নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
A
পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
B
প্রোটন ধনাত্মক আধানযুক্ত
C
ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
D
ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
উত্তরের বিবরণ
মৌলিক কণিকা
পরমাণু যেসব অত্যন্ত সূক্ষ্ম কণিকা দিয়ে গঠিত, সেগুলোকে মৌলিক কণিকা বলা হয়। প্রতিটি পরমাণুর মধ্যে তিন ধরনের মৌলিক কণিকা থাকে, যেমন:
-
ইলেকট্রন (Electron)
-
প্রোটন (Proton)
-
নিউট্রন (Neutron)
পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস (Nucleus), যেখানে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
ইলেকট্রন
-
ইলেকট্রন হলো পরমাণুর সবচেয়ে ক্ষুদ্র কণিকা।
-
এটি সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান।
-
একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় প্রায় ১/১৮৪০ অংশ।
-
ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জ যুক্ত কণা।
-
এটি নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে চলাচল করে।
প্রোটন
-
প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ কণা।
-
এটি নিউক্লিয়াসে অবস্থান করে।
-
হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক চার্জযুক্ত কণা পাওয়া যায়, তাকেই প্রোটন বলা হয়।
-
প্রোটনের ভর প্রায় হাইড্রোজেন পরমাণুর সমান।
-
এটি একটি ধনাত্মক চার্জ যুক্ত কণা।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
সর্বাপেক্ষা হালকা গ্যাস-
Created: 1 month ago
A
অক্সিজেন
B
হাইড্রোজেন
C
র্যাডন
D
নাইট্রোজেন
হাইড্রোজেন গ্যাস
-
হাইড্রোজেন হচ্ছে বিশ্বের সবচেয়ে হালকা গ্যাস।
-
এটি একটি গ্রিন এনার্জি (পরিষ্কার জ্বালানি), কারণ এটি পোড়ালে শুধু পানি উৎপন্ন হয়—অন্য কোনো ক্ষতিকর পদার্থ হয় না।
-
যদিও হাইড্রোজেন দাহ্য (জ্বলে), কিন্তু এটি অন্য কিছু জ্বালাতে সাহায্য করে না।
হাইড্রোজেন গ্যাসের প্রধান বৈশিষ্ট্য
১. খাঁটি হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন।
২. এটি পানিতে খুব সামান্য দ্রবীভূত হয়।
৩. সব মৌলের মধ্যে এটি সবচেয়ে হালকা।
৪. বাতাস হাইড্রোজেনের তুলনায় প্রায় ১৪.৪ গুণ ভারী।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 month ago
ফলিক এসিডের অন্য নাম কোনটি?
Created: 4 weeks ago
A
ভিটামিন বি ১২
B
ভিটামিন বি ৬
C
ভিটামিন বি ১
D
ভিটামিন বি ৯
ফলিক এসিড হল ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, যা ভিটামিন বি ৯ নামেও পরিচিত। এটি শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। ফলিক এসিডের মূল কাজগুলো হলো:
-
রক্তকণিকা তৈরিতে অংশগ্রহণ করা।
-
ডিএনএ (DNA) গঠনে সহায়তা করা, যা বংশগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
কোষের গঠন ও বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
ফলিক এসিডের ভালো উৎসগুলোর মধ্যে রয়েছে কলিজা, মাছ, মাংস, বাদাম এবং সবুজ শাক-সবজি।
প্রাকৃতিকভাবে ফলিক এসিড বা ফোলেট ভিটামিন বি ৯-এর জল-দ্রবণীয় রূপ। এটি অনেক ধরনের খাবারে স্বাভাবিকভাবে উপস্থিত থাকে এবং অতিরিক্ত হিসেবে খাবারে যোগ বা সাপ্লিমেন্ট হিসেবে বিক্রি করা হয়।
ফোলিক এসিডের সাপ্লিমেন্ট রূপ খাদ্য থেকে প্রাপ্ত ফোলেটের তুলনায় বেশি শোষিত হয়—প্রায় ৮৫% বনাম ৫০%।
ফোলেট ডিএনএ এবং আরএনএ (RNA) গঠনে সাহায্য করে এবং প্রোটিন বিপাকেও অংশগ্রহণ করে।

0
Updated: 4 weeks ago
সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?
Created: 2 months ago
A
৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
B
৮০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
C
১০০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
D
১২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
সূর্য (Sun)
-
সূর্য হলো একটি নক্ষত্র।
-
এর গায়ের তাপমাত্রা প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস।
-
এটি আগুনের মতো জ্বলন্ত একটি গ্যাসের গোলা।
-
সূর্য মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত।
-
এটি মাঝারি আকারের এবং হলুদ রঙের।
-
সূর্যের ব্যাস প্রায় ১৩,৮৪,০০০ কিলোমিটার।
-
এটি পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত।
-
সূর্য থেকে যে তাপ বের হয়, তার খুবই অল্প অংশ পৃথিবীতে পৌঁছে—প্রায় ২০০ কোটিতে ১ ভাগ।
-
আলো প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার পথ চলে।
-
তাই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড।
-
সূর্যের সবচেয়ে কাছের অন্য একটি নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টোরাই।

0
Updated: 2 months ago