নেপালের সর্বশেষ রাজা ছিলেন-
A
রাজা ধীরেন্দ্র
B
রাজা জ্ঞানেন্দ্র
C
রাজা বীরেন্দ্র
D
রাজা মহেন্দ্র
উত্তরের বিবরণ
নেপালের শেষ রাজা:
নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র।
জ্ঞানেন্দ্র সম্পর্কে কিছু তথ্য:
-
তাঁর পূর্ণ নাম ছিল জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
-
রাজা বীরেন্দ্র হত্যা হওয়ার পর তিনি সিংহাসনে বসেন।
-
তিনি নেপালের শেষ হিন্দু রাজা ছিলেন।
-
২০০৮ সালের ২৮ মে নেপালের নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়।
-
এ ঘোষণার ফলে নেপালের ১৭৬৯ সালে শুরু হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্র শেষ হয়।
উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs, Nepal), ব্রিটানিকা (Britannica).

0
Updated: 1 month ago
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
Created: 1 month ago
A
রাশিয়া
B
ডেনমার্ক
C
সুইডেন
D
ইংল্যান্ড
ফিনল্যান্ড উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলে অবস্থিত এবং “হাজার হ্রদের দেশ” হিসেবে পরিচিত। দেশের প্রাকৃতিক দৃশ্য প্রধানত ঘন বন ও অসংখ্য হ্রদে পরিপূর্ণ। ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো হেলসিঙ্কি, এবং দেশের পশ্চিম সীমান্ত সুইডেনের সাথে এবং পূর্ব সীমান্ত রাশিয়ার সাথে সংযোগযুক্ত। ইতিহাস অনুযায়ী, ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত ফিনল্যান্ড দীর্ঘ সময় সুইডেনের উপনিবেশ ছিল এবং সেই সময় সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসেবে ব্যবহার করতো। ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা নামে পরিচিত।
উল্লেখযোগ্য তথ্য:
-
কয়েক হাজার বছর আগে ফিনল্যান্ড সম্পূর্ণ বরফে ঢাকা ছিল।
-
বরফের চাপে ভূমির স্থানে স্থানীয়ভাবে অবনমন ঘটে, যা হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।

0
Updated: 1 month ago
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :
Created: 1 month ago
A
স্থলবেষ্টিত রাষ্ট্র
B
নিরপেক্ষ রাষ্ট্র
C
বাফার রাষ্ট্র
D
জিরো সাম রাষ্ট্র
বাফার রাষ্ট্র
বাফার রাষ্ট্র হলো এমন একটি ছোট বা মাঝারি শক্তির দেশ, যা দুই বা ততোধিক বৃহৎ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মাঝখানে অবস্থিত থাকে। এই ধরনের দেশ সাধারণত বড় শক্তির মধ্যে সংঘাত বা সরাসরি দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে এবং শক্তির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
উদাহরণস্বরূপ, ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত বেলজিয়াম, ভারতের এবং চীনের মধ্যে অবস্থিত নেপাল ও ভুটান, এবং চীন ও রাশিয়ার মধ্যে অবস্থিত মঙ্গোলিয়া হলো বাফার রাষ্ট্রের পরিচিত উদাহরণ।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
'আরব বসন্ত' বলতে কী বুঝায়?
Created: 1 month ago
A
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
B
আরব অঞ্চলে বসন্তকাল
C
আরব রাজতন্ত্র
D
আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
আরব বসন্ত
আরব বসন্ত হলো আরব বিশ্বের বিভিন্ন দেশে জনগণের গণজাগরণের আন্দোলন। এটি ২০১০ সালের শেষের দিকে শুরু হয়, যখন সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দাবিতে বিক্ষোভ শুরু করে। এই আন্দোলনের ফলে বহু দেশেই দীর্ঘ সময় ক্ষমতায় থাকা স্বৈরশাসকরা ক্ষমতাচ্যুত হন। আরব বসন্তে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আঞ্চলিক মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূচনা ও বিস্তার:
আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়, যা উত্তর আফ্রিকার একটি দেশ। ২০১০–২০১১ সালে এই আন্দোলনের ঢেউ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো:
-
মিশর: প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হন।
-
লিবিয়া: মুয়াম্মর আল-গাদ্দাফির শাসনকাল শেষ হয়।
-
এছাড়াও সিরিয়া, ইয়েমেন, বাহরাইন ও অন্যান্য দেশে আন্দোলন চলে।
অর্থনৈতিক দিক থেকে এই আন্দোলনের প্রভাবও ছিল বড়। প্রায় পৌনে দুই বছরের মধ্যে শুধু ছয়টি দেশেই (লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেন) মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২,০৫৬ কোটি ডলার।
উৎস: Britannica

0
Updated: 1 month ago