A
বিল ক্লিনটন
B
টনি ব্লেয়ার
C
বারাক ওবামা
D
জর্জ ডব্লিউ বুশ
উত্তরের বিবরণ
‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ’ (War on Terror)
-
ধারণাটি মূলত জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ।
-
এটি সন্ত্রাসবাদ দমন ও প্রতিরোধে বিশ্বব্যাপী কার্যক্রমের প্রতীক।
-
প্রবর্তন: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই ধারণা ঘোষণা করেন।
-
এই হামলার প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী লড়াই শুরু হয়, যার নাম দেওয়া হয় War on Terror।
মূল কার্যক্রম:
-
আফগানিস্তানে তালেবান সরকার উৎখাত
-
ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযান
-
গুয়ান্তানামো বে-তে সন্ত্রাসী সন্দেহভাজনদের আটক ও জিজ্ঞাসাবাদ
-
যুক্তরাষ্ট্রে USA PATRIOT Act ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গঠন করে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার
-
নীতির আন্তর্জাতিক প্রভাব ও সমালোচনা ব্যাপক ছিল; পরবর্তীতে বারাক ওবামা ধীরে ধীরে এই ধারণা থেকে সরে আসেন।
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 week ago