A
স্টোরটিং
B
C
ডায়েট
D
ফোকেটিং
উত্তরের বিবরণ
জাপানের আইনসভা (ডায়েট)
-
জাপানের জাতীয় আইনসভা বা সংসদকে ‘ডায়েট’ বলা হয়।
-
এটি দুই কক্ষ বিশিষ্ট:
-
নিম্নকক্ষ: প্রতিনিধি সভা (House of Representatives)
-
উচ্চকক্ষ: হাউস অব কাউন্সিলরস (House of Councillors)
-
-
উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন।
-
সদস্য সংখ্যা:
-
প্রতিনিধি সভা: ৫১১
-
হাউস অব কাউন্সিলরস: ২৫২
-
-
মেয়াদ:
-
প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন
-
হাউস অব কাউন্সিলরস-এর সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন
-
অন্য দেশের সংসদ:
-
স্টোরটিং (Storting): নরওয়ের সংসদ
-
নেসেট (Knesset): ইসরায়েলের সংসদ
-
ফোকেটিং (Folketing): ডেনমার্কের সংসদ
তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয় কোথায়?
Created: 2 weeks ago
A
জাপান
B
সুইডেন
C
কেনিয়া
D
ফ্রান্স
নাগোয়া প্রটোকল (Nagoya Protocol)
-
পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
-
সংজ্ঞা: জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি
-
গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০
-
স্থান: নাগোয়া, জাপান
-
কার্যকর হয়: ১২ অক্টোবর, ২০১৪
-
উদ্দেশ্য:
-
জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য ও ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করা
-
জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা
-
উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত-
Created: 1 month ago
A
নিউইয়র্কে
B
শিকাগোতে
C
টোকিওতে
D
লন্ডনে
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে অবস্থিত।
জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।
Landmark Tower:
- বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে ইয়োকোহামা শহরে অবস্থিত।
- টোকিও টাওয়ারের উচ্চতা ২৯৬ মিটার।
- ১৯৯৩ সালে টাওয়ারটি তৈরি করা হয়।
উৎস: i) Britannica.
ii) Web Japan.

0
Updated: 1 month ago
স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
জাপান
B
জার্মান
C
ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র
• স্ট্যাচু অব পিস বা নাগাসাকি শান্তি মূর্তি জাপানের নাগাসাকি শহরের নাগাসাকি পিস পার্কে অবস্থিত।
-
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে, ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকিতে সংঘটিত পারমাণবিক বোমা হামলার ভয়াবহ ধ্বংসযজ্ঞের এক স্থায়ী স্মারক এবং নৃশংসতার শিকারদের প্রতি শ্রদ্ধার নিদর্শন।
-
মূর্তিটি ১৯৫৫ সালের ৯ আগস্ট উদ্বোধন করা হয় এবং এর উচ্চতা ৯.৭ মিটার।
-
প্রতি বছর একই দিনে মূর্তির পাদদেশে নাগাসাকি শান্তি অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শান্তির বার্তা পৌঁছে দেয়।
-
মূর্তিটি থেকে প্রায় ৫০০ মিটার দূরে হাইপোসেন্টার মনুমেন্টের পাদদেশে একটি কালো ভল্টে পারমাণবিক বোমা হামলায় নিহত এবং পরবর্তীতে বিকিরণজনিত কারণে মারা যাওয়া ব্যক্তিদের নাম সংরক্ষিত রয়েছে। এটি মানবজাতির জন্য এক গভীর সতর্কবার্তা ও শান্তির আহ্বান হিসেবে বিবেচিত হয়।
উৎস: Japan National Tourism Organization (JNTO). ✅

0
Updated: 1 week ago