বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?
A
মৌসুমী বায়ু ঋতুতে
B
শীতকালে
C
মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
D
প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
উত্তরের বিবরণ
কালবৈশাখী ঝড় ও প্রাক-মৌসুমী উষ্ণ গ্রীষ্মকাল
বাংলাদেশের ঋতু ভিত্তিক চারটি ভাগ:
বাংলাদেশের আবহাওয়া মূলত বায়ু প্রবাহ, তাপমাত্রা এবং বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চারটি ঋতুতে বিভক্ত:
-
শুষ্ক শীতকাল
-
প্রাক-মৌসুমী উষ্ণ গ্রীষ্মকাল
-
গ্রীষ্মকালীন বর্ষাকাল
-
শরৎকাল
কালবৈশাখী ঝড় কখন হয়?
-
কালবৈশাখী ঝড় মূলত প্রাক-মৌসুমী উষ্ণ গ্রীষ্মকাল (এপ্রিল-মে, বৈশাখ থেকে জ্যৈষ্ঠ) মাসে হয়।
-
বৈশাখ মাসে এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়।
কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্য:
-
এটি বাংলাদেশের একটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ।
-
ঝড়ের গতিবেগ সাধারণত ৫৫–৮০ কিমি/ঘণ্টা হয়।
-
সংঘটনের কারণ: উত্তর-পশ্চিম থেকে আসা শীতল ও শুষ্ক বায়ু এবং দক্ষিণ-পূর্ব থেকে আসা উষ্ণ ও আর্দ্র বায়ু একত্রিত হলে ঝড় তৈরি হয়।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সপ্তম শ্রেণী)

0
Updated: 1 month ago
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
Created: 1 month ago
A
মেঘনা
B
যমুনা
C
পদ্মা
D
কর্ণফুলী
দেশের দীর্ঘতম নদী: পদ্মা নদী
পদ্মার আরেকটি নাম কীর্তিনাশা।
-
ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী বাংলাদেশের কুষ্টিয়ার উত্তরের দিকে প্রবেশ করে।
-
কুষ্টিয়া থেকে নদী প্রবাহিত হয়ে রাজশাহী অঞ্চলের কাছ দিয়ে যায়।
-
এরপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়ে পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়।
-
চাঁদপুরের কাছে পদ্মা মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে প্রবাহিত হয়।
শাখা নদী:
মধুমতী, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙা, কুমার, কপোতাক্ষ, শিবসা, পশুর (বা পসুর) বড়াল।
উপনদী:
মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।
দৈর্ঘ্য ও অঞ্চল:
-
বাংলাদেশের তিনটি বিভাগের ১২টি জেলায় পদ্মা নদী প্রবাহিত।
-
নদীর মোট দৈর্ঘ্য প্রায় ৩৪১ কিমি।
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য:
-
দ্বিতীয় দীর্ঘতম নদী: ইছামতী (৩৩৪ কিমি) এবং সাঙ্গু/শঙ্খ (২৯৪ কিমি)।
-
সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী: মেঘনা (৩৬টি উপজেলা)।
-
সবচেয়ে বেশি নদ-নদী আছে: ঢাকা বিভাগ (২২২টি নদী)।
-
সবচেয়ে বেশি নদী আছে জেলায়: সুনামগঞ্জ (৯৭টি নদী)।
-
দেশের ক্ষুদ্রতম নদী: গাঙ্গিনা নদী (দৈর্ঘ্য ০.০৩২ কিমি)।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নদী রক্ষা কমিশন।

0
Updated: 1 month ago
কোনটি নবায়নযােগ্য সম্পদ?
Created: 2 weeks ago
A
প্রাকৃতিক গ্যাস
B
চুনাপাথর
C
বায়ু
D
কয়লা
নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তির মধ্যে মৌলিক পার্থক্য হলো এদের পুনঃব্যবহারযোগ্যতা ও প্রাপ্যতা। নবায়নযোগ্য শক্তি বারবার ব্যবহার করা গেলেও শেষ হয় না, আর অনবায়নযোগ্য শক্তি একবার ব্যবহারের পর পুনরায় সৃষ্টি করা সম্ভব নয়।
-
Renewable Energy (নবায়নযোগ্য শক্তি):
-
এ ধরনের শক্তি reusable অর্থাৎ ব্যবহার শেষে আবার পাওয়া যায় এবং নিকট ভবিষ্যতে এর ঘাটতির সম্ভাবনা থাকে না।
-
উদাহরণ হিসেবে বলা যায়—সূর্যের আলো, বায়ু, নদীর বহমান পানি, সমুদ্রের জোয়ার-ভাটা ও ঢেউ, পৃথিবীর গভীরের উত্তপ্ত ম্যাগমা।
-
-
Non-Renewable Energy (অনবায়নযোগ্য শক্তি):
-
এ শক্তি once used, cannot be reproduced অর্থাৎ একবার শেষ হয়ে গেলে পুনরায় সৃষ্টি করা যায় না।
-
এগুলো মূলত প্রাকৃতিক সম্পদ যা স্বল্প সময়ে পুনঃউৎপন্ন হয় না।
-
উদাহরণ: তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম।
-

0
Updated: 2 weeks ago
কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
Created: 1 month ago
A
পার্বত্য বন
B
শালবন
C
মধুপুর বন
D
ম্যানগ্রোভ বন
ম্যানগ্রোভ বলতে মূলত জোয়ার-ভাটার প্রভাবে প্লাবিত বিস্তীর্ণ উপকূলীয় জলাভূমিকে বোঝায়। এ বন দিনে দু’বার লোনা পানির সংস্পর্শে আসে বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এর বিস্তৃতি ঘটেছে, যা সুন্দরবন নামে সর্বাধিক পরিচিত এবং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে খ্যাত।
-
ম্যানগ্রোভ বন উপকূলীয় বন।
-
সুন্দরবনের ৬২ শতাংশ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং অবশিষ্ট অংশ ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলায় বিস্তৃত।
-
এ বনাঞ্চলের আয়তন প্রায় ৬১১৭ বর্গমাইল, যা বাংলাদেশের মোট আয়তনের প্রায় ৪.০৭ শতাংশ।
-
এখানে জন্মানো বৃক্ষসমূহ লোনা পানি সহনশীল এবং এদের বিশেষ বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদগম।
-
সুন্দরবনের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৬৫১ থেকে ১৭৭৮ মি.মি.।
-
মাটিতে অতিরিক্ত লবণ ও পচা জৈব পদার্থ থাকায় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ফলে গাছপালা শ্বাসমূল (pneumatophores) তৈরি করে।
-
বৃক্ষসমূহ চিরহরিৎ প্রকৃতির।
-
ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী, ধুন্দুল, গরান, বাইন, কেওড়া, পশুর, গোলপাতা ও হেন্তাল।
-
উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ ও বানর।

0
Updated: 1 month ago