১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
A
৫
B
৮
C
৪
D
৭
উত্তরের বিবরণ
মন্ট্রিয়াল প্রটোকল সংশোধনী (Amendments)
মন্ট্রিয়াল প্রটোকল ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়। এর মূল লক্ষ্য হলো ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের (Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে কমানো এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষা করা।
পরবর্তীতে হাইড্রোফ্লোরোক্রোবন (HFCs) নিয়ন্ত্রণের জন্যও প্রটোকল সম্প্রসারিত হয়েছে।
প্রটোকলের আওতায় পার্টিরা প্রতি বছর মিলিত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, যার মধ্যে রয়েছে প্রটোকল “adjust” বা “amend” করা। এখন পর্যন্ত মোট ছয়টি সংশোধনী/Amendment করা হয়েছে। তবে, কিছু উৎসে কয়েকটি সংশোধনী তালিকাভুক্ত না থাকায় সংখ্যার মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়।
সংখ্যা ও সংশোধনীর তালিকা (Sources অনুযায়ী):
-
United Nations Environment Programme (UNEP) অনুসারে: প্রটোকল ৬ বার সংশোধন করা হয়েছে, তবে Amendments-এর তালিকায় মাত্র ৫টি উল্লেখ আছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: UNEP – Montreal Protocol Amendments)
-
-
Australian Government – Department of Agriculture, Water and the Environment অনুযায়ী: ৬টি Amendment-এর তালিকা দেওয়া হয়েছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Vienna (1995)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: Australia Environment)
-
যেহেতু উৎসগুলোর মধ্যে তালিকাভুক্ত সংশোধনীর সংখ্যা ভিন্ন, তাই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ৫ বা ৬ দুটোই যৌক্তিক হতে পারে। অধিকাংশ পরীক্ষামূলক প্রশ্নে ৫টি Amendmentকে গ্রহণ করা হয়, কারণ তা UNEP-এর অফিসিয়াল Amendments List অনুযায়ী।

0
Updated: 1 month ago
নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
Created: 1 month ago
A
ভারত-নেপাল
B
ভারত-পাকিস্তান
C
ভারত-চীন
D
ভারত-ভুটান
নাথু লা পাস ভারত ও চীনের সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গিরিপথ, যা তিব্বত ও সিকিমের সীমান্তে রয়েছে। এটি চীনের প্রাচীন সিল্ক রোডের অংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উঁচুতে অবস্থান করছে।
বর্তমানে নাথু লা পাস চীন ও ভারতের মধ্যে বাণিজ্যের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
-
নাথু লা পাস ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত।
-
এটি চীন ও ভারতের মধ্যে একটি প্রাচীন ও ঐতিহাসিক গিরিপথ।
-
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ১৪,৪৫০ ফুট।
-
চীনের প্রাচীন সিল্ক রোডের একটি অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
-
বর্তমানে এটি চীন-ভারতের বাণিজ্যের জন্য ব্যবহৃত প্রধান রুট।

0
Updated: 1 month ago
আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
Created: 3 weeks ago
A
ইরাক
B
চীন
C
রাশিয়া
D
পাকিস্তান
আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র হলো রাশিয়া। এই স্বীকৃতি সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
-
বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।
-
৪ জুলাই ২০২৫ তারিখে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবানকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
এর ফলে রাশিয়া হলো প্রথম দেশ, যারা সরাসরি তালেবান সরকারের বৈধতা মেনে নিল।
-
২০২৪ সালের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে “সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মিত্র” হিসেবে উল্লেখ করেছিলেন।
-
এর আগে এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানের ওপর থেকে ‘সন্ত্রাসী’ তকমা তুলে নেয়।
তালেবানের ইতিহাসের প্রেক্ষাপট:
-
তালেবান গোষ্ঠীর উত্থান ঘটে সোভিয়েত দখলের বিরুদ্ধে লড়াইয়ের সময়।
-
১৯৯৬ সালে তারা কাবুল দখল করে শাসন শুরু করে।
-
১১ সেপ্টেম্বর ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায় এবং সেই বছরের শেষ দিকে তালেবান সরকারকে উৎখাত করে।
-
পরবর্তী ২০ বছর যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখে।
-
২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তিচুক্তি স্বাক্ষর করে।
-
২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান পুনরায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় এবং আবার ক্ষমতায় আসে।
-
দীর্ঘ চার দশকের যুদ্ধ (১৯৭৯-২০২১) শেষে তালেবান সরকার এখন আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশি বিনিয়োগের জন্য আগ্রহী।
অতিরিক্ত তথ্য:
-
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে এ সময় থেকে রাশিয়া ধীরে ধীরে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে।
-
যদিও স্বীকৃতি দেয়নি, তবুও চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং পাকিস্তান ইতোমধ্যে কাবুলে তাদের রাষ্ট্রদূত পাঠিয়েছে, যা স্বীকৃতির দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয়।

0
Updated: 3 weeks ago
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
Created: 1 month ago
A
UNDP
B
UNESCO
C
UNICEF
D
UNCTAD
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
-
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
-
এটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো-এর ৩০তম সাধারণ সম্মেলনে এইভাবে ঘোষিত হয়।
ইউনেস্কো (UNESCO) সংক্ষেপে
-
পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization।
-
এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
-
সংবিধান স্বাক্ষরিত হয় ১৬ নভেম্বর ১৯৪৫ এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬।
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৪
-
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশের কাজও করে।
বাংলাদেশ ও ইউনেস্কো
-
বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
-
ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
-
এছাড়াও বাংলাদেশে পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।
উৎস: UNESCO ওয়েবসাইট।

0
Updated: 1 month ago