A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
উত্তরের বিবরণ
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।

0
Updated: 1 week ago
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ব্যাংকক
B
সিঙ্গাপুর
C
দিল্লী
D
কলম্বো
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)
ECOSOC-এর অধীনে পাঁচটি আঞ্চলিক কমিশন রয়েছে। এই কমিশনগুলো বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে।
এই পাঁচটি কমিশন হলো:
১. ইউরোপের জন্য অর্থনৈতিক কমিশন (ECE)
– সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
২. আফ্রিকার জন্য অর্থনৈতিক কমিশন (ECA)
– সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩. ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য অর্থনৈতিক কমিশন (ECLAC)
– সদর দপ্তর: সান্টিয়াগো, চিলি।
৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
– সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
৫. পশ্চিম এশিয়ার জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
– সদর দপ্তর: বৈরুত, লেবানন।
ESCAP সম্পর্কে বিস্তারিত:
-
পূর্ণরূপ: UN Economic and Social Commission for Asia and the Pacific
(বাংলায়: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন) -
গঠনের তারিখ: ২৮ মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠানের স্থান: সাংহাই, চীন
-
বর্তমান সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড
-
সদস্য দেশের সংখ্যা: ৫৩টি
তথ্যসূত্র: ESCAP-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
Created: 3 days ago
A
IPCC
B
COP 21
C
Green Peace
D
Sierra Club
IPCC (Intergovernmental Panel on Climate Change)
-
পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change
-
প্রতিষ্ঠা: ১৯৮৮ সালে জাতিসংঘের দুই সংস্থা – বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) – এর যৌথ উদ্যোগে।
-
সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
চেয়ারম্যান: জিম স্কেয়া
-
উদ্দেশ্য: IPCC-এর কাজ হলো বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি, অভিযোজন এবং প্রশমন কৌশল নিয়ে নিয়মিত মূল্যায়ন প্রদান করা। এটি মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়।
উৎস: IPCC ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
Created: 6 days ago
A
ভিয়েতনাম সংকট
B
সাইপ্রাস সংকটন
C
কোরিয়া সংকট
D
প্যালেস্টাইন সংকট
কোরিয়ার যুদ্ধ ও জাতিসংঘের উদ্যোগ (১৯৫০–১৯৫৩)
কোরিয়া উপদ্বীপ ইতিহাসে দীর্ঘকাল জাপানের অধীনে ছিল (১৯১০–দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত)। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে কোরিয়াকে দুই অংশে ভাগ করা হয়:
-
উত্তর কোরিয়া: সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে
-
দক্ষিণ কোরিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
এর ফলে ৩৮° উত্তর অক্ষাংশ বরাবর দুটি দেশের সীমান্ত স্থাপিত হয়। ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উভয় দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। শুরু থেকেই উত্তরের ও দক্ষিণের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করেছিল। এই যুদ্ধকে ইতিহাসে প্রায়ই “The Forgotten War” বলা হয়।
যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
-
সময়কাল: ১৯৫০–১৯৫৩
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থন)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থন)
-
-
জাতিসংঘের পদক্ষেপ: কোরিয়ার সংঘাত উত্তেজনা প্রশমনের জন্য ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ‘Uniting for Peace’ (শান্তির জন্য ঐক্য) প্রস্তাবটি অনুমোদন করে।
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩
উৎস: UN ওয়েবসাইট।

0
Updated: 6 days ago