A
৫
B
৮
C
৪
D
৭
উত্তরের বিবরণ
মন্ট্রিয়াল প্রটোকল সংশোধনী (Amendments)
মন্ট্রিয়াল প্রটোকল ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়। এর মূল লক্ষ্য হলো ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের (Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে কমানো এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষা করা।
পরবর্তীতে হাইড্রোফ্লোরোক্রোবন (HFCs) নিয়ন্ত্রণের জন্যও প্রটোকল সম্প্রসারিত হয়েছে।
প্রটোকলের আওতায় পার্টিরা প্রতি বছর মিলিত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, যার মধ্যে রয়েছে প্রটোকল “adjust” বা “amend” করা। এখন পর্যন্ত মোট ছয়টি সংশোধনী/Amendment করা হয়েছে। তবে, কিছু উৎসে কয়েকটি সংশোধনী তালিকাভুক্ত না থাকায় সংখ্যার মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়।
সংখ্যা ও সংশোধনীর তালিকা (Sources অনুযায়ী):
-
United Nations Environment Programme (UNEP) অনুসারে: প্রটোকল ৬ বার সংশোধন করা হয়েছে, তবে Amendments-এর তালিকায় মাত্র ৫টি উল্লেখ আছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: UNEP – Montreal Protocol Amendments)
-
-
Australian Government – Department of Agriculture, Water and the Environment অনুযায়ী: ৬টি Amendment-এর তালিকা দেওয়া হয়েছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Vienna (1995)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: Australia Environment)
-
যেহেতু উৎসগুলোর মধ্যে তালিকাভুক্ত সংশোধনীর সংখ্যা ভিন্ন, তাই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ৫ বা ৬ দুটোই যৌক্তিক হতে পারে। অধিকাংশ পরীক্ষামূলক প্রশ্নে ৫টি Amendmentকে গ্রহণ করা হয়, কারণ তা UNEP-এর অফিসিয়াল Amendments List অনুযায়ী।

0
Updated: 1 week ago
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
Created: 3 days ago
A
IFC
B
IBRD
C
MIGA
D
ICSID
বিশ্বব্যাংক এবং এর সম্পর্কিত সংস্থা IFC সংক্রান্ত তথ্য
বিশ্বব্যাংক গ্রুপ:
বিশ্বব্যাংক মূলত পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে সহায়তা করে। এই প্রতিষ্ঠানগুলো হলো:
-
International Bank for Reconstruction and Development (IBRD) – সাধারণত “বিশ্বব্যাংক” নামে পরিচিত।
-
International Finance Corporation (IFC) – বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে।
-
Multilateral Investment Guarantee Agency (MIGA) – বিদেশী বিনিয়োগকে গ্যারান্টি দেয়।
-
International Center for Settlement of Investment Disputes (ICSID) – বিনিয়োগ সংক্রান্ত বিরোধ সমাধান করে।
-
International Development Association (IDA) – সবচেয়ে দরিদ্র দেশগুলিতে আর্থিক সহায়তা প্রদান করে।
IBRD সংক্ষিপ্ত ইতিহাস:
-
IBRD-এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development।
-
১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে IBRD প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আনুষ্ঠানিকভাবে এটি ১৯৪৬ সালের জুনে কার্যক্রম শুরু করে।
-
IMF ও IBRD দুইটি প্রতিষ্ঠানকে একত্রে ব্রেটন উডস যমজ বলা হয়।
IFC সংক্ষিপ্ত তথ্য:
-
IFC-এর পূর্ণরূপ হলো International Finance Corporation।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের ২০ জুলাই।
-
IFC-এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি।
-
সদর দফতর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
সংস্থার মূল কাজ হলো স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
নিম্নলিখিত কোনটি International Mother Earth day?
Created: 6 days ago
A
১৮ এপ্রিল
B
২০ এপ্রিল
C
২২ এপ্রিল
D
২৪ এপ্রিল
২২ এপ্রিল – আন্তর্জাতিক ধরিত্রী দিবস (International Mother Earth Day)
-
প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস পালিত হয়।
-
এই দিনটি পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্ধারিত।
-
দিনটি প্রথমবার পালিত হয় ১৯৭০ সালে।
-
বর্তমানে এটি বিশ্বব্যাপী Earth Day Network দ্বারা পরিচালিত হয়।
-
১৯৯০ সালে জাতিসংঘ এটি তাদের বার্ষিক পঞ্জিকায় অন্তর্ভুক্ত করে।
-
এরপর থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো দিবসটি পালন করার জন্য উৎসাহিত হয়।
-
বর্তমানে ১৯৩টি দেশে প্রতিবছর ধরিত্রী দিবস উদযাপিত হয়।
-
২০২৪ সালের প্রতিপাদ্য: “পৃথিবী বনাম প্লাস্টিক” – অর্থাৎ পরিবেশ রক্ষায় আমাদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে প্লাস্টিক ব্যবহারের বিষয়ে।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 6 days ago
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
Created: 1 month ago
A
১৯৭৭
B
১৯৭৮
C
১৯৭৯
D
১৯৮১
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়।
-
এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ সালে।
-
এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে, যুক্তরাজ্যে।
-
বর্তমানে সংস্থাটির মহাসচিবের পদে আছেন অ্যাগনেস ক্যালামার্ড।
-
১৯৭৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তির জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
বিশেষ দ্রষ্টব্য: অ্যাগনেস ক্যালামার্ড, ফ্রান্সের নাগরিক, ২০২১ সালে এই সংস্থার মহাসচিব হিসেবে নিযুক্ত হন।
তথ্যের উৎস: Amnesty International-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago