নিচের কোনটি রোম্যান্টিক প্রণয়োপাখ্যানধর্মী অনুবাদ সাহিত্য নয়?
A
ইউসুফ-জোলেখা
B
মধুমালতী
C
লায়লী-মজনু
D
রামায়ণ
উত্তরের বিবরণ
‘রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' ধারার সাহিত্য:
- অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান'।
- 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' মূলত মুসলিম চরিত্রনির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম।
- এই ধারার কয়েকজন কবি হচ্ছেন- শাহ মুহম্মদ সগীর, সৈয়দ সুলতান, দৌতল কাজী, আবদুল হাকিম, আলাওল, কোরেশী মাগন ঠাকুর প্রমুখ।
'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' অনুবাদ সাহিত্যসমূহ হলো:
- ইউসুফ-জোলেখা,
- লায়লী মজনু,
- মধুমালতী,
- গুলে বকাওলী,
- সতীময়না ও লোরচন্দ্রানী,
- চন্দ্রাবতী,
- পদ্মাবতী ইত্যাদি।
অন্যদিকে,
রামায়ণ:
- রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন - কৃত্তিবাস ওঝা।
- রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য। সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি
- গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস বাংলায় ''রামায়ণ'' অনুবাদ করেন।

0
Updated: 1 month ago
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়—
Created: 1 month ago
A
১৯৫০ সালে
B
১৯৪৭ সালে
C
১৯৩৬ সালে
D
১৯২৮ সালে
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
-
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৩৬
-
ভাষা ও সাহিত্য: বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস
-
প্রেক্ষাপট: বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী গ্রামাঞ্চল
-
প্রধান চরিত্র:
-
কুবের (মাঝি)
-
কপিলা
-
মালা
-
হোসেন মিয়া
-
-
মূল বিষয়বস্তু: দরিদ্র মানুষের জীবন সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই
-
ছবিনির্মাণ: ১৯৯৩ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি করেন
উৎস: বাংলা সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 month ago
A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন নাটক
-
প্রকাশ: ১৮৫২
-
রচয়িতা: তারাচরণ শিকদার
-
ধরন: বাংলা ভাষায় প্রথম মৌলিক মধুরান্তিক নাটক
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
ইংরেজি ও সংস্কৃত নাটকের আদর্শের সংমিশ্রণ
-
কাহিনি: অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ (মহাভারত অবলম্বন)
-
বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত
-
-
প্রথম প্রচেষ্টা: ‘কীর্তিবিলাস’ (বিয়োগান্ত নাটক)
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
কীর্তনের নতুন পদ্ধতির স্রষ্টা হিসেবে খ্যাতি লাভ করেন মধ্যযুগের কোন কবি?
Created: 3 weeks ago
A
বিদ্যাপতি
B
রামনিধি গুপ্ত
C
জ্ঞানদাস
D
মালাধর বসু
জ্ঞানদাস সম্ভবত ষোল শতকে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চণ্ডীদাসের কাব্যাদর্শ অনুসরণ করে, নিজের মৌলিক প্রতিভা সংযুক্ত করে রাধাকৃষ্ণের লীলাবর্ণনার মাধ্যমে মানবমানবীর শাশ্বত প্রেমবেদনা প্রকাশ করেছেন। জ্ঞানদাস ছিলেন চণ্ডীদাসের ভাবশিষ্য।
-
তিনি প্রথম ষোড়শ-গোপাল রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
-
রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ: মাথুর ও মুরলীশিক্ষা, যা বৈষ্ণবগীতিকাব্যের মূল্যবান সংকলন।
-
জ্ঞানদাস একজন সঙ্গীতজ্ঞ এবং কীর্তনের নতুন পদ্ধতির স্রষ্টা হিসেবে খ্যাত।
-
পদ রচনা ব্রজবুলি ও বাংলায় করেছেন, তবে বাংলা পদে কৃতিত্ব বেশি।
-
পদাবলিতে সৌন্দর্যের ব্যঞ্জনা এবং আবেগের সূক্ষ্ম কারুকর্ম ফুটিয়ে তুলেছেন।
-
তিনি মানবজীবনের বায়ুমণ্ডলে বসে বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলা প্রত্যক্ষ করে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

0
Updated: 3 weeks ago