বিদ্যাপতির গীতিকবিতাগুলি কোন ধর্মীয় ধারার সঙ্গে সম্পর্কিত?
A
শৈব
B
বৌদ্ধ
C
বৈষ্ণব
D
তান্ত্রিক
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
কোন কবির উপাধি 'কবিকন্ঠহার'?
Created: 1 month ago
A
ভারতচন্দ্র রায়গুণাকর
B
বিদ্যাপতি
C
মালাধর বসু
D
মুকুন্দরাম চক্রবর্তী
• মিথিলার রাজসভার কবি ছিলেন — বিদ্যাপতি। তাঁর উপাধি ছিল ‘কবিকণ্ঠহার’।
• বিদ্যাপতি:
-
তিনি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার ছিলেন।
-
মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
-
তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর।
-
তিনি ‘মৈথিল কোকিল’ ও ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত।
-
তাঁর অন্যান্য উপাধি ছিল: নব কবিশেখর, কবিরঞ্জন, কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত।
-
তিনি অপভ্রংশ ভাষায় ‘কীর্তিলতা’ নামে ঐতিহাসিক কাব্য রচনা করেছিলেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 month ago
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
Created: 1 month ago
A
মারাঠি
B
হিন্দি
C
মৈথিলি
D
গুজরাটি
মিথিলার রাজসভার প্রধান কবি ছিলেন বিদ্যাপতি, যিনি পঞ্চদশ শতকের একজন সুপরিচিত কবি। তাঁর রচনায় মুগ্ধ ছিলেন মিথিলার রাজা শিবসিংহ, যিনি বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
বিদ্যাপতি মূলত মৈথিলি ভাষায় কাব্য রচনা করতেন, তবে তিনি কিছু পদাবলী ব্রজবুলি ভাষায়ও রচনা করেছেন। তিনি 'মৈথিল কোকিল' এবং অভিনব জয়দেব নামে খ্যাত ছিলেন।
বিদ্যাপতির রচিত কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
কীর্তিলতা
-
গঙ্গাবাক্যাবলী
-
বিভাগসার

0
Updated: 1 month ago
'বিদ্যাপতি' কোন রাজসভার কবি ছিলেন?
Created: 2 months ago
A
রোসাঙ্গ
B
কৃষ্ণনগর
C
বিক্রমপুর
D
মিথিলা
বিদ্যাপতি
মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি।
- তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ।
- এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- ‘মৈথিল কোকিল’ বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়।
- কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে ‘মৈথিল কোকিল’ বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago