ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
A
স্যাংগার ও পলিং
B
ওয়াটসন ও ক্রিক
C
লুই পাস্তুর ও ওয়াটসন
D
পলিং ও ক্রিক
উত্তরের বিবরণ
ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো
ডিএনএ হলো একটি নিউক্লিক এসিড, যা জীবদেহের গঠন ও কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় জিনগত তথ্য বহন করে। ১৯৫৩ সালে, ইংল্যান্ডের বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) কাঠামো প্রথম বর্ণনা করেন। এজন্য তাদেরকে ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামোর জনক হিসেবে খ্যাতি রয়েছে এবং এই আবিষ্কারের জন্য তারা পরে নোবেল পুরস্কারও পান।
উল্লেখযোগ্যভাবে, ডিএনএ অণুকে প্রথমবার ফ্রেডরিক মেসচার উপস্থাপন করেছিলেন।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
Related MCQ
ভারী পানি (Heavy water) এর সংকেত হচ্ছে -
Created: 2 months ago
A
2H2O2
B
H2O
C
D2O
D
HD2O2
পানি
-
পানির রাসায়নিক সংকেত H₂O।
-
পানির একটি বিশেষ রূপ হলো ভারী পানি, যার সংকেত D₂O।
-
ভারী পানির রাসায়নিক নাম হলো ডিউটেরিয়াম অক্সাইড।
-
সাধারণ পানিতে থাকে প্রোটিয়াম (হাইড্রোজেনের এক আইসোটোপ) ও অক্সিজেন।
-
আর ভারী পানিতে থাকে ডিউটেরিয়াম (হাইড্রোজেনের আরেক আইসোটোপ) ও অক্সিজেন।
-
হাইড্রোজেনের মোট তিনটি আইসোটোপ আছে— প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।
-
সাধারণভাবে যখন আমরা হাইড্রোজেন বলি, তখন মূলত প্রোটিয়ামকেই বোঝানো হয়।
উৎস: মাধ্যমিক রসায়ন, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

0
Updated: 2 months ago
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি -
Created: 4 weeks ago
A
বয়লিং
B
বেনজিন ওয়াশ
C
ফরমালিন ওয়াশ
D
কেমিক্যাল স্টেরিলাইজেশন
বয়লিং বা সেদ্ধ করার প্রক্রিয়ায় পানি সংস্পর্শে বারবার আসার কারণে ধাতুতে মরিচা ধরার সম্ভাবনা থাকে, যা এটি কম নিরাপদ পদ্ধতিতে পরিণত করে। বেনজিন ও ফরমালিন মানবদেহের জন্য ক্ষতিকর, তাই এগুলোও ভালো বিকল্প নয়। এই প্রসঙ্গে সর্বোত্তম পদ্ধতি হিসেবে কেমিক্যাল স্টেরিলাইজেশন বিবেচিত হয়।
মূল তথ্যগুলো হলো:
-
স্টেরিলাইজেশন (Sterilization) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীবাণু এবং সকল অণুজীব ধ্বংস হয়।
-
বেস্ট এন্সার হিসেবে ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন নেওয়া যায়।
-
কেমিক্যাল স্টেরিলাইজেশনে ব্যবহৃত পদার্থ নির্ধারণ করতে হয় যন্ত্রের উপাদানের প্রকারভেদ অনুযায়ী, না হলে বিপরীত প্রভাব দেখা দিতে পারে।
বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে: Guideline for Disinfection and Sterilization in Healthcare Facilities, Centers for Disease Control and Prevention, US Govt.

0
Updated: 4 weeks ago
পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
Created: 2 months ago
A
ডায়োড
B
ট্রান্সফরমার
C
ট্রানজিস্টার
D
অ্যামপ্লিফায়ার
পারস্পারিক আবেশ
পারস্পারিক আবেশ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে পাশাপাশি রাখা দুটি কুন্ডলীর মধ্যে একটি কুন্ডলীতে যখন বৈদ্যুতিক প্রবাহের মাত্রা পরিবর্তিত হয়, তখন অন্য কুন্ডলীতে একটি বৈদ্যুতিক বল (ইএমএফ) উদ্ভূত হয়। সহজভাবে বললে, এক কুন্ডলীর পরিবর্তন অন্য কুন্ডলীতে প্রভাব ফেলে।
ব্যবহার: জেনারেটর, মোটর এবং ট্রান্সফরমারে এই প্রক্রিয়াটি কাজে লাগে।
ট্রান্সফরমার:
ট্রান্সফরমার হলো একটি যন্ত্র যা বৈদ্যুতিক বিভব (ভোল্টেজ) পরিবর্তনের কাজে ব্যবহৃত হয়। এটি উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করতে সক্ষম।
ধরন:
-
স্টেপ-আপ ট্রান্সফরমার: যেখানে গৌণ কুন্ডলীর পাক সংখ্যা মুখ্য কুন্ডলীর থেকে বেশি।
-
স্টেপ-ডাউন ট্রান্সফরমার: যেখানে মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা গৌণ কুন্ডলীর থেকে বেশি।
সূত্র/উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago