ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
A
আসাম
B
মিজোরাম
C
ত্রিপুরা
D
নাগাল্যান্ড
উত্তরের বিবরণ
ভারত ও বাংলাদেশের সীমান্ত
-
নাগাল্যান্ডের সীমান্ত:
ভারতের নাগাল্যান্ড রাজ্যের সঙ্গে বাংলাদেশ সরাসরি কোনো সীমান্ত ভাগাভাগি করে না। -
সেভেন সিস্টার্স (Seven Sisters):
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে একত্রে “সেভেন সিস্টার্স” বলা হয়।-
এই রাজ্যগুলো হলো: আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম।
-
-
বাংলাদেশের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সীমান্ত:
বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৫টি রাজ্যের সীমান্ত আছে, যার মধ্যে সেভেন সিস্টার্সের ৪টি রাজ্য রয়েছে।-
এই রাজ্যগুলো হলো:
-
আসাম
-
মেঘালয়
-
ত্রিপুরা
-
মিজোরাম
-
-
উল্লেখ্য: সেভেন সিস্টার্সভুক্ত মনিপুর, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের সঙ্গে বাংলাদেশ কোনো সীমান্ত ভাগ করে না।
-
এছাড়াও, পশ্চিমবঙ্গ ভারতের অন্য একটি রাজ্য, যা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
-
বাংলাদেশের সীমান্তে অন্যান্য তথ্য:
-
বাংলাদেশ মোট ৩২টি জেলার মাধ্যমে আন্তর্জাতিক সীমান্তে যুক্ত।
-
ভারতের সঙ্গে: ৩০টি জেলা
-
মিয়ানমারের সঙ্গে: ৩টি জেলা
-
-
বাংলাদেশের রাঙামাটি জেলা হলো একমাত্র জেলা, যার সঙ্গে উভয় দেশের (ভারত ও মিয়ানমার) সীমান্ত রয়েছে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা।
-
তথ্যসূত্র: Britannica, ওয়ার্ল্ড অ্যাটলাস, জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago
নিচের কোনটি পাললিক শিলা?
Created: 1 month ago
A
মার্বেল
B
কয়লা
C
গ্রানাইট
D
নিস
পাললিক শিলা (Sedimentary Rock)
-
‘পাললিক শিলা’ শব্দটি এসেছে ‘পলি’ বা ‘পলল’ থেকে।
-
এটি একটি প্রাকৃতিক শিলার ধরন, যা ছোট ছোট কণা বা কণা সমষ্টি জমে জমে এবং পরে সমুদ্র, হ্রদ বা নদীর তলে খনিজ বা জৈব পদার্থের সিমেন্টেশন (সংযোগ) দ্বারা গঠিত হয়।
-
উদাহরণ: কংগ্লোমারেট, ব্রেকসিয়া, গ্রেওয়েক, বেলেপাথর, কাদাপাথর, কোয়ার্টজ, ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম, কয়লা, চুনাপাথর ইত্যাদি।
পাললিক শিলার বৈশিষ্ট্য
-
স্তরায়ন দেখা যায় এবং কাদার খাওয়া দাগ লক্ষ্য করা যায়।
-
একমাত্র এই শিলায় জীবাশ্ম পাওয়া যায়।
-
সচ্ছিদ্রতা (Porosity) এবং ভঙ্গুরতা (Brittleness) বেশি।
-
জল প্রবেশের ক্ষমতা (Permeability) বেশি।
-
ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম।
-
কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎস।
-
কাঠিন্য (Hardness) তুলনামূলকভাবে কম।
-
দারণ বা ফাটল সাধারণত থাকে না।
অন্য শিলার তুলনা
-
আগ্নেয় শিলা: উদাহরণ – গ্রানাইট।
-
রূপান্তরিত শিলা: উদাহরণ – মার্বেল।
-
আগ্নেয় শিলা প্রচন্ড তাপ ও চাপে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠন করে। যেমন: গ্রানাইট থেকে নিস (Gneiss) তৈরি হয়।
উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
Created: 1 month ago
A
৯০ শতাংশ
B
৯৪ শতাংশ
C
৯৮ শতাংশ
D
৯৯.৯৭ শতাংশ
বায়ুমণ্ডল ও এর উপাদানসমূহ
পৃথিবীর বায়ুমণ্ডল হলো বায়ুর এক স্তরবিশিষ্ট আবরণ, যা আমাদের গ্রহকে ঘিরে আছে। এটি প্রায় ১০,০০০ কিমি পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের নীচের স্তরগুলি উপরের স্তরের সাথে এবং উপরের বায়ুর সাথে ক্রমাগত চাপ বিনিময় করে, তাই পৃথিবীর ভূ-পৃষ্ঠের নিকটে বায়ু ঘন হয়ে থাকে।
পৃথিবীর বায়ুমণ্ডল মূলত সূর্য থেকে প্রাপ্ত শক্তির ওপর নির্ভরশীল; মোট শক্তির প্রায় ৯৯.৯৭% সূর্য থেকেই আসে।
বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ:
-
নাইট্রোজেন (N₂): ৭৮.০২%
-
অক্সিজেন (O₂): ২০.৭১%
-
আর্গন (Ar): ০.৮০%
-
জলীয়বাষ্প (H₂O): ০.৪১%
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂): ০.০৩%
-
অন্যান্য গ্যাস: ০.০২%
-
ধূলিকণা ও ছোট কণিকা: ০.০১%
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী, বাংলাদেশ।

0
Updated: 1 month ago
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
Created: 1 month ago
A
সাভানা
B
তুন্দ্রা
C
প্রেইরি
D
সাহেল
সাহেল (Sahel)
-
সাহেল হলো আফ্রিকার পশ্চিমাংশে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত একটি অঞ্চল।
-
এখানে মৌরিতানিয়া, মালি, নাইজারসহ একাধিক দেশ রয়েছে।
-
এ অঞ্চলের প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো সাভানা ধরনের বনভূমি।
প্রেইরি (Prairie)
-
প্রেইরি হলো উত্তর আমেরিকার বিশাল উর্বর তৃণভূমি।
তুন্দ্রা (Tundra):
-
তুন্দ্রা হলো পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্তের স্থলজ জীবমণ্ডল বা বায়োম, যেখানে গাছপালা প্রায় জন্মায় না।
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago