ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ-এর উৎপাদিত সার-এর নাম কোনটি?
A
ইউরিয়া এবং এএসপি
B
ইউরিয়া
C
টিএসপি এবং এএসপি
D
ডিএপি
উত্তরের বিবরণ
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (NGFFL)
-
উৎপাদিত সার: ইউরিয়া এবং এ্যামোনিয়াম সালফেট (ASP)।
-
প্রতিষ্ঠা: ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ, সিলেট জেলায় বাংলাদেশের প্রথম ইউরিয়া কারখানা হিসেবে স্থাপিত হয়।
-
পরবর্তীতে সম্প্রসারণ: ১৯৬৯ সালে এখানে এ্যামোনিয়াম সালফেট প্ল্যান্ট স্থাপন করা হয়।
-
বার্ষিক উৎপাদন ক্ষমতা: ১,০৬,০০০ মেট্রিক টন।
-
বর্তমান অবস্থা:
-
২০১৩ সালের ২৫ নভেম্বর কারখানাটি বন্ধ হয়ে যায়।
-
২০১৬ সালের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
-
-
প্রতিস্থাপন: একই স্থানে নতুন প্রযুক্তিতে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি চালু করা হয়েছে।
উৎসঃ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) ওয়েবসাইট

0
Updated: 1 month ago
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন] ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
Created: 1 month ago
A
৪.৪ জন
B
৫.০ জন
C
৫.৪ জন
D
৫.৫ জন
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন]
২০১১ সালের পঞ্চম আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ৪.৪ জন।
• জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুসারে,
- বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
- পুরুষ-নারীর অনুপাত ৯৮ : ১০০।
- জনসংখ্যার ঘনত্ব ১১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)।
- সাক্ষরতার হার ৭৪.৬৬%।
- প্রতিটি খানায় গড়ে প্রায় ৪ জন বাস করেন।
- বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট ৫০ টি।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 1 month ago
ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকায়
B
খুলনায়
C
নারায়ণগঞ্জে
D
চাঁদপুরে
ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট ও অন্যান্য মৎস্য গবেষণা কেন্দ্র
-
ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট (মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট) চাঁদপুর জেলার বাবুরহাটে অবস্থিত। এখানে মৎস্য খাতের কর্মকর্তাদের, কর্মচারীদের এবং মৎস্য চাষীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
-
নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর শহরের কাছাকাছি এলাকায় অবস্থিত।
-
সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারে অবস্থান করছে।
-
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংলগ্ন এলাকায় আছে।
উৎস: বাংলাপিডিয়া, ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত
Created: 1 month ago
A
১৮
B
১৯
C
২০
D
২১
বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগের "নির্বাচন" অধ্যায়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্পর্কিত নিয়মাবলি সংক্ষেপে নিম্নরূপ বর্ণনা করা যায়। এই ধারা ভোটার তালিকাভুক্তির যোগ্যতা, বয়স ও নাগরিকত্বের শর্তসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় মৌলিক শর্তগুলো স্পষ্ট করে।
-
ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা অনুচ্ছেদ ১২২ অনুযায়ী নির্ধারিত।
-
ভোটাধিকার শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নাগরিকদের দেওয়া হয়।
-
কোন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন যদি:
-
তিনি বাংলাদেশের নাগরিক হন;
-
তার বয়স আঠারো (১৮) বছর বা তার বেশি হয়;
-
কোন যোগ্য আদালত তার অপ্রকৃতিস্থ (incapacitated) ঘোষণা না করে থাকে;
-
তিনি নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের মাধ্যমে সেই এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হন;
-
তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইবুনাল) আদেশের অধীন কোনো অপরাধে দণ্ডিত না হন।
-
-
নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স নির্ধারিত:
-
জাতীয় সংসদের প্রার্থী এবং প্রধানমন্ত্রী: ২৫ বছর;
-
রাষ্ট্রপতি: ৩৫ বছর।
-

0
Updated: 1 month ago