১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
A
২০০ নটিকেল মাইল
B
৩০০ নটিকেল মাইল
C
৩৫০ নটিকেল মাইল
D
৪৫০ নটিকেল মাইল
উত্তরের বিবরণ
সমুদ্র আইন ও উপকূলীয় রাষ্ট্রের সীমা (UNCLOS ১৯৮২)
১৯৮২ সালের United Nations Convention on the Law of the Sea (UNCLOS) অনুযায়ী, উপকূলীয় রাষ্ট্রের সমুদ্র সীমা ও সম্পদের অধিকার নির্ধারণ করা হয়েছে। এর প্রধান নিয়মগুলো হলো:
-
রাজনৈতিক সমুদ্রসীমা (Territorial Sea): ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
অর্থনৈতিক সীমারেখা (Exclusive Economic Zone – EEZ): ভিত্তি রেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
মহীসোপান (Continental Shelf): সর্বোচ্চ ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত, যেখানে রাষ্ট্র তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারে।
UNCLOS-এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু:
-
মৎস্য শিকার ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার
-
নৌচলাচল ও আন্তর্জাতিক জাহাজ চলাচল
-
গভীর সমুদ্র তল ও বৈজ্ঞানিক গবেষণা
-
সমুদ্র দূষণ ও পরিবেশ সংরক্ষণ
সংক্ষিপ্ত তথ্য:
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
উৎস: Britannica ও UN ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
'Elephant Pass' অবস্থিত?
Created: 1 week ago
A
থাইল্যান্ড
B
দক্ষিণ আফ্রিকা
C
শ্রীলঙ্কা
D
মালয়শিয়া
'Elephant Pass' শ্রীলঙ্কায় অবস্থিত, যা দেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানগুলির মধ্যে একটি। শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে ধরা হাতিগুলোকে এই উপহ্রদ (lagoon) পেরিয়ে জাফনা উপদ্বীপে নেওয়া হতো। পরে এই স্থানটি সেতু (bridge) দ্বারা সংযুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় Elephant Pass।
-
অবস্থান: শ্রীলঙ্কা
-
প্রাথমিক ব্যবহার: শ্রীলঙ্কার বিভিন্ন অংশ থেকে হাতি স্থানান্তর করা
-
পরবর্তীতে উন্নয়ন: উপহ্রদ পার হয়ে সেতু নির্মাণ
-
উল্লেখযোগ্য নাম: Elephant Pass

0
Updated: 1 week ago
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং এর স্বাধীনতা লাভের দিন হলো ১৫ আগস্ট, ১৯৪৭। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ এবং একই তারিখে দেশটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়।
এছাড়া ভারতে প্রতি বছর ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়, আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
জাতীয় প্রতীক: অশোকচক্র
-
অঙ্গরাজ্য: ২৮টি
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট, যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি
ভারতের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য:
-
প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহরু
-
প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি: জাকির হোসেন
-
প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল
-
বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
-
বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)

0
Updated: 1 month ago
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ভারত
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের ধারণা মূলত প্রাচীন চীনে শুরু হয়েছিল, যেখানে সরকারী চাকুরে বা কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এই ব্যবস্থা সরকারের ক্ষমতাশালী ব্যক্তিবর্গ গড়ে তুলেছিল, যারা সরাসরি প্রাসাদের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
-
প্রাচীন চীনে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্ত্রী বলা হতো, যারা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতেন।
-
২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে প্রথমবারের মতো সিভিল সার্ভিস বা সরকারী চাকুরির সূচনা হয়।
-
সম্রাট বুঝেছিলেন যে চীনের মতো বিশাল সাম্রাজ্য একা পরিচালনা করা সম্ভব নয়, তাই তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী ও প্রশাসকদের সরকারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন।
-
এর ফলে প্রায় ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিসের মাধ্যমে পরিচালিত হতো।
বাংলাদেশে সিভিল সার্ভিস বা বিসিএস হল বাংলাদেশ সরকারের সরকারী সিভিল সার্ভিস।
-
এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল।
-
স্বাধীনতার পর এটি সিভিল সার্ভিস অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস নামে পরিচিতি পায়।
-
এর মূলনীতি ও পরিচালনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বারা নির্ধারিত হয়।
-
বিসিএসের ক্যাডার সংখ্যা ২৬টি।

0
Updated: 1 month ago