A
ঘোড়া
B
বলগা হরিণ
C
উট
D
খেচর
উত্তরের বিবরণ
উটকে প্রায়ই “মরুভূমির জাহাজ” বলা হয়, কারণ তারা মরুভূমির কঠিন পরিবেশে খুব সহজেই বাঁচতে পারে। উটের শরীর মরুজীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অভিযোজিত। উদাহরণস্বরূপ, এদের প্রশস্ত পা বালির উপর সহজে চলতে সাহায্য করে, নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা আছে, এবং এদের দুই সারি চোখের পাপড়ি মরুভূমির বালু ও ধুলো থেকে রক্ষা করে। এই সব বৈশিষ্ট্যের কারণে উট মরুভূমিতে মালামাল বহন করতে সক্ষম হয়।
উৎস: dw.com.

0
Updated: 1 week ago
ক্যান্সার রোগের কারণ কি?
Created: 1 month ago
A
কোষের অস্বাভাবিক মৃত্যু
B
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
C
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
D
উপরের সবগুলো
ক্যান্সার হয় যখন কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে যেতে শুরু করে।
-
ক্ষতিগ্রস্ত কোষের ভেতরের DNA থেকে এমন কোষ তৈরি হয় যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে ওঠে।
-
শরীরে প্রদাহ, সংক্রমণ বা ক্ষতিকর রাসায়নিকের প্রভাব পড়লে কোষ ক্ষতিগ্রস্ত হয়। তখন সেই মৃত কোষের DNA থেকে এমন কোষ তৈরি হয় যেগুলো দ্রুত ও অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
উৎস: ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
পিতলের উপাদান হলো-
Created: 2 weeks ago
A
তামা ও টিন
B
তামা ও নিকেল
C
তামা ও সিসা
D
তামা ও দস্তা
সংকর ধাতু
সংকর ধাতু বলতে বোঝায় এমন ধাতব পদার্থ যা দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে তৈরি হয়। এই মিশ্রণ থেকে একটি নতুন কঠিন পদার্থ তৈরি হয়, যা কখনও সমসত্ব (homogeneous) বা কখনও অসমসত্ব (heterogeneous) হতে পারে।
উদাহরণ:
-
কাঁসা (Bronze): তামা (Copper) ও টিন (Tin) মিশিয়ে তৈরি করা হয়।
-
পিতল (Brass): তামা (Copper) ও দস্তা (Zinc) মিশ্রণে তৈরি হয়।
পিতলের গঠন:
-
এতে সাধারণত ৬৫% তামা ও ৩৫% দস্তা থাকে।
-
মূল উপাদান হলো তামা, যা শতকরা ৬৫% উপস্থিত থাকে।
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
চা পাতায় কোন ভিটামিন থাকে?
Created: 2 days ago
A
ভিটামিন 'ই'
B
ভিটামিন 'কে'
C
ভিটামিন বি কমপ্লেক্স
D
ভিটামিন 'এ'
ভিটামিন ও তাদের উৎস
-
ভিটামিন B কমপ্লেক্স – চা পাতা ও বৃষ্টির পানিতে পাওয়া যায়।
-
ভিটামিন E – সবুজ শাকসবজি, তৈলবীজ ও হাঙ্গর মাছের যকৃতের তেলে রয়েছে।
-
ভিটামিন K – প্রধান উৎস হলো সবুজ শাকসবজি ও দুগ্ধজাত দ্রব্য।
-
ভিটামিন A – মাছের তেল, দুধ, মলা মাছ, মাছের মাথা এবং গাজরে সবচেয়ে বেশি পাওয়া যায়।
ভিটামিনের দ্রাব্যতা অনুযায়ী ভাগ:
-
স্নেহে দ্রবণীয় (Fat-soluble) ভিটামিন: A, D, E, K
-
পানিতে দ্রবণীয় (Water-soluble) ভিটামিন: B কমপ্লেক্স ও C
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 days ago