A
রাশিয়া
B
ব্রাজিল
C
ভারত
D
দক্ষিণ আফ্রিকা
উত্তরের বিবরণ
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩ ও সম্প্রসারণের তথ্য
ব্রিকস (BRICS) হলো একটি অর্থনৈতিক জোট, যা মূলত পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই জোটের কোনো স্থায়ী সদর দপ্তর নেই।
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন (২০২৩):
-
অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়।
-
এটি ছিল জোটের ধারাবাহিক বৈঠকের অংশ।
নতুন সদস্য সংযোজন:
-
সম্মেলনে তিনটি মহাদেশের ছয়টি দেশকে ব্রিকস-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
-
দেশগুলো হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা।
-
এই দেশগুলো ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হবে।
-
মূল পাঁচটি দেশ মনে করছে যে এই ছয়টি দেশ বর্তমান সময়ে যোগদানের যোগ্য।
তথ্যসূত্র: প্রথম আলো, ২৫ আগস্ট ২০২৩

0
Updated: 1 week ago
বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা -
Created: 6 days ago
A
৩৩
B
১৫
C
৭৭
D
২১ (ভুল উত্তর, ব্যাখ্যা দেখুন)
NAM (Non-Aligned Movement) বা জোট-নিরপেক্ষ আন্দোলন
-
NAM হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
-
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া স্নায়ুযুদ্ধের সময় পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ চুক্তি থেকে নিরপেক্ষ থাকার লক্ষ্য নিয়ে গঠিত হয়।
-
NAM-এর ধারণা প্রথম ১৯৫৫ সালের ১৮–২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সে সামনে আসে।
-
এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর, ১৯৬১, এবং প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, ইউগোস্লাভিয়া, ১–৬ সেপ্টেম্বর ১৯৬১।
-
বর্তমানে NAM-এর মোট সদস্য সংখ্যা ১২১টি, যার সভাপতি ইলহাম ইলিয়েভ।
-
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্য হয় এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে নম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে (আলজিয়ার্স)।
-
সর্বশেষ ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।
উৎস: NAM অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 6 days ago
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
Created: 6 days ago
A
জুন ২০০১
B
জুন ২০০০
C
জুন ২০০২
D
জুন ২০০৩
মার্কিন যুক্তরাষ্ট্রের ABM চুক্তি থেকে প্রত্যাহার
যুক্তরাষ্ট্র জুন ২০০২ সালে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে।
ABM Treaty (Anti-Ballistic Missile Treaty) সংক্রান্ত মূল তথ্য:
-
পূর্ণরূপ: Anti-Ballistic Missile Treaty।
-
ধরন: ক্ষেপণাস্ত্র সীমিতকরণের দ্বিপাক্ষিক চুক্তি।
-
সংশ্লিষ্ট দেশ: যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।
-
বিকল্প নাম: Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems।
-
চুক্তি স্বাক্ষর: ২৬ মে, ১৯৭২, মস্কো, রাশিয়া।
-
চুক্তি কার্যকর: ৩ অক্টোবর, ১৯৭২।
-
মূল উদ্দেশ্য: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
-
চুক্তি বাতিলের তারিখ: ১৩ জুন, ২০০২।
সংক্ষিপ্ত বিবরণ:
-
১৩ ডিসেম্বর, ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়।
-
ছয় মাস পরে, জুন ২০০২-এ এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং চুক্তি বাতিল ঘোষণা করা হয়।
উৎস: Arms Control Association ওয়েবসাইট

0
Updated: 6 days ago
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
Created: 1 month ago
A
১৯৭৭
B
১৯৭৮
C
১৯৭৯
D
১৯৮১
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়।
-
এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ সালে।
-
এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে, যুক্তরাজ্যে।
-
বর্তমানে সংস্থাটির মহাসচিবের পদে আছেন অ্যাগনেস ক্যালামার্ড।
-
১৯৭৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তির জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
বিশেষ দ্রষ্টব্য: অ্যাগনেস ক্যালামার্ড, ফ্রান্সের নাগরিক, ২০২১ সালে এই সংস্থার মহাসচিব হিসেবে নিযুক্ত হন।
তথ্যের উৎস: Amnesty International-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago