A
স্পেন
B
চীন
C
ফ্রান্স
D
তিব্বত
উত্তরের বিবরণ
ম্যাকাও
-
ম্যাকাও হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত।
-
ভৌগলিক অবস্থান: চীনের গুয়াংডং প্রদেশের দক্ষিণ-পশ্চিম কোণে, পার্ল (ঝু) নদীর মোহনায়।
-
এটি পূর্বে পর্তুগীজ উপনিবেশ ছিল।
-
হস্তান্তর: ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করে।
-
হংকং অবস্থান: ম্যাকাওয়ের প্রায় ৬০ কিলোমিটার পূর্বে।
-
ভৌগলিক বৈশিষ্ট্য: ম্যাকাও মূলত একটি সরু উপদ্বীপ, যার অন্তর্ভুক্ত দুটি দ্বীপ—টাইপা ও কোলওয়ান।
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 week ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 2 weeks ago
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
Created: 1 month ago
A
চীন
B
জাপান
C
ডেনমার্ক
D
সুইডেন
আসছে

0
Updated: 1 month ago
’লাইন অব একচুয়াল কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা বিভক্তকারী রেখা?
Created: 1 week ago
A
পাকিস্তান - চীন
B
ভারত - পাকিস্তান
C
পাকিস্তান - আফগানিস্তান
D
ভারত - চীন
• ভারত–চীন–পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত বিভাজক রেখা
-
ম্যাকমেহান লাইন: ভারত–চীন সীমান্ত
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC): ভারত–চীন সীমান্তের কার্যকর সীমা
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত–পাকিস্তান সীমান্ত
-
ডুরান্ড লাইন: পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত
উৎস: ব্রিটানিকা, BBC ✅

0
Updated: 1 week ago