'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
A
নিকট প্রাচ্য
B
পূর্ব আফ্রিকা
C
দক্ষিণ-পূর্ব এশিয়া
D
পূর্ব ইউরোপ
উত্তরের বিবরণ
ডমিনো তত্ত্ব (Domino Theory)
-
সংজ্ঞা: ডমিনো তত্ত্ব হলো একটি পররাষ্ট্র নীতি, যা যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের সময়ে গ্রহণ করেছিল। তত্ত্বটি বলেছে, “যদি কোনো একটি দেশে সাম্যবাদীরা ক্ষমতায় আসে, তবে কাছাকাছি থাকা অন্যান্য দেশগুলিও ক্রমান্বয়ে সাম্যবাদীদের দখলে চলে যাবে।”
-
লক্ষ্য: মূল লক্ষ্য ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাম্যবাদের বিস্তার রোধ করা।
-
ইতিহাস: ১৯৫০ থেকে ১৯৮০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র এই তত্ত্বকে নীতি হিসেবে প্রচার করেছিল। সাবেক প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান তত্ত্বের প্রবর্তক, কিন্তু এটি প্রথম বাস্তবে প্রয়োগ করেছিলেন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার।
-
প্রয়োগ: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই নীতি ব্যবহার করেছিল।
উৎস: History.com

0
Updated: 1 month ago
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
Created: 1 month ago
A
মন্টিনিগ্রো
B
লিথুয়ানিয়া
C
আলবেনিয়া
D
সুইডেন
NATO (ন্যাটো)
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation
-
প্রকৃতি: এটি একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে গঠিত।
-
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
-
উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করা।
-
প্রথম সদস্য: ১২টি দেশ
-
বর্তমান সদস্য: ৩২টি দেশ
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট
-
মুসলিম দেশ সদস্য: আলবেনিয়া ও তুরস্ক
-
সর্বশেষ যোগদানকারী (৩২তম): সুইডেন
-
সংযোজনীয় তথ্য:
-
৭ মার্চ ২০২৪-এ সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়।
-
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদন করে।
-
উৎস: NATO ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং এর স্বাধীনতা লাভের দিন হলো ১৫ আগস্ট, ১৯৪৭। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ এবং একই তারিখে দেশটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়।
এছাড়া ভারতে প্রতি বছর ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়, আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
জাতীয় প্রতীক: অশোকচক্র
-
অঙ্গরাজ্য: ২৮টি
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট, যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি
ভারতের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য:
-
প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহরু
-
প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি: জাকির হোসেন
-
প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল
-
বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
-
বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)

0
Updated: 1 month ago
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
Created: 1 month ago
A
২৫%
B
৩৫%
C
৪৫%
D
৫৫%
মিয়ানমারের সংসদে সেনার সংরক্ষিত আসন
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির সংসদে ২৫% আসন নির্দিষ্টভাবে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। অর্থাৎ, সামরিক সদস্যরা নির্বাচনের মাধ্যমে নয়, বরং সরাসরি অংশগ্রহণ করে এই আসনগুলো পায়। বর্তমানে এটি মোট ১৬৬টি আসন।
মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য:
-
দেশটি বার্মা নামেও পরিচিত।
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
ভাষা: বার্মিজ
-
বর্তমান রাষ্ট্রপতি: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষার জন্য রয়েছে বর্ডার গার্ড পুলিশ (BGP)।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত দেশটি ৪৭ বছর ধরে সামরিক শাসনের অধীনে ছিল।
-
২০১১ সালে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে বেসামরিক সরকারের হাতে।
-
২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন NLD সরকার গঠন করে।
-
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকারের পতন ঘটে।
উৎস: Britannica

0
Updated: 1 month ago