A
জাতিপুঞ্জ সৃষ্টি করা
B
অটোমানদের জায়গা দখল করা
C
ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
D
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
উত্তরের বিবরণ
বেলফোর ঘোষণা (Balfour Declaration)
-
মূল ভাব: প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল গঠনের সমর্থন জানায়।
-
তারিখ ও প্রেরক: ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর একটি চিঠি দেন লর্ড রথচাইল্ডকে, যিনি তখন ব্রিটিশ জায়নিষ্ট ফেডারেশনের সভাপতি ছিলেন।
-
উদ্দেশ্য: ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আলাদা আবাসভূমি তৈরি করা।
-
ইতিহাসে প্রভাব:
-
১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
-
১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব অঞ্চলের ভাগ-বন্টনের মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
-
১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
-
উৎস: Britannica, History.com
বেলফোর ঘোষণা ব্রিটেনের পক্ষ থেকে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র স্থাপনের সমর্থনের প্রতীক, যা পরবর্তীতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত।

0
Updated: 1 week ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 3 days ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
'War and Peace' উপন্যাসের রচয়িতা -
Created: 6 days ago
A
লিও টলস্টয়
B
ডেভিড রিকার্ডো
C
কার্ল মার্কস
D
জেন অস্টিন
‘War and Peace’ উপন্যাসের রচয়িতা – লিও টলস্টয়
লিও টলস্টয় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান লেখক।
-
তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
-
শুরুতে টলস্টয় বাস্তববাদী গল্প এবং আংশিক আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন। পরে তিনি নৈতিক ও আধ্যাত্মিক বিষয়েও গুরুত্ব দিয়েছেন।
War and Peace সম্পর্কিত তথ্য:
-
লিও টলস্টয় ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা।
-
তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে ‘ইয়াসনায়া পলিয়ানা’ (Yasnaya Polyana) বসবাস করার সময় এই উপন্যাসের কাজ শুরু করেন।
-
উপন্যাসের একটি অংশ প্রথম প্রকাশিত হয় ১৮৬৫ সালে, যার শিরোনাম ছিল "The Year 1805"।
-
১৮৬৮ সালের মধ্যে তিনি আরও তিনটি অংশ প্রকাশ করেন এবং ১৮৬৯ সালে উপন্যাসটি সম্পূর্ণ রূপ পায়।
-
‘War and Peace’-এ টলস্টয় দেখিয়েছেন যে জীবনের উদ্দেশ্য এবং মান মূলত আমাদের প্রতিদিনের কাজ ও আচরণের মধ্যেই নিহিত।
লিও টলস্টয়-এর কিছু বিখ্যাত রচনা:
-
War and Peace (1869)
-
Anna Karenina (1878)
-
A Confession (1880)
-
The Death of Ivan Ilyich (1886)
-
Resurrection (1899)
উৎস: Britannica

0
Updated: 6 days ago
'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
Created: 3 days ago
A
ভারত ও নেপাল
B
পাকিস্তান ও চীন
C
ভুটান ও ভারত
D
বাংলাদেশ ও ভারত
কালাপানি অঞ্চল
কালাপানি হলো ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত একটি এলাকা। এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত এবং বর্তমানে ভারতের প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
মূল তথ্য:
-
নেপাল ও ভারতের মধ্যে প্রায় ১৬ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
-
এই সীমান্তে কয়েকটি স্থানের ওপর বিরোধ আছে। বিশেষ করে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অঞ্চলের ওপর দ্বিপাক্ষিক মতভেদ দেখা যায়।
-
কালাপানি নেপালের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত, যার দক্ষিণে ভারতের কুমায়ুন অঞ্চল এবং উত্তরে চীনের তিব্বত রয়েছে।
-
এই অঞ্চল ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল হিসেবে পরিচিত।
উৎস: BBC, ১৯ মে ২০২০

0
Updated: 3 days ago