জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
A
UNDP
B
DTCD
C
UNFPA
D
UNEP
উত্তরের বিবরণ
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমে সমন্বয়কারী — UNDP
UNDP বা United Nations Development Programme হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচী এবং সাধারণ পরিষদের সহায়ক সংস্থা। এটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের বৃহত্তম মাধ্যম হিসেবে কাজ করে থাকে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২২ নভেম্বর, ১৯৬৫
-
সদর দফতর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সহায়তা প্রদান।
-
কার্যক্রম: প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।
-
বিশেষ প্রকাশনা: মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ।
UNDP জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে কাজ করে এবং একজন প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হয়।
এই প্রশাসক ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন, যাদের মধ্যে উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা রয়েছেন।
বর্তমানে UNDP প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন আচিম স্টেইনার।
উৎস: UNDP ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
জাতিসংঘের পতাকার রং কী?
Created: 3 weeks ago
A
সবুজ ও সাদা
B
নীল ও সাদা
C
লাল ও সাদা
D
নীল ও সবুজ
জাতিসংঘের পতাকা হলো সারা বিশ্বের মানুষের জন্য শান্তি ও একাত্মতার প্রতীক।
-
গৃহীত: ৭ ডিসেম্বর ১৯৪৬
-
রঙ: নীল ও সাদা
-
ডিজাইন: জমিন নীল, মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুই পাশে সাদা জলপাই গাছের ডাল
-
প্রতীকী অর্থ:
-
জলপাই পাতার ডাল: শান্তি
-
নীল রং: যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তি
-
-
ডিজাইন দলের নেতৃত্ব: অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট
0
Updated: 3 weeks ago
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র -
Created: 1 month ago
A
৫২টি
B
৫১টি
C
৫০টি
D
৪৯টি
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের স্বাধীন দেশসমূহকে একত্রিত করে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে। এটি ১ জানুয়ারি ১৯৪২ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের প্রস্তাবে প্রতিষ্ঠিত হয়। সদর দফতর ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং এর স্থপতি ছিলেন ডব্লিউ. হ্যারিসন।
• জাতিসংঘ বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• ইউরোপীয় কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• জাতিসংঘ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
• প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৫১টি।
গঠন সংক্রান্ত তথ্য:
• সনদ কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫।
• আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়: ১৪ আগস্ট ১৯৪১।
• জাতিসংঘ দিবস পালিত হয়: ২৪ অক্টোবর।
0
Updated: 1 month ago
WTO কবে প্রতিষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৯৪ সালের ১ জানুয়ারি
B
১৯৯৪ সালের ৩১ জানুয়ারি
C
১৯৯৫ সালের ১ জানুয়ারি
D
১৯৯৫ সালের ৩১ জানুয়ারি
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্যিক জোট, যা বৈশ্বিক বাণিজ্যের নীতি ও নিয়ম তদারকি করে এবং সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কের ভারসাম্য রক্ষা করে।
-
পূর্ণরূপ: World Trade Organization
-
প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্যদেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
মারাকেশ চুক্তি
-
১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
-
এই চুক্তির মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে এবং WTO একটি স্থায়ী বৈশ্বিক সংস্থায় রূপ নেয়।
0
Updated: 3 weeks ago