A
অটোমান সাম্রাজ্য
B
ব্রিটিশ সাম্রাজ্য
C
জার্মান সাম্রাজ্য
D
জাপান সাম্রাজ্য
উত্তরের বিবরণ
অটো ভন বিসমার্ক
-
অটো ভন বিসমার্ক ছিলেন জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর (১৮৭১–১৮৯০)।
-
তাকে আধুনিক জার্মানির জনক বলা হয়।
-
তিনি প্রুশিয়ান সেনাবাহিনীর কর্মকর্তা এবং ভূস্বামী ছিলেন।
-
১৮৬২–১৮৭১ পর্যন্ত প্রুশিয়ার প্রধান মন্ত্রী, পরে ১৮৭১–১৮৯০ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর।
-
বিসমার্কের কূটনীতির মূল নীতি ছিল “রক্ত ও লোহা” (Blood and Iron), যার মাধ্যমে তিনি যুদ্ধের মাধ্যমে জার্মানির একীভূতকরণ এগিয়ে নেন।
-
তার নেতৃত্বে প্রুশিয়া ১৮৭০–৭১ সালে ফ্রেঞ্চ-প্রুশিয়ান যুদ্ধ জয়লাভ করে, ফলে ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্যের সৃষ্টি হয়।
-
সাম্রাজ্য প্রতিষ্ঠার পর বিসমার্ক শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেন।
-
তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে প্রায় দুই দশক ধরে ইউরোপে শান্তি বজায় থাকে।
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 week ago
অটোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
Created: 1 week ago
A
দামেস্ক
B
বাগদাদ
C
কায়রো
D
কনস্টান্টিনোপল
অটোমান সাম্রাজ্য
-
অটোমান সাম্রাজ্য তুরস্কের নেতৃত্বে ১২৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
বিস্তৃতি: ১২৯৯ থেকে ১৯২২ সাল পর্যন্ত।
-
অটোমান সাম্রাজ্যের শাসকরা সুলতান নামে পরিচিত ছিলেন।
-
রাজধানী ছিল প্রাচীন কনস্টান্টিনোপল (বর্তমানে ইস্তাম্বুল)।
-
১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল জয় করলে এটি নতুন রাজধানীতে পরিণত হয় এবং পরে ইস্তাম্বুল নামে পরিচিতি লাভ করে।
-
১৯২২ সালের ১ নভেম্বর অটোমান সাম্রাজ্য বিলুপ্ত ঘোষণা করা হয়।
-
এরপর ২৯ অক্টোবর, ১৯২৩-এ তুরস্ক প্রজাতন্ত্রের জন্ম হয়।
-
অটোমান সাম্রাজ্যের পতন ঘটে তুরস্কে কামাল আতাতুর্কের আত্মপ্রকাশের মাধ্যমে।

0
Updated: 1 week ago