A
সিরিয়া
B
সুদান
C
ইরাক
D
সোমালিয়া
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
• Global Terrorism Index (GTI) ২০১৪ অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ ইরাক।
- বর্তমানে ২০২৪ সালে Global Terrorism Index (GTI) অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ বুর্কিনা ফাসো।
প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসবাসকবলিত দিকে থেকে শীর্ষ ৫ দেশ-
Global Terrorism Index (GTI):
১। বুরকিনা ফাসো,
২। ইসরাইল
৩। মালি,
৪। পাকিস্তান,
৫। সিরিয়া।
উৎস: Statista Research Department এর ওয়েবসাইট, Live Mcq ডায়নামিক প্যানেল, Global Terrorism Index (GTI) - 2024 ও বাসস।

0
Updated: 1 week ago
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
Created: 1 week ago
A
UNDP
B
UNESCO
C
UNICEF
D
UNCTAD
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
-
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
-
এটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো-এর ৩০তম সাধারণ সম্মেলনে এইভাবে ঘোষিত হয়।
ইউনেস্কো (UNESCO) সংক্ষেপে
-
পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization।
-
এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
-
সংবিধান স্বাক্ষরিত হয় ১৬ নভেম্বর ১৯৪৫ এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬।
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৪
-
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশের কাজও করে।
বাংলাদেশ ও ইউনেস্কো
-
বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
-
ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
-
এছাড়াও বাংলাদেশে পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।
উৎস: UNESCO ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
'জুলিয়াস সীজার' কেন বিখ্যাত?
Created: 2 weeks ago
A
রোমান সম্রাট হিসেবে
B
বর্ণবাদ বিরোধী হিসেবে
C
ব্রিটেনের রাজা হিসেবে
D
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
জুলিয়াস সিজার
-
জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট, রাজনীতিবিদ ও সেনাপতি।
-
তিনি ১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোমে জন্মগ্রহণ করেছিলেন।
-
রোমান সাম্রাজ্যে তার সাফল্য মূলত তার জেনারেল হিসেবে অর্জিত বিজয় এবং রাজনৈতিক দক্ষতার কারণে।
-
তিনি নিজেকে রোমান সাম্রাজ্যের স্বৈরশাসক হিসেবে ঘোষণা করেছিলেন।
-
রোমের নাগরিকরা তাকে পছন্দ করতেন, বিশেষ করে গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় তার অভিযানের জন্য।
-
৪৪ খ্রিস্টপূর্বে রোমীয় সেনেটে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়, যা রোমীয় প্রজাতন্ত্রের পতনের সূচনা করে।
-
জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি: “এলাম, দেখলাম, জয় করলাম”।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
Created: 3 days ago
A
IPCC
B
COP 21
C
Green Peace
D
Sierra Club
IPCC (Intergovernmental Panel on Climate Change)
-
পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change
-
প্রতিষ্ঠা: ১৯৮৮ সালে জাতিসংঘের দুই সংস্থা – বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) – এর যৌথ উদ্যোগে।
-
সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
চেয়ারম্যান: জিম স্কেয়া
-
উদ্দেশ্য: IPCC-এর কাজ হলো বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি, অভিযোজন এবং প্রশমন কৌশল নিয়ে নিয়মিত মূল্যায়ন প্রদান করা। এটি মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়।
উৎস: IPCC ওয়েবসাইট।

0
Updated: 3 days ago