A
সিনেট
B
অ্যাসেম্বলি
C
হাউস অব লর্ডস
D
হাউস অব কাউন্সিলর
উত্তরের বিবরণ
কংগ্রেস (Congress) – মার্কিন যুক্তরাষ্ট্র
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা।
-
দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান।
-
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
কংগ্রেসের দুটি কক্ষ:
-
নিম্নকক্ষ – প্রতিনিধি সভা (The House of Representatives)
-
আসন সংখ্যা: ৪৩৫
-
মেয়াদ: ২ বছর
-
-
উচ্চকক্ষ – সিনেট (The Senate)
-
আসন সংখ্যা: ১০০
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 week ago
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম-
Created: 2 weeks ago
A
জর্জ ওয়াশিংটন
B
আব্রাহাম লিংকন
C
থিওডোর রুজভেল্ট
D
থমাস জেফারসন
মার্কিন যুক্তরাষ্ট্র
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ (যুক্তরাজ্য থেকে)
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
অঙ্গরাজ্য: ৫০ টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০ টি
আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)
-
নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
-
উচ্চকক্ষ: সিনেট
রাষ্ট্রপতি:
-
বর্তমান (আগস্ট, ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন (১৬ তম)
-
ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩ সালে
-
হোয়াইট হাউজে কখনো বসবাস করেননি: জর্জ ওয়াশিংটন
অন্যান্য তথ্য:
-
স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
Central Intelligence Agency (CIA) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 week ago
A
ফ্রান্স
B
রাশিয়া
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
• Central Intelligence Agency (CIA)
-
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিদেশী গোয়েন্দা ও প্রতিগোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১৯৪৭ সালে আনুষ্ঠানিকভাবে।
-
সিআইএ-এর উৎপত্তি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কৌশলগত পরিষেবা অফিস (OSS) থেকে, যা ছিল যুক্তরাষ্ট্রের প্রথম আধুনিক গোয়েন্দা সংস্থা।
-
এর মূল কাজ ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করা।
উৎস: Britannica ✅

0
Updated: 1 week ago
যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
Created: 1 month ago
A
৯৯
B
১০০
C
১০১
D
১০২
মার্কিন যুক্তরাষ্ট্র
-
মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করেন ১৪৯২ সালে ইতালির নাবিক কলম্বাস।
-
এই দেশ ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
-
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস ৪ জুলাই পালন করা হয়।
-
প্রথমে এখানে ছিল ১৩টি অঙ্গরাজ্য।
-
এখন মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে।
-
সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই।
-
প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোট থাকে।
-
একটি প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।
-
মার্কিন কংগ্রেস দুই ভাগে বিভক্ত: নিম্নকক্ষ হলো 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভস' এবং উচ্চকক্ষ হলো 'সিনেট'।
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন।
-
মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় ফ্রান্স।
কংগ্রেস
-
সিনেট হল উচ্চকক্ষ, যেখানে প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে প্রতিনিধি থাকে।
-
সুতরাং, মোট সিনেট সদস্যের সংখ্যা ১০০।
-
সিনেটের এই পদ্ধতিকে অনেকেই অগণতান্ত্রিক মনে করেন, কারণ জনসংখ্যার বড় পার্থক্য থাকা সত্ত্বেও সবাই সমান প্রতিনিধিত্ব পায়।
-
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হলো নিম্নকক্ষ, এখানে মোট ৪৩৫টি আসন আছে।
-
হাউস সদস্যদের মেয়াদ হয় ২ বছর।

0
Updated: 1 month ago