A
ইহুদি
B
ইংরেজ
C
ফরাসি
D
ফিলিস্তিনি
উত্তরের বিবরণ
নাকবা দিবস
-
প্রতিবছর পালিত হয়: ১৫ মে
-
প্রেক্ষাপট: ১৯১৭ থেকে ১৯৪৮ পর্যন্ত ফিলিস্তিন ব্রিটেনের অধীনে ছিল।
-
বেলফোর ঘোষণা (১৯১৭): ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর ইহুদী নেতা ব্যারন রথচাইল্ডকে জানিয়েছিলেন যে, ব্রিটেন ফিলিস্তিনে একটি ইহুদী রাষ্ট্র গঠনে সহায়তা করবে।
-
ইসরায়েল প্রতিষ্ঠা (১৯৪৮): ১৪ মে ব্রিটিশ শাসন শেষ হলে বেন গুরিয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন।
-
ফিলিস্তিনিদের বিপর্যয়: প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন।
-
দিবসের তাৎপর্য: এই বিপর্যয় স্মরণে প্রতিবছর আল-নাকবা বা মহাবিপর্যয় দিবস পালন করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
১৯৯৮ সালে ফিলিস্তিনিদের নেতা ও সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইসরায়েলের স্বাধীনতা দিবসের পরের দিনটিকে নাকবা দিবস হিসেবে ঘোষণা করেন।
-
জাতিসংঘ ২০২৩ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে পালন শুরু করে।
তথ্যসূত্র: নিউজ রিপোর্ট

0
Updated: 1 week ago
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি হিসেবে পরিচিত কোনটি?
Created: 1 week ago
A
জুলু
B
পিগমি
C
D
রেড ইন্ডিয়ান
নিশ্চিত, আপনার দেওয়া ধাঁচে তথ্যটি পুনর্লিখন করে দিচ্ছি:
পিগমি জাতি (Pygmy)
-
পিগমি জাতি পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকৃতি জাতি হিসেবে পরিচিত।
-
এদের প্রাপ্তবয়স্ক পুরুষদের গড় উচ্চতা ১৫০ সেন্টিমিটারের (৫৯ ইঞ্চি) কম হয়ে থাকে।
-
যাদের উচ্চতা কিছুটা বেশি, তাদের বলা হয় পিগময়েড (Pygmoid)।
-
সবচেয়ে পরিচিত পিগমি গোষ্ঠী পাওয়া যায় মধ্য আফ্রিকার ইটুরি বনাঞ্চলে (বর্তমান কঙ্গো)।
-
তারা কঙ্গো নদীর দক্ষিণের জলাভূমিতে বসবাস করে।
-
অধিকাংশ পিগমি জনগোষ্ঠী শিকার ও সংগ্রহকৃত খাদ্য-নির্ভর জীবন যাপন করে।
অন্য আদিবাসী গোষ্ঠী:
-
দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীরা: জুলু
-
নিউজিল্যান্ডের আদিবাসীরা: মাউরি
-
যুক্তরাষ্ট্রের আদিবাসীরা: রেড ইন্ডিয়ান
তথ্যসূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 week ago