-
পাতায় শুকিয়ে যাওয়া অংশ বা মৃত দাগ তৈরি হয়।
-
ফল, ফুল এমনকি পাতাও ঝরে পড়তে পারে।
-
গাছের বৃদ্ধি থেমে যেতে পারে।
🔹 পটাশিয়ামের অভাব
-
পটাশিয়ামের অভাবে পাতার মাথা ও ধারে হলুদ ছোপ দেখা দেয়।
-
পরে সেসব জায়গায় পোড়া দাগের মতো বাদামি রঙ হয় এবং পাতা কুঁকড়ে যায়।
-
গাছের বৃদ্ধি কমে যায় এবং ফুল বা ফলের কুঁড়ি শুকিয়ে যেতে পারে।
বুঝে রাখার মতো বিষয়:
-
নাইট্রোজেনের অভাবে সাধারণত পুরনো পাতা পুরোপুরি হলুদ হয়।
-
আর পটাশিয়ামের অভাবে পাতার ধারে পোড়া দাগের মতো চিহ্ন দেখা যায়, পুরো পাতা না।
উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বই।

0
Updated: 1 month ago