বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
A
কুষ্টিয়া গ্রেড
B
চুয়াডাঙ্গা গ্রেড
C
ঝিনাইদহ গ্রেড
D
মেহেরপুর গ্রেড
উত্তরের বিবরণ
ব্ল্যাক বেঙ্গল ছাগল ও কুষ্টিয়া গ্রেড চামড়া
ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের একটি স্থানীয় কালো ছাগল জাত, যা বিশ্বের সেরা ছাগল জাতগুলোর মধ্যে অন্যতম। এই ছাগল মাংস এবং চামড়ার জন্য বিশেষভাবে পরিচিত।
বৈশিষ্ট্য:
-
ব্ল্যাক বেঙ্গল ছাগল পরিষ্কার, শুষ্ক ও উঁচু স্থানে থাকতে পছন্দ করে।
-
কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় এই জাতের ছাগলের উৎপাদন সবচেয়ে বেশি।
-
বিশ্ববাজারে এই ছাগলের চামড়াকে কুষ্টিয়া গ্রেড নামে পরিচিতি রয়েছে।
-
ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস অন্যান্য জাতের তুলনায় স্বাদে বেশি ভালো।
-
বড় কোম্পানিগুলো তাদের চামড়াজাত পণ্য তৈরিতে এই ছাগলের চামড়া ব্যবহার করে।
গুরুত্বপূর্ণ অর্জন:
-
২০০৭ সালে এফএও বিশ্বের ১০০ জাতের ছাগলের মধ্যে ব্ল্যাক বেঙ্গলকে সেরা জাত হিসেবে স্বীকৃতি দেয়।
-
২০১৮ সালে বাংলাদেশের বিজ্ঞানীরা এই ছাগলের সম্পূর্ণ জেনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেন।
-
২০২৪ সালে ব্ল্যাক বেঙ্গল ছাগল জিআই (GI) স্বীকৃতি লাভ করে।
উৎস: বিবিসি বাংলা, ১৮ নভেম্বর ২০২০

0
Updated: 1 month ago
বিগত ৫০ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে?
Created: 3 weeks ago
A
ভূট্টা
B
পাট
C
ধান
D
গোল আলু
বাংলাদেশের কৃষিক্ষেত্রে গত ৫০ বছরে ভুট্টা চাষের বৃদ্ধি সবচেয়ে উল্লেখযোগ্য। স্বাধীনতার পর থেকে অন্যান্য ফসল যেমন ধান, পাট ও আলুর উৎপাদন বৃদ্ধি পেলেও তুলনামূলকভাবে ভুট্টার উৎপাদন ও চাষাবাদের হার বহুগুণ বেড়েছে।
ভুট্টা উৎপাদন:
-
বিগত ৫০ বছরে কৃষিতে সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটেছে ভুট্টা (মেইজ) চাষে।
-
১৯৭১ সালে দেশের ভুট্টা উৎপাদন ছিল মাত্র ২,০০০ মেট্রিক টন, আর চাষের পরিমাণ ছিল ২,৬৫৪ হেক্টর।
-
২০১৯–২০২০ সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ লাখ মেট্রিক টন এবং চাষের পরিমাণ বেড়ে হয়েছে ১,৬৫,৫১০ হেক্টর।
-
প্রতি হেক্টরে ফলন বেড়েছে ০.৮৫ টন থেকে ৬.১৫ টনে।
-
ধান, পাট ও আলুর উৎপাদনও বেড়েছে, তবে তুলনামূলকভাবে ভুট্টার বৃদ্ধির হার সবচেয়ে বেশি।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) অনুসারে:
-
স্বাধীনতার পর থেকে চালের উৎপাদন বেড়েছে প্রায় চারগুণ।
-
গমের উৎপাদন বেড়েছে দুইগুণ।
-
ভুট্টার উৎপাদন বেড়েছে প্রায় ১০ গুণ।
-
সবজির উৎপাদন বেড়েছে প্রায় পাঁচগুণ।
অন্যান্য ফসলের বৃদ্ধি:
-
ধান: ১৯৭১ সালে উৎপাদন ছিল ৯.৬৭ মিলিয়ন টন, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৭০ মিলিয়ন টনে।
-
পাট: ১৯৭১ সালে উৎপাদন ছিল প্রায় ৭.৫ মিলিয়ন বেল এবং চাষের পরিমাণ ৮,০০,০০০ হেক্টর। ২০২০ সালে উৎপাদন বেড়ে হয়েছে প্রায় ৮ মিলিয়ন বেল, চাষের পরিমাণ ৮২০,০০০ হেক্টর, প্রতি হেক্টরে ফলনও সামান্য বেড়েছে।
-
গোল আলু: ১৯৭১ সালে উৎপাদন ছিল ৪.৫ লাখ মেট্রিক টন এবং চাষের পরিমাণ ৮৫,০০০ হেক্টর। ২০২০ সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৮.৯ লাখ মেট্রিক টনে, চাষের পরিমাণ হয়েছে ১,২০,০০০ হেক্টর এবং প্রতি হেক্টরে ফলন বেড়ে হয়েছে ৭.৪ টন।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয়-
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ায়
B
যুক্তরাষ্ট্র ও ভারতে
C
যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে
D
শ্রীলংকা ও ফিলিপাইনে
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি, হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি করা হয়।
-
মোট চুরি হওয়া অর্থ: ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার।
-
এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
-
বাকি ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো হয়।
-
এই ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’।
-
তথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান এবং ব্রায়ান ইভানস।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
Created: 1 month ago
A
আলমগীর কবির
B
খান আতাউর রহমান
C
হুমায়ূন আহমেদ
D
সুভাষ দত্ত
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র: ধীরে বহে মেঘনা (১৯৭৩)
-
পরিচালক: আলমগীর কবির
-
কাহিনী: ভারতীয় এক মেয়ের, অনিতার, প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। অনিতা ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করলে তার মর্ম আরও গভীর হয়।
-
অভিনয়: বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ প্রমুখ
-
সঙ্গীত: হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
-
আবার তোরা মানুষ হ – পরিচালনা: খান আতাউর রহমান
-
আগুনের পরশমণি – হুমায়ূন আহমেদের চলচ্চিত্র
-
অরুনোদয়ের অগ্নিসাক্ষী – পরিচালনা: সুভাষ দত্ত
সূত্র: প্রথম আলো, তারিক মনজুর (শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago