বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?
A
চীন
B
ভারত
C
ব্রাজিল
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
ভারত
-
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত।
-
প্রধান কারণ: দেশের উচ্চ জনসংখ্যা এবং ভোটার সংখ্যা, যা অন্য যেকোনো দেশে নেই।
-
জনসংখ্যা: প্রায় ১৪০ কোটি।
-
ভোটার সংখ্যা: প্রায় ৯৬ কোটি ৯০ লাখ।
সংবিধান ও সংসদীয় ব্যবস্থা:
-
ভারতের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট:
-
উচ্চ কক্ষ: রাজ্যসভা
-
নিম্ন কক্ষ: লোকসভা
-
-
সদস্য সংখ্যা:
-
লোকসভা: ৫৪৩
-
রাজ্যসভা: ২৪৫
-
-
সরকার গঠনের জন্য প্রয়োজন: লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে ২৭২ আসন।
-
ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক বিস্তারিত ব্যাখ্যাসমৃদ্ধ সংবিধান।
তথ্যসূত্র: বিবিসি

0
Updated: 1 month ago
ভারতের কতটি রাজ্য রয়েছে?
Created: 1 month ago
A
২৭টি
B
২৮টি
C
২৯টি
D
৩০টি
ভারত হলো সংসদীয় গণতন্ত্র ও প্রজাতন্ত্র, যা দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ দেশ এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত।
-
রাজধানী: নয়াদিল্লি
-
সরকার প্রধান: নরেন্দ্র মোদী
-
রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু
-
সংবিধান গৃহীত: ২৬ নভেম্বর ১৯৪৯
-
কার্যকর: ২৬ জানুয়ারি ১৯৫০
-
স্বাধীনতা লাভ: ১৫ আগস্ট ১৯৪৭ (ব্রিটিশ শাসন থেকে)
-
সরকারি ভাষা: হিন্দি ও ইংরেজি
-
মুদ্রা: ভারতীয় রুপি
-
জনসংখ্যা: বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ
-
জাতীয় পশু: বাঘ
-
জাতীয় পাখি: ময়ূর
-
রাজ্যের সংখ্যা: ২৮টি
-
কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা: ৮টি
উল্লেখযোগ্য তথ্য
-
সবচেয়ে বড় রাজ্য (আয়তনে): রাজস্থান (৩,৪২,২৩৯ বর্গ কিমি)
-
সবচেয়ে ছোট রাজ্য (আয়তনে): গোয়া (৩,৭০২ বর্গ কিমি)
-
সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল (আয়তনে): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৮,২৪৯ বর্গ কিমি)
-
সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল (আয়তনে): লাক্ষাদ্বীপ (৩২ বর্গ কিমি)

0
Updated: 1 month ago
সম্প্রতি, কোন দেশ বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
চীন
B
ভারত
C
পাকিস্তান
D
যুক্তরাষ্ট্র
১১ আগস্ট, ২০২৫ ভারত বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এই পদক্ষেপের ফলে বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ধরন ও পথে পরিবর্তন এসেছে।
-
বিধিনিষেধ প্রযোজ্য পণ্যগুলো হলো:
-
পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়
-
পাটের দড়ি বা রশি
-
পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি
-
পাটের বস্তা বা ব্যাগ
-
-
নতুন বিধিনিষেধ অনুযায়ী, এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর ব্যবহার করতে হবে।
-
বর্তমানে, বাংলাদেশ থেকে ভারতে এসব পণ্যের যে পরিমাণ রপ্তানি হয়, তার মাত্র ১ শতাংশ সমুদ্রপথে যায়, বাকিটা স্থলপথে রপ্তানি হয়।
উল্লেখযোগ্যভাবে, ভারত বাংলাদেশের ভোগ্যপণ্যের বড় বাজার।
-
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে মোট ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
-
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৩.৭৫ শতাংশ আসে ভারতের বাজার থেকে।
-
অন্যদিকে, ভারত বাংলাদেশ থেকে ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করে, যার বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য।

0
Updated: 1 week ago
কালাপানি অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব রয়েছে কোন দুটি দেশের মধ্যে?
Created: 3 weeks ago
A
ভারত ও পাকিস্তান
B
ভারত ও নেপাল
C
ভারত ও চীন
D
কোনটি নয়
কালাপানি অঞ্চল নিয়ে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত দ্বন্দ্ব চলছে। যদিও এটি ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত, নেপাল তাদের মানচিত্রে এটিকে নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করে।
-
সীমান্ত দৈর্ঘ্য: ভারত ও নেপালের মধ্যে সীমান্তের মোট দৈর্ঘ্য ১,৬৯০ কিলোমিটার (১,০৫০ মাইল)।
-
বিরোধিত এলাকা: দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধের প্রধান ক্ষেত্র হলো কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ এবং সুস্তা।
-
নতুন মানচিত্র (২০১৯): ২ নভেম্বর, ২০১৯ সালে ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে বিতর্কিত ভূখণ্ডগুলির মধ্যে কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখকে ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে।
-
নেপালের প্রতিক্রিয়া: মানচিত্র প্রকাশের পর নেপাল এটি নিয়ে আপত্তি জানায়।

0
Updated: 3 weeks ago