প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
A
জাপানের নাগাসাকিতে
B
অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
C
রাশিয়ার আশখাবাদে
D
কানাডার ভেঙ্কুবারে
উত্তরের বিবরণ
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন ফ্রান্সের ফন্টেব্লিউতে অনুষ্ঠিত হয়।
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।
উৎস: IUCN ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
IUCN -এর কাজ হলো বিশ্বব্যাপী -
Created: 3 months ago
A
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
B
মানবাধিকার সংরক্ষণ করা
C
পানি সম্পদ সংরক্ষণ করা
D
আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
IUCN অর্থাৎ International Union for the Conservation of Nature, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা বিশ্বের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ করে থাকে। ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউতে
IUCN-এর প্রতিষ্ঠা ঘটে। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের গ্লান্ডে। বর্তমানে IUCN বিশ্বব্যাপী প্রায় ১৭০টিরও বেশি দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
IUCN-এর মূল লক্ষ্য হলো প্রকৃতির সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। তারা পৃথিবীর বিভিন্ন প্রজাতিকে তাদের অবস্থা অনুযায়ী নয়টি ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করে থাকে, যেগুলো হলো: মূল্যায়ন করা হয়নি, তথ্যের অভাব, সর্বনিম্ন উদ্বেগ, কাছাকাছি হুমকির মধ্যে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতর বিপন্ন, বন্যে বিলুপ্ত এবং সম্পূর্ণ বিলুপ্ত।
তথ্যের উৎস: IUCN-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য দেশের সংখ্যা কত? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
১৮৫টি
B
১৮৬টি
C
১৮৭টি
D
১৮৮টি
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক পর্যায়ে আবহাওয়া, জলবায়ু, জলসম্পদ ও সংশ্লিষ্ট বিজ্ঞানসমূহের গবেষণা এবং সহযোগিতা বৃদ্ধি করে।
-
পূর্ণরূপ: World Meteorological Organization
-
প্রতিষ্ঠা: ১৯৫০ সালে
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্য সংখ্যা: ১৯৩টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী) – এর মধ্যে ১৮৭টি দেশ ও ৬টি অঞ্চল
-
বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
অতিরিক্তভাবে বলা যায়, WMO বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ সতর্কীকরণ এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৫১ সালে
B
১৯৫৭ সালে
C
১৯৬০ সালে
D
১৯৬৩ সালে
IOM হলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, যা প্রবাসী ও অভিবাসীদের নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করার জন্য কাজ করে।
-
পূর্ণরূপ: INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION
-
প্রতিষ্ঠিত: ১৯৫১
-
সদস্য দেশ: ১৭৫টি
-
পর্যবেক্ষক দেশ: ৮টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
প্রথম মহিলা মহাসচিব: অ্যামি ই. পোপ (সেপ্টেম্বর, ২০২৫)
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
0
Updated: 1 month ago