A
চীন
B
জাপান
C
ভিয়েতনাম
D
দক্ষিণ কোরিয়া
উত্তরের বিবরণ
হো চি মিন
-
হো চি মিন ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন।
-
তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন।
-
ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি ভিয়েত কং-এর নেতৃত্ব দান করতেন।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তার বাহিনী জাপান ও ফরাসী সেনাদলের বিরুদ্ধে লড়াই করে।
-
জাপানের পরাজয়ের পর হো চি মিন ভিয়েতনামকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন এবং নিজে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
-
১৯৪১ সালের পর তার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম চালু থাকে।
-
১৯৪৫ সালে কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠা হয়।
তথ্যসূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 week ago
টিউলিপ বিপ্লব সংঘটিত হয় কোথায়?
Created: 1 week ago
A
কিরগিজস্তান
B
ইরান
C
কাজাখস্তান
D
আর্মেনিয়া
ঐতিহাসিক বিপ্লবসমূহ
-
জেসমিন বিপ্লব: তিউনিসিয়ায় ২০১১ সালে সংঘটিত।
-
আমেরিকান বিপ্লব: যুক্তরাষ্ট্রে ১৭৭৬ সালে সংঘটিত।
-
টিউলিপ বিপ্লব: কিরগিজস্তানে ২০০৫ সালে সংঘটিত।
-
ফরাসি বিপ্লব: ফ্রান্সে ১৭৮৯ সালে সংঘটিত।
-
রুশ বিপ্লব: রাশিয়ায় ১৯১৭ সালে সংঘটিত।
-
ইসলামিক বিপ্লব: ইরানে ১৯৭৯ সালে সংঘটিত।
-
রোজ বিপ্লব: জর্জিয়ায় ২০০৩ সালে সংঘটিত।
-
অরেঞ্জ বিপ্লব: ইউক্রেনে ২০০৪ সালে সংঘটিত।
📚 সূত্র: Britannica

0
Updated: 1 week ago
নিম্নের কোন দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে?
Created: 1 week ago
A
ভারত
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
যুক্তরাজ্য
ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ
কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে সরকার দুই ধরনের হতে পারে: এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার।
এককেন্দ্রিক সরকার:
-
যে শাসনব্যবস্থায় সরকারের সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং দেশের শাসন কেন্দ্র থেকে পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলা হয়।
-
এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে কোনো ক্ষমতা বণ্টন নেই।
-
আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই।
-
রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে, তবে তারা কেবল কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে।
-
বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে।
যুক্তরাষ্ট্রীয় সরকার:
-
যুক্তরাষ্ট্রীয় সরকার হলো সেই ধরনের সরকার, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি কেন্দ্রীয় সরকার গঠন করে।
-
এটি ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে।
-
সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকে, এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকে।
-
ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্রভাবে দেশ পরিচালনা করে।
-
ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি বিদ্যমান।
তথ্যসূত্র: একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুসাশন বই, ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
নিচের কোন দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে?
Created: 1 week ago
A
যুক্তরাজ্য
B
কানাডা
C
সুইডেন
D
উল্লিখিত সকল দেশে
আইন ও শাসনবিভাগের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ
-
আইন ও শাসনবিভাগের সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকার দুই রূপে বিভক্ত:
-
সংসদীয় সরকার
-
রাষ্ট্রপতি শাসিত সরকার
-
সংসদীয় সরকার
-
শাসনবিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইনবিভাগের উপর নির্ভরশীল।
-
এটিকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলা হয়।
-
ক্ষমতার কেন্দ্র: মন্ত্রিসভা হাতে দেশের শাসন ক্ষমতা থাকে।
-
সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে।
-
উদাহরণ: বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া।
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
-
একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন।
-
প্রধানমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী।
-
মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইন পরিষদের নিকট দায়ী থাকে।
তথ্যসূত্র: একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুসাশন বই, ব্রিটানিকা

0
Updated: 1 week ago