বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-
A
জাপান
B
ভারত
C
আফগানিস্তান
D
চীন
উত্তরের বিবরণ
নিউ সিল্ক রোড এবং এর প্রবর্তক
-
প্রবর্তক দেশ: চীন
-
নিউ সিল্ক রোড কি?
চীন মূলত বাণিজ্য বৃদ্ধির জন্য 'নিউ সিল্ক রোড' বা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' শুরু করেছে। এটি একটি আধুনিক বাণিজ্য ও অবকাঠামোগত পথ, যা প্রাচীন সিল্ক রোডের ধারাবাহিকতা বহন করে। -
প্রাচীন সিল্ক রোড:
প্রাচীনকালে চীনের রেশম ও রেশমী কাপড় মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় পৌঁছাত। এই বাণিজ্য পথকে 'সিল্ক রোড' বলা হতো।-
খ্রিস্টপূর্ব ১ম শতকে চীনের হান রাজবংশ সময়ে এটি গড়ে উঠেছিল।
-
দশম শতাব্দীতে সং রাজবংশ সময়ে এই বাণিজ্য পথের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়।
-
-
আধুনিক উদ্যোগ:
১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এরপর ২০১৪ সালে চীন আধুনিক নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ নেয়।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে 'শান্তি সংবিধান' বলা হয়?
Created: 1 month ago
A
জাপান
B
পেরু
C
কোস্টারিকা
D
সুইজারল্যান্ড
জাপানের সংবিধান ও ‘শান্তির সংবিধান’
জাপানের সংবিধানকে প্রায়শই ‘শান্তির সংবিধান’ বলা হয়। এর প্রধান কারণ হলো সংবিধানের ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী, জাপান আত্মরক্ষা ব্যতীত কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না।
প্রেক্ষাপট:
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পরাজিত হলে বর্তমান সংবিধান প্রণয়ন করা হয়।
-
১৯৪৬ সালের এপ্রিল মাসে জাপানের সংসদ (ডায়েট) সংবিধান প্রস্তাব করে এবং ৩ নভেম্বর ১৯৪৬ সালে এটি গৃহীত হয়।
-
কার্যকর হয় ৩ মে ১৯৪৭ সালে।
-
সংবিধান প্রণয়নে যুক্তরাষ্ট্রের সরাসরি প্রভাব ছিল।
-
এটি পূর্বে প্রযোজ্য মেইজি সংবিধান (Meiji Constitution)-এর পরিবর্তে প্রণয়িত হয়।
Article 9 (যুদ্ধ বর্জন):
"Aspiring sincerely to an international peace based on justice and order, the Japanese people forever renounce war as a sovereign right of the nation and the threat or use of force as means of settling international disputes. In order to accomplish the aim of the preceding paragraph, land, sea, and air forces, as well as other war potential, will never be maintained. The right of belligerency of the state will not be recognized."
সংক্ষেপে, এই অনুচ্ছেদ জাপানকে আত্মরক্ষা ব্যতীত কোনো সামরিক আক্রমণ বা যুদ্ধের অংশগ্রহণ থেকে বিরত রাখে।
তবে, ২০১৫ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে কিছু ক্ষেত্রে যুদ্ধ বা সামরিক পদক্ষেপের অনুমতি দেওয়া হয়, যার ফলে অনেকেই এখন জাপানের সংবিধানকে সম্পূর্ণ শান্তির সংবিধান হিসেবে মানতে নারাজ।
উৎস: এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা ও জাপানের সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
এডেন উপসাগরের পাশে
B
প্রশান্ত মহাসাগরে
C
দক্ষিণ আমেরিকায়
D
দক্ষিণ চীন সাগরে
জিবুতি হলো উত্তর-পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি প্রজাতান্ত্রিক দেশ, যা ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
এটি হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং অঞ্চলে ছোট্ট একটি দেশ হলেও সাগরপথ ও প্রতিবেশী দেশগুলোর কারণে কৌশলগত গুরুত্ব বহন করে।
-
জিবুতি লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত।
-
এর সীমান্তে দক্ষিণে সোমালিয়া, দক্ষিণ ও পশ্চিমে ইথিওপিয়া, উত্তরে ইরিত্রিয়া এবং পূর্বে লোহিত সাগর ও ইয়েমেন উপসাগর রয়েছে।
-
দেশের রাজধানী এবং বৃহত্তম শহর হলো জিবুতি।
-
রাষ্ট্রধর্ম ইসলাম।
-
মুদ্রা হলো জিবুতিয়ান ফ্রাঙ্ক।
-
জিবুতি পূর্বে ফ্রান্সের উপনিবেশ হিসেবে পরিচিত ছিল।
-
১৮৯৬ থেকে ১৯৬৭ পর্যন্ত দেশটি ফরাসি সোমালিল্যান্ড নামে পরিচিত ছিল।
-
১৯৭৭ সালে জিবুতি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
-
দেশের গুরুত্বপূর্ণ জলাশয় হলো লেক আবি এবং লেক আসাল।

0
Updated: 1 month ago
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে - (আগস্ট, ২০২৪)
Created: 1 month ago
A
এ্যডি ক্যালভো
B
ডোনাল্ড ডাক
C
রন ব্লুম
D
লু লিয়ন গুয়েরেরো
গুয়াম
-
গুয়াম হলো যুক্তরাষ্ট্রের অধীনে একটি দ্বীপ, যা প্রশান্ত মহাসাগরের (ওশেনিয়া অঞ্চলে) পশ্চিম দিকে অবস্থিত।
-
রাজধানী: হাগাতনা।
-
রাষ্ট্রপ্রধান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
-
সরকারের প্রধানের পদবি: গভর্নর।
-
বর্তমান গভর্নর: লু লিয়ন গুয়েরেরো (Lou Leon Guerrero), যিনি ২০১৮ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন।
উৎস: Governor Lou Leon Guerrero
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago