A
জয়দেব
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
অভিনব জয়দেব
উত্তরের বিবরণ
- মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল - বৈষ্ণব পদাবলী।
- পদাবলীর আদিকবি বাঙালী কবি - জয়দেব, তিনি পদাবলী রচনা করেছেন সংস্কৃত ভাষায়।
- অবাঙালী কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়।
-বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়।
- উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
- বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস।

0
Updated: 1 week ago