'উইঘুর' হলো-
A
চীনের একটি খাবারের নাম
B
চীনের একটি ধর্মীয় স্থানের নাম
C
চীনের একটি শহরের নাম
D
চীনের একটি সম্প্রদায়ের নাম
উত্তরের বিবরণ
উইঘুর ও জিনজিয়াং
-
উইঘুর: চীনের একটি মুসলিম সম্প্রদায়।
-
জিনজিয়াং প্রদেশ:
-
চীনের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
-
রাজধানী হলো উরুমকি।
-
এখানে উইঘুর এবং হানা সম্প্রদায়ের মানুষ বাস করে।
-
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৪৯ সালের আগে জিনজিয়াং একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যার নাম ছিল পূর্ব তুর্কিস্থান।
-
স্বাধীনতা হারানোর পর চীনা কমিউনিস্ট সরকার দ্বারা এখানকার মুসলিমদের উপর কঠোর দমন চালানো হচ্ছে।
-
-
বর্তমান পরিস্থিতি:
-
পুনঃশিক্ষা কেন্দ্র বা "বন্দিশিবিরে" প্রায় ১২ লাখ উইঘুর মুসলিম আটক রয়েছেন।
-
এই কারণে জিনজিয়াংকে প্রায়ই “পৃথিবীর বৃহত্তম কারাগার” বলা হয়।
-
রোহিঙ্গাদের পরে উইঘুররা বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠীর মধ্যে পড়ে।
-
তথ্যসূত্র: Amnesty International, Human Rights Watch, ব্রিটানিকা, Council on Foreign Relations (CFR) ও অন্যান্য অনলাইন সূত্র।

0
Updated: 1 month ago
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
Created: 1 month ago
A
রাশিয়া
B
ডেনমার্ক
C
সুইডেন
D
ইংল্যান্ড
ফিনল্যান্ড উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলে অবস্থিত এবং “হাজার হ্রদের দেশ” হিসেবে পরিচিত। দেশের প্রাকৃতিক দৃশ্য প্রধানত ঘন বন ও অসংখ্য হ্রদে পরিপূর্ণ। ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো হেলসিঙ্কি, এবং দেশের পশ্চিম সীমান্ত সুইডেনের সাথে এবং পূর্ব সীমান্ত রাশিয়ার সাথে সংযোগযুক্ত। ইতিহাস অনুযায়ী, ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত ফিনল্যান্ড দীর্ঘ সময় সুইডেনের উপনিবেশ ছিল এবং সেই সময় সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসেবে ব্যবহার করতো। ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা নামে পরিচিত।
উল্লেখযোগ্য তথ্য:
-
কয়েক হাজার বছর আগে ফিনল্যান্ড সম্পূর্ণ বরফে ঢাকা ছিল।
-
বরফের চাপে ভূমির স্থানে স্থানীয়ভাবে অবনমন ঘটে, যা হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।

0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানে কবে হামলা করে?
Created: 3 weeks ago
A
২০ জুন ২০২৫
B
২১ জুন ২০২৫
C
২২ জুন ২০২৫
D
২৩ জুন ২০২৫
২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer) ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি আক্রমণ চালানো হয়। এটি ছিল একটি বড় ধরনের সামরিক অভিযান যেখানে উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হয়েছিল।
অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
-
২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় এ আক্রমণ পরিচালনা করে।
-
এই অভিযানে ইরানের তিনটি মূল পরমাণু স্থাপনা—ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ—প্রধান লক্ষ্যবস্তু ছিল।
-
মার্কিন সেনা জানিয়েছে, হামলার সময় ছিল শনিবার রাত ২২:৪০ GMT থেকে ২৩:০৫ GMT, যা ইরানের স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ০২:৪০ থেকে ০৩:০৫।
-
অর্থাৎ পুরো অভিযানটি চলেছিল প্রায় ২৫ মিনিট।
অভিযানে ব্যবহৃত শক্তি ও সামরিক সরঞ্জাম:
-
এই অভিযানে ১২৫টি যুদ্ধবিমান অংশ নেয়।
-
যুক্তরাষ্ট্রের সাতটি বি-২ বোমারু বিমান মিসৌরি থেকে উড্ডয়ন করে প্রায় ৩৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানে পৌঁছে।
-
বি-২ বোমারু বিমানগুলো ১৪টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে।
-
প্রতিটি বি-২ বিমান দুটি করে ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম।
-
অভিযানে অংশ নেয় আরও ফুয়েল ট্যাংকার প্লেন (জ্বালানি ভরার বিমান) এবং সারভেইলেন্স এয়ারক্রাফট (নজরদারি বিমান)।
যুক্তরাষ্ট্রের অবস্থান:
-
প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ জানান, এই মিশনের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকি দূর করা।
প্রাসঙ্গিক ঘটনাপ্রবাহ:
-
এর আগে ১৩ জুন ২০২৫ তারিখে ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন (Operation Rising Lion) পরিচালনা করে, যেখানে ডজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানা হয়।
-
এর জবাবে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিজ থ্রি, যার ফলে উভয় দেশের মধ্যে বিমানযুদ্ধ অব্যাহত থাকে।

0
Updated: 3 weeks ago
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
Created: 1 month ago
A
তাজাকিস্তান
B
আজারবাইজান
C
পর্তুগাল
D
বেলারুশ
বেলারুশ
বেলারুশ হলো পূর্ব ইউরোপের একটি দেশ। দেশের রাজধানী মিনস্ক এবং মুদ্রা হলো রুবল।
অন্য দেশের রাজধানী:
-
তাজাকিস্তান: দুশানবে
-
আজারবাইজান: বাকু
-
পর্তুগাল: লিসবন
উৎস: Britannica

0
Updated: 1 month ago