ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা-
A
২
B
৩
C
৪
D
১
উত্তরের বিবরণ
ভারতের প্রধানমন্ত্রী
-
নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
-
তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধুমাত্র মরিশাসের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
-
নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি (BJP) থেকে নির্বাচিত হন এবং তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।
ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ।
-
রাজধানী: নয়া দিল্লি।
-
মুদ্রা: ভারতীয় রুপি।
-
প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
-
১৯৪৭ সালে ভারত দুইভাগে বিভক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়: হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান।
-
২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। তাই এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
-
২১ এপ্রিলকে সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়।
উৎস: টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, নরেন্দ্র মোদী ওয়েবসাইট, Britannica.

0
Updated: 1 week ago
কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
Created: 6 days ago
A
ভিয়েতনাম সংকট
B
সাইপ্রাস সংকটন
C
কোরিয়া সংকট
D
প্যালেস্টাইন সংকট
কোরিয়ার যুদ্ধ ও জাতিসংঘের উদ্যোগ (১৯৫০–১৯৫৩)
কোরিয়া উপদ্বীপ ইতিহাসে দীর্ঘকাল জাপানের অধীনে ছিল (১৯১০–দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত)। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে কোরিয়াকে দুই অংশে ভাগ করা হয়:
-
উত্তর কোরিয়া: সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে
-
দক্ষিণ কোরিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
এর ফলে ৩৮° উত্তর অক্ষাংশ বরাবর দুটি দেশের সীমান্ত স্থাপিত হয়। ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উভয় দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। শুরু থেকেই উত্তরের ও দক্ষিণের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করেছিল। এই যুদ্ধকে ইতিহাসে প্রায়ই “The Forgotten War” বলা হয়।
যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
-
সময়কাল: ১৯৫০–১৯৫৩
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থন)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থন)
-
-
জাতিসংঘের পদক্ষেপ: কোরিয়ার সংঘাত উত্তেজনা প্রশমনের জন্য ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ‘Uniting for Peace’ (শান্তির জন্য ঐক্য) প্রস্তাবটি অনুমোদন করে।
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩
উৎস: UN ওয়েবসাইট।

0
Updated: 6 days ago
In Cricket game the length of pitch between the two wickets is -
Created: 1 week ago
A
24 yards
B
23 yards
C
22 yards
D
21 yards
ক্রিকেট পিচ এবং খেলার মূল বিষয়
-
ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে।
-
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ক্রিকেট পিচ:
-
পিচের দৈর্ঘ্য ২২ গজ এবং প্রস্থ ১০ ফুট।
-
পিচের দুই প্রান্তে তিনটি করে স্টাম্প থাকে, যা মিলিয়ে একটিকে উইকেট বলা হয়।
-
প্রতিটি স্টাম্পের উপর দুটি বেল বসানো থাকে।
-
ক্রিকেটে ব্যাটসম্যান ১০ ধরনেরভাবে আউট হতে পারে।
-
কোনো ওভারে যদি কোনো রান না হয়, সেটিকে মেডেন ওভার বলা হয়।
খেলার কলাকৌশল:
ক্রিকেট খেলাকে মূলত চার ভাগে ভাগ করা যায়:
-
ব্যাটিং
-
বোলিং
-
ফিল্ডিং ও ক্যাচিং
-
উইকেট কিপিং
ফলো থু (Follow Through):
-
বোলার যখন বল ছুঁড়ে দেয়, তখন শরীরের ভারসাম্য ঠিক রাখতে কিছুটা এগিয়ে যাওয়া প্রয়োজন। এই ধাপকে ফলো থু বলা হয়।
উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল-
Created: 1 week ago
A
জাতিপুঞ্জ সৃষ্টি করা
B
অটোমানদের জায়গা দখল করা
C
ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
D
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
বেলফোর ঘোষণা (Balfour Declaration)
-
মূল ভাব: প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল গঠনের সমর্থন জানায়।
-
তারিখ ও প্রেরক: ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর একটি চিঠি দেন লর্ড রথচাইল্ডকে, যিনি তখন ব্রিটিশ জায়নিষ্ট ফেডারেশনের সভাপতি ছিলেন।
-
উদ্দেশ্য: ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আলাদা আবাসভূমি তৈরি করা।
-
ইতিহাসে প্রভাব:
-
১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
-
১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব অঞ্চলের ভাগ-বন্টনের মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
-
১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
-
উৎস: Britannica, History.com
বেলফোর ঘোষণা ব্রিটেনের পক্ষ থেকে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র স্থাপনের সমর্থনের প্রতীক, যা পরবর্তীতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত।

0
Updated: 1 week ago