নিম্নের কোন দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে?


Edit edit

A

ভারত


B

যুক্তরাষ্ট্র


C

কানাডা


D

যুক্তরাজ্য


উত্তরের বিবরণ

img

ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ
কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে সরকার দুই ধরনের হতে পারে: এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার

এককেন্দ্রিক সরকার:

  • যে শাসনব্যবস্থায় সরকারের সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং দেশের শাসন কেন্দ্র থেকে পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলা হয়।

  • এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে কোনো ক্ষমতা বণ্টন নেই।

  • আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই।

  • রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে, তবে তারা কেবল কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে।

  • বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে।

যুক্তরাষ্ট্রীয় সরকার:

  • যুক্তরাষ্ট্রীয় সরকার হলো সেই ধরনের সরকার, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি কেন্দ্রীয় সরকার গঠন করে।

  • এটি ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে।

  • সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকে, এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকে।

  • ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্রভাবে দেশ পরিচালনা করে।

  • ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি বিদ্যমান।

তথ্যসূত্র: একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুসাশন বই, ব্রিটানিকা।

Unfavorite

0

Updated: 1 week ago

Related MCQ

নিচের কোন দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে?


Created: 1 week ago

A

যুক্তরাজ্য


B

কানাডা


C

সুইডেন


D

উল্লিখিত সকল দেশে


Unfavorite

0

Updated: 1 week ago

হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?


Created: 1 week ago

A

চীন


B

জাপান


C

ভিয়েতনাম


D

দক্ষিণ কোরিয়া


Unfavorite

0

Updated: 1 week ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD