পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
A
২০১৫-২০১৯
B
২০১৬-২০২০
C
২০১৭-২০২১
D
২০১৮-২০২২
উত্তরের বিবরণ
সপ্তম ও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
বাংলাদেশে পরিকল্পনা কমিশন এ পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ৭টি পরিকল্পনা শেষ হয়েছে এবং বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২৫) কার্যকর রয়েছে।
পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকালসমূহ
-
১ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৭৩-১৯৭৮
-
২য় পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৮০-১৯৮৫
-
৩য় পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৮৫-১৯৯০
-
৪র্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৯০-১৯৯৫
-
৫ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৯৭-২০০২
-
৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০১১-২০১৫
-
৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০১৬-২০২০
-
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০২০-২০২৫ (চলমান)
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (জুলাই ২০২০ – জুন ২০২৫) মূল লক্ষ্যসমূহ
-
বাস্তবায়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা: ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা
-
মোট বিনিয়োগ জিডিপির অনুপাতে: ৩৭.৪%
-
বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্য: ৮.৫১%
-
কর্মসংস্থান সৃষ্টি: প্রায় ১ কোটি ১৩ লাখ
-
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: ৪.৬%
-
গড় আয়ু বৃদ্ধি: ৭৪ বছর
-
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা: ৩০ হাজার মেগাওয়াট
-
দারিদ্র্যের হার: ১৫.৬%
-
চরম দারিদ্র্যের হার: ৭.৪%
দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং চরম দারিদ্র্য নির্মূল করা হবে।
উৎস: পরিকল্পনা বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

0
Updated: 1 month ago
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-
Created: 1 month ago
A
শেরে বাংলা এ কে ফজলুল হক
B
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
C
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
নবাব স্যার সলিমুল্লাহ
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচন
এই নির্বাচনে নবাব স্যার সলিমুল্লাহ কোনোভাবেই যুক্ত ছিলেন না।
যুক্তফ্রন্ট গঠন
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে “যুক্তফ্রন্ট” গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্ট গঠিত হয় ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে।
-
এটি মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলকে একত্র করে গঠিত একটি জোট।
যুক্তফ্রন্টের চার দল
-
আওয়ামী মুসলিম লীগ – নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
-
কৃষক-শ্রমিক পার্টি – নেতৃত্বে ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
-
নেজাম-ই-ইসলামী – নেতৃত্বে ছিলেন মওলানা আতাহার আলী।
-
গণতন্ত্রী দল – নেতৃত্বে ছিলেন হাজী দানেশ।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন] যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক-
Created: 1 month ago
A
ঢাকা বিভাগ
B
রাজশাহী বিভাগ
C
বরিশাল বিভাগ
D
খুলনা বিভাগ
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী স্বাক্ষরতার হার
-
পরিচালক সংস্থা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
-
শুমারির সময়কাল: ১৫–২১ জুন ২০২২
-
বিশেষত্ব: এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি
-
দেশের সামগ্রিক তথ্য:
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন/বর্গকিমি
-
৭ বছর বা তার বেশি বয়সের মানুষের সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
মহিলা: ৭২.৯৪%
-
-
-
বিভাগ অনুযায়ী স্বাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ – ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ – ৬৭.২৩%
-
-
জেলা অনুযায়ী:
-
সর্বোচ্চ: পিরোজপুর – ৮৫.৫৩%
-
সর্বনিম্ন: জামালপুর – ৬১.৭০%
-
উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় 'বিকল্প সরকার' বলতে কী বােঝায়?
Created: 1 month ago
A
ক্যাবিনেট
B
বিরােধী দল
C
সুশীল সমাজ
D
লােকপ্রশাসন বিভাগ
বিকল্প সরকার হলো গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকাকে বোঝানো একটি ধারণা। এটি সরকারি দলের সমালোচনা এবং সরকারের নৈতিকতা ও কার্যকারিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়। বিকল্প সরকার সরকারকে স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ এবং দুর্নীতিমুক্ত রাখার জন্য কার্যকর ভূমিকা পালন করে।
-
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলতে সাধারণত বিরোধী দলকে বোঝানো হয়।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করে সরকারি দলের নীতিমালার বিকল্প প্রস্তাবনা প্রদান করে।
-
বিকল্প সরকার সরকারের প্রতি চাপ সৃষ্টি করে যাতে সরকার স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ না হয়।
-
আধুনিক সময়ে গণতন্ত্রকে প্রায়ই দলীয় শাসন হিসাবেও বোঝা হয়।

0
Updated: 1 month ago