A
গণতান্ত্রিক
B
উদারতাবাদ
C
ফ্যাসিবাদী
D
সমাজতান্ত্রিক
উত্তরের বিবরণ
ব্ল্যাক শার্ট আন্দোলন
-
ব্ল্যাক শার্ট আন্দোলন মূলত ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল।
-
ফ্যাসিবাদের প্রথম রাষ্ট্রীয় রূপদাতা বেনিতো মুসোলিনি ১৯১৯ সালে প্রতিষ্ঠা করেন উগ্র জাতীয়তাবাদী ও সশস্ত্র রাজনৈতিক সংগঠন ‘ফ্যাসিও দি কমবাত্তিমেন্তো’।
-
পরে এটি জাতীয় ফ্যাসিস্ট দল (ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি বা PNF) হিসেবে পরিণত হয়।
-
দলের সদস্যদের পোশাক ছিল কালো শার্ট, হাতে থাকত লাঠি, এবং তারা মুখে জাতীয় শৃঙ্খলার ডাক দিত।
-
ব্ল্যাক শার্টধারীরা বামপন্থী আন্দোলন ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সরাসরি সহিংসতা চালাতেন।
-
তাদের মূল কৌশল ছিল: ভয় দেখানো, মারধর এবং হত্যা। একরকম সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তারা ইতালির রাজনীতিতে ফ্যাসিজমের জন্ম দেন।
মার্চ অন রোম ও একনায়কত্বের সূচনা:
-
১৯২২ সালের অক্টোবরে মুসোলিনি প্রায় ৩০,০০০ ব্ল্যাক শার্টধারী নিয়ে ‘মার্চ অন রোম’ নামে একটি বিক্ষোভ শুরু করেন।
-
রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে ইতালির রাজা ভিক্টর ইমানুয়েল তৃতীয় সামরিক হস্তক্ষেপ না করে মুসোলিনিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
-
এ সিদ্ধান্তের মাধ্যমে ইতালির গণতন্ত্রের অধ্যায় শেষ হয় এবং শুরু হয় একনায়কত্বের যুগ।
-
প্রধানমন্ত্রী হওয়ার পর মুসোলিনি দ্রুত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করেন।
তথ্যসূত্র: ব্রিটানিকা, পত্রিকা প্রতিবেদন।

0
Updated: 1 week ago