A
মক্কা
B
দামেস্ক
C
বাগদাদ
D
জেরুজালেম
উত্তরের বিবরণ
জেরুজালেম
-
পবিত্র স্থান: মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের জন্য।
-
ইহুদি ধর্ম: মন্দিরের স্থান
-
খ্রিস্টান ধর্ম: যীশুর সাথে সংযোগ
-
ইসলাম: মিরাজের স্থান (নবী মুহাম্মদের স্বর্গে আরোহণ)
-
-
দ্বন্দ্ব ও সংঘাত: ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুগের পর যুগ ধরে চলেছে।
-
ইসরায়েলের দখল:
-
১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি গঠন শুরু
-
১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা; আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দেয়নি
-
-
ফিলিস্তিনের প্রতিক্রিয়া:
-
পশ্চিম তীর ও গাজায় প্রথম ইন্তিফাদা (গণ-অভ্যুত্থান) ১৯৮৭ সালে শুরু
-
১৯৯৩ সালে ফিলিস্তিন-ইসরায়েল শান্তি চুক্তি মাধ্যমে সমাপ্তি
-
শান্তি চুক্তি অনুযায়ী, ফিলিস্তিন চায় পূর্ব জেরুজালেম তাদের রাজধানী হবে
-
-
বর্তমান অবস্থা: এত বছর পরও সংকটের সমাধান হয়নি, কোনো লক্ষণ দেখা যাচ্ছে না
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 week ago