A
জাপান
B
ভারত
C
আফগানিস্তান
D
চীন
উত্তরের বিবরণ
নিউ সিল্ক রোড এবং এর প্রবর্তক
-
প্রবর্তক দেশ: চীন
-
নিউ সিল্ক রোড কি?
চীন মূলত বাণিজ্য বৃদ্ধির জন্য 'নিউ সিল্ক রোড' বা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' শুরু করেছে। এটি একটি আধুনিক বাণিজ্য ও অবকাঠামোগত পথ, যা প্রাচীন সিল্ক রোডের ধারাবাহিকতা বহন করে। -
প্রাচীন সিল্ক রোড:
প্রাচীনকালে চীনের রেশম ও রেশমী কাপড় মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় পৌঁছাত। এই বাণিজ্য পথকে 'সিল্ক রোড' বলা হতো।-
খ্রিস্টপূর্ব ১ম শতকে চীনের হান রাজবংশ সময়ে এটি গড়ে উঠেছিল।
-
দশম শতাব্দীতে সং রাজবংশ সময়ে এই বাণিজ্য পথের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়।
-
-
আধুনিক উদ্যোগ:
১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এরপর ২০১৪ সালে চীন আধুনিক নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ নেয়।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 week ago
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
Created: 1 week ago
A
মিসর
B
ইরাক
C
ইরান
D
থাইল্যান্ড
থাইল্যান্ড
-
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
-
দেশটির ভূগোল বৈচিত্র্যময়: উত্তর দিকে আছে পাহাড়ি বনাঞ্চল, কেন্দ্রীয় অংশে উর্বর ধানের মাঠ, উত্তর-পূর্বে বিস্তৃত মাটি এবং দক্ষিণ উপদ্বীপে সুন্দর সমুদ্রতট।
-
'থাই' শব্দের অর্থ মুক্ত, তাই 'থাইল্যান্ড' মানে মুক্ত ভূমি।
-
রাজধানী: ব্যাংকক।
-
মুদ্রা: বাথ।
ঐতিহাসিক তথ্য
-
প্রাচীনকালে থাইল্যান্ডকে শ্যাম দেশ বলা হতো।
-
১৯৩৯ সাল পর্যন্ত দেশটির নাম শ্যাম ছিল।
-
থাইল্যান্ড কখনও ইউরোপীয় ঔপনিবেশের অধীনে আসেনি।
-
১৯৩২ সালে একটি বিপ্লবের মাধ্যমে থাইল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তর ঘটে। এরপর থেকে দেশটি নির্বাচিত সংসদ দ্বারা শাসিত হচ্ছে।
সূত্র: Britannica

0
Updated: 1 week ago
কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
ডেনমার্ক
B
ফিনল্যান্ড
C
নেদারল্যান্ডস
D
যুক্তরাষ্ট্র
স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় যে দেশটি, তা হলো: নেদারল্যান্ডস।
স্ক্যান্ডিনেভিয়া সাধারণত ডেনমার্ক, নরওয়ে, এবং সুইডেনকে বোঝায়, এবং কখনও ফিনল্যান্ডকেও এর সাথে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু নেদারল্যান্ডস ইউরোপের পশ্চিমাংশে অবস্থিত এবং স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয়।
আর যুক্তরাষ্ট্র তো স্পষ্টই ইউরোপের বাইরে, তাই সেটাও স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়।
তবে প্রশ্নে স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয় এমন এক দেশ চাওয়া হয়েছে, সেটি হলো নেদারল্যান্ডস।

0
Updated: 1 month ago
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
Created: 1 week ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
মালদ্বীপ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
নেপালকে ১৯৬২ ও ১৯৯০ সালের সংবিধানের মাধ্যমে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারিতে, অন্তর্বর্তীকালীন সংসদের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হলেও,
তখন ধর্মের স্বাধীনতাকে বিশেষভাবে প্রভাবিত করে এমন কোনো আইন পরিবর্তন করা হয়নি। তবে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, এবং এর পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধানে চিহ্নিত করা হয়।
- অপশনের ৪টি রাষ্ট্র সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

0
Updated: 1 week ago