A
ক্লজউইজ
B
আলফ্রেড মাহান
C
সুন জু
D
কৌটিল্য
উত্তরের বিবরণ
সামরিক কৌশল ও দার্শনিক
‘The Art of War’ গ্রন্থ
-
রচয়িতা: সুন জু (Sun Tzu)।
-
সময়কাল: খ্রিস্টপূর্ব ৫ম শতক, চীনের সামরিক কৌশলবিদ।
-
বিষয়: সীমিত সম্পদ, কৌশল ও সুযোগ ব্যবহার করে যুদ্ধ জয়ের কৌশল।
-
খ্যাতি: তাঁকে ‘মাস্টার সান’ বলা হয়।
-
সূত্র: Britannica, Sergio Caredda
রাষ্ট্রশাসন ও কূটনীতি
-
কৌশলের বাইবেল: ‘অর্থশাস্ত্র’।
-
রচয়িতা: কৌটিল্য (চাণক্য/বিষ্ণুগুপ্ত)
-
বিষয়: রাষ্ট্র পরিচালনা ও কূটনৈতিক কৌশল।
অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক তাত্ত্বিক ও বই
-
কার্ল ভন ক্লজউইজ (Carl von Clausewitz): রাশিয়ার সামরিক তাত্ত্বিক, বিখ্যাত গ্রন্থ On War।
-
লিও টলস্টয় (Leo Tolstoy): বিখ্যাত উপন্যাস War and Peace।
-
আলফ্রেড মাহান (Alfred Mahan): আমেরিকান নৌ অফিসার ও ইতিহাসবিদ, গ্রন্থ The Influence of Sea Power upon History, যেখানে জাতীয় শক্তিতে সমুদ্রের গুরুত্ব আলোচনা করা হয়েছে।
প্রাচীন চীনা সভ্যতা
-
নদী কেন্দ্রিক: হোয়াংহো (হলুদ নদী), ইয়াংজেকিয়াং।
-
সভ্যতার উত্থান: ব্রোঞ্জ যুগে।
-
আদি মানুষ: পিকিং মানব।
-
রাজত্বকাল: শাং ও চৌ রাজারা।
প্রাচীন চীনা দার্শনিক
-
লাওৎসে: প্রাচীনতম দার্শনিক।
-
কনফুসিয়াস: প্রভাবশালী দার্শনিক।
-
সুন জু (Sun Tzu): সমরনায়ক ও দার্শনিক, The Art of War রচয়িতা।
সূত্র: Sergio Caredda, Britannica

0
Updated: 1 week ago
A Long Walk to Freedom বইটির লেখক কে?
Created: 1 month ago
A
হোসে গুসামাও
B
রবার্ট মুগাবে
C
নেলসন ম্যান্ডেলা
D
অং সান সুচি
নেলসন ম্যান্ডেলা ও “A Long Walk to Freedom”
“A Long Walk to Freedom” বইটি লিখেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা, যিনি ছিলেন দেশটির কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠার অবিসংবাদিত পথপ্রদর্শক।
নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজো নামক গ্রামে। তার জীবনের শুরু থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। পরিবার ও ঘনিষ্ঠজনদের মাঝে তিনি মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা এবং ডালিভুঙ্গা নামে পরিচিত ছিলেন।
রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ শুরু হয় ১৯৪২ সালে। বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাকে দীর্ঘ ২৭ বছর কারাভোগ করতে হয়। এই সময়ের মধ্যে প্রথম ১৮ বছর তিনি ‘রোবেন দ্বীপ’ এর কারাগারে বন্দি ছিলেন (১৯৬৪–১৯৮২)।
এরপর ১৯৮২ সালের মার্চ মাসে তাকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়, এবং পরে ১৯৮৮ সালে তাকে সরিয়ে নেয়া হয় ভিক্টর ভার্সটার কারাগারে। অবশেষে ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভ করেন।
কারাবরণের সময় তার কয়েদি নম্বর ছিল ৪৬৬। ১৯৬৪ সালে তাকে কারাবন্দি করা হয়েছিল বলে সেই সংখ্যা মিলিয়ে “৪৬৬৬৪” এইডস সচেতনতা কার্যক্রমে পরিণত হয়, যা ম্যান্ডেলার উদ্যোগে গঠিত এক গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
মুক্তি পাওয়ার পর তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)-এর নেতৃত্ব গ্রহণ করেন এবং ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে তিনি ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন।
দীর্ঘ সংগ্রামী জীবনের এক মাইলফলক হয়ে আছে তার আত্মজীবনী "A Long Walk to Freedom", যেখানে তিনি তার জীবনের দর্শন, সংগ্রাম ও আদর্শের কথা তুলে ধরেছেন।
২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে, বিশ্বনন্দিত এই নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তথ্যসূত্র:
i) Britannica
ii) History.com

0
Updated: 1 month ago