'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
উত্তরের বিবরণ
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।

0
Updated: 1 month ago
ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
Created: 1 month ago
A
মালয়েশিয়া
B
ইন্দোনেশিয়া
C
চীন
D
ইংল্যান্ড
ব্যাডমিন্টন একটি বহিরাঙ্গন ক্রীড়া যা একক বা যুগ্মভাবে খেলা হয়। খেলাটি নেট দ্বারা বিভক্ত একটি আয়তাকার কোর্টে র্যাকেট ব্যবহার করে শাটলকর্ক প্রতিদ্বন্দীর কোর্টে পাঠানোর মাধ্যমে স্কোর সংগ্রহের উপর ভিত্তি করে।
-
ব্যাডমিন্টন খেলার উদ্ভব উনিশ শতকের মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারদের দ্বারা হয়।
-
তারা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা ব্যাটলডোর ও শাটলকর্কে নেট যুক্ত করে খেলাটি চালু করেছিলেন।
-
১৮৯৩ সালে ইংল্যান্ডে ‘ব্যাডমিন্টন এসোশিয়েশন’ গঠন করা হয়।
-
খেলার জনপ্রিয়তা বাড়ায় ১৮৯৯ সালে ইংল্যান্ডে পুরুষদের All England Championship অনুষ্ঠিত হয়।
-
ধারাবাহিকতায় ১৯৩৪ সালে International Badminton Federation (I.B.F) গঠিত হয়।
-
মেয়েদের জন্য প্রথম টুর্নামেন্ট আয়োজন করা হয় ১৯৫৭ সালে।
-
১৯৫৯ সালে এশিয়ার কয়েকটি প্রতিনিধি দল মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈঠক করে I.B.F গঠনকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।
-
১৯৩৮ সালে IBF প্রণীত প্রথম নিয়ম ও নিয়মাবলী প্রকাশিত হয়।
-
নিয়মাবলী পরবর্তীতে পরিবর্তিত, সংশোধিত ও সংযোজিত হয়ে ১৯৮৩ সালের মে মাসে পূর্ণতা লাভ করে, যা এখনও কার্যকর রয়েছে।
-
ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা।
অন্য দেশের জাতীয় খেলা:
-
মালয়েশিয়া: সেপাক টার্কো
-
চীন: টেবিল টেনিস
-
ইংল্যান্ড: ক্রিকেট

0
Updated: 1 month ago
বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 4 weeks ago
A
জেনেভা
B
প্যারিস
C
গ্লাসগো
D
ব্রাসেলস
কপ সম্মেলনের আয়োজনের স্থান ও তারিখসমূহ: কপ (COP) সম্মেলনগুলি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা ও চুক্তি প্রণয়নের জন্য অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সময়সূচি ও আয়োজনের স্থান নিম্নরূপ:
-
কপ-২৬: অনুষ্ঠিত হয়েছে গ্লাসগো, স্কটল্যান্ড, ৩১ অক্টোবর – ১২ নভেম্বর, ২০২১।
-
কপ-২৭: অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর, ২০২২ সালে।
-
কপ-২৮: অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত, ২০২৩ সালে।

0
Updated: 4 weeks ago
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
২
B
৩
C
৪
D
৫
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
-
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে।
-
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
-
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন।
চুক্তি স্বাক্ষরের তথ্য:
-
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩
-
স্থান: প্যারিস, ফ্রান্স
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন।
-
চুক্তি সংখ্যা: ৪টি
ফলাফল:
-
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
-
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস।
উৎস: History.com

0
Updated: 1 month ago