দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-
A
কমিন্টার্ন
B
কমিনফর্ম
C
কমেকন
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
COMECON (কোমেকন)
-
COMECON এর পূর্ণরূপ হলো Council for Mutual Economic Assistance।
-
এটি সোভিয়েত ইউনিয়ন এবং তার সহযোগী পূর্ব ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং সমন্বয় ঘটানোর উদ্দেশ্যে ১৯৪৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা দেশগুলো ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পোল্যান্ড।
-
পরে এতে পূর্ব জার্মানি, আলবেনিয়া, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম সদস্য হিসেবে যোগ দেয়।
-
COMECON কার্যকর ছিল ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 month ago
বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল? [নভেম্বর, ২০২৪]
Created: 1 month ago
A
মার্শাল আইল্যান্ড
B
মালদ্বীপ
C
গ্রানাডা
D
বাহাম
বাংলাদেশের CVF (Climate Vulnerable Forum) সভাপতির দায়িত্ব গ্রহণের আগে মার্শাল আইল্যান্ডস এই দায়িত্ব পালন করেছিল। মার্শাল আইল্যান্ডস ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত CVF-এর সভাপতির দায়িত্ব পালন করে।
-
CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum
-
প্রতিষ্ঠা: ২০০৯ সালে
-
সদস্য দেশ: ৭০টি
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির মুখে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ
-
বর্তমান সভাপতি: বার্বাডোস
-
সাম্প্রতিক সভাপতি: ঘানা (২০২২–২০২৪)
-
পূর্ববর্তী সভাপতি: বাংলাদেশ (২০২০–২০২২)
-
সর্বশেষ সভাপতি: মার্শাল আইল্যান্ডস (২০১৮–২০২০)
মার্শাল আইল্যান্ডসের রাষ্ট্রপতি হিল্ডা হেইন ২০১৮ সালে CVF-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সাহসী নেতৃত্বের জন্য পরিচিত।
তার নেতৃত্বে, মার্শাল আইল্যান্ডস জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সাহসী নেতৃত্বের জন্য পরিচিত।

0
Updated: 1 month ago
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
Created: 1 month ago
A
ফিজি
B
ভ্যাটিকান
C
কুয়েত
D
মালদ্বীপ
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
উৎস: Statistica ওয়েবসাইট। Britannica.

0
Updated: 1 month ago
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
Created: 2 months ago
A
হংকং
B
শ্রীলংকা
C
ম্যাকাউ
D
বাংলাদেশ
ম্যাকাও
-
ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত।
-
এটি আগে পর্তুগালের উপনিবেশ ছিল।
-
চীন সাগরে অবস্থিত এই দ্বীপটি এশিয়ায় ইউরোপীয় উপনিবেশের মধ্যে সর্বশেষটি ছিল।
⇒ দ্বৈত অর্থনীতি:
-
চীনের ‘এক দেশ, দুই নীতি’ নীতির আওতায় হংকং ও ম্যাকাও অঞ্চলগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশ শাসন থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের শাসন থেকে ম্যাকাও ৫০ বছরের জন্য চীনের অধীনে আসে।
-
হংকং-এর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই “এক দেশ, দুই নীতি” নীতি গৃহীত হয়েছে।
-
ম্যাকাও হলো ২০শ শতাব্দীর শেষ দিকে উপনিবেশবাদের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করা সর্বশেষ অঞ্চল।
উৎস: i) Britannica
ii) World Atlas

0
Updated: 2 months ago