জাপানের আইনসভার নাম কী?
A
স্টোরটিং
B
C
ডায়েট
D
ফোকেটিং
উত্তরের বিবরণ
জাপানের আইনসভা (ডায়েট)
-
জাপানের জাতীয় আইনসভা বা সংসদকে ‘ডায়েট’ বলা হয়।
-
এটি দুই কক্ষ বিশিষ্ট:
-
নিম্নকক্ষ: প্রতিনিধি সভা (House of Representatives)
-
উচ্চকক্ষ: হাউস অব কাউন্সিলরস (House of Councillors)
-
-
উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন।
-
সদস্য সংখ্যা:
-
প্রতিনিধি সভা: ৫১১
-
হাউস অব কাউন্সিলরস: ২৫২
-
-
মেয়াদ:
-
প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন
-
হাউস অব কাউন্সিলরস-এর সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন
-
অন্য দেশের সংসদ:
-
স্টোরটিং (Storting): নরওয়ের সংসদ
-
নেসেট (Knesset): ইসরায়েলের সংসদ
-
ফোকেটিং (Folketing): ডেনমার্কের সংসদ
তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
কোন দেশে 'কিয়োটা প্রটোকল' গৃহীত হয়?
Created: 1 week ago
A
জার্মানি
B
সুইডেন
C
আইসল্যান্ড
D
জাপান
কিয়োটা প্রটোকল গৃহীত হয় জাপানের কিয়োটা শহরে, ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর।
কিয়োটা প্রটোকল:
-
এটি একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
-
চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করা হয়।
-
চুক্তি ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
-
কিয়োটা প্রটোকল ‘কার্বন ক্রেডিট’ ধারণা প্রদান করে, যা দেশগুলোর নির্গমন সীমা মেনে চলার প্রণোদনা হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago
'কুড়িল দ্বীপপুঞ্জ' নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
Created: 1 month ago
A
চীন ও কোরিয়া
B
রাশিয়া ও জাপান
C
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড
D
জাপান ও চীন
কুরিল দ্বীপপুঞ্জ হলো রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপসমূহ, যা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
-
কুরিল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত
-
অবস্থান: জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে
-
প্রশান্ত মহাসাগরের চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে, যার মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ অন্যতম
-
এই বিতর্কিত দ্বীপগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হলো কুনাশির
-
চারটি দ্বীপকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে পারেনি
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয় কোথায়?
Created: 2 months ago
A
জাপান
B
সুইডেন
C
কেনিয়া
D
ফ্রান্স
নাগোয়া প্রটোকল (Nagoya Protocol)
-
পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
-
সংজ্ঞা: জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি
-
গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০
-
স্থান: নাগোয়া, জাপান
-
কার্যকর হয়: ১২ অক্টোবর, ২০১৪
-
উদ্দেশ্য:
-
জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য ও ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করা
-
জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা
-
উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট

0
Updated: 2 months ago