A
চার্চিল
B
হিটলার
C
স্টালিন
D
রুজভেল্ট
উত্তরের বিবরণ
আয়রন কার্টেন (Iron Curtain)
-
উক্তি ও জনপ্রিয়তা: ‘আয়রন কার্টেন’ শব্দটি সর্বপ্রথম জনপ্রিয়ভাবে ব্যবহার করেন উইনস্টন চার্চিল।
-
অর্থ: সোভিয়েত ইউনিয়ন ও তার প্রভাবাধীন দেশগুলোকে পশ্চিমা বিশ্ব ও অ-সোভিয়েত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বিচ্ছিন্ন রাখার প্রতীক।
-
ভৌগলিক অবস্থান:
-
পূর্ব পাশে: সোভিয়েত-প্রভাবিত দেশসমূহ
-
পশ্চিম পাশে: যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রসমূহ
-
-
ঊনবিংশ শতাব্দী থেকে বিভিন্নভাবে রূপক হিসেবে ব্যবহৃত হলেও চার্চিলের ১৯৪৬ সালের ৫ মার্চের ফুলটন ভাষণের পর এটি বিশেষ জনপ্রিয় হয়।
-
ভাষণ উদ্ধৃতি: "বাল্টিকের স্টেটিন থেকে অ্যাড্রিয়াটিকের ট্রিয়েস্ট পর্যন্ত, মহাদেশ জুড়ে একটি লোহার পর্দা নেমে এসেছে।"
-
-
পরিবর্তন:
-
১৯৫৩ সালে জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পর লৌহ পর্দার বিধিনিষেধ ও অনমনীয়তা কিছুটা হ্রাস পায়।
-
১৯৮৯–৯০ সালে পূর্ব ইউরোপে কমিউনিস্টদের একদলীয় শাসন ত্যাগের সাথে সাথে লৌহ পর্দার অস্তিত্ব মূলত বন্ধ হয়ে যায়।
-
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 week ago