'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
A
প্রায় ৭৫ শতাংশ
B
প্রায় ৮০ শতাংশ
C
প্রায় ৮৫ শতাংশ
D
প্রায় ৯০ শতাংশ
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ অংশের সমন্বয় সাধন করে থাকে।
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।
উল্লেখ্য,
- শুল্ক ও বাণিজ্য সম্পর্কিত সাধারণ চুক্তি বা GATT হলো অনেক দেশের মধ্যে একটি আইনি চুক্তি।
- এর সামগ্রিক উদ্দেশ্য ছিল শুল্ক (tariffs), কোটা (quotas) ও ভর্তুকির (subsidies) মতো বাণিজ্য বাধাগুলি হ্রাস বা দূর করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রশার করা।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর, ২৩টি দেশ GATT স্বাক্ষর করেছে।
- এই চুক্তির পিছনে উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিশ্ব বাণিজ্যকে পুনর্গঠন।
- এই চুক্তি কার্যকর হয়েছিল ১৯৪৮ সালের ১লা জানুয়ারী।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে World Trade Organization গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।
উৎস: World Trade Organization ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
বর্তমানে (আগস্ট, ২০২৪) সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ -
Created: 2 months ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ভারত
D
থাইল্যান্ড
ধান উৎপাদনে শীর্ষ দেশসমূহ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) তথ্য অনুযায়ী, ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে চীন। দেশটি বছরে প্রায় ১৪ কোটি ২৮ লাখ টন ধান উৎপাদন করে।
এছাড়া—
-
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
-
তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
ধান আমদানি ও রপ্তানি
-
ধান আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ চীন।
-
আর ধান রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত।
উৎস: FAO ওয়েবসাইট।

0
Updated: 2 months ago