A
৯১ বর্গ কিলোমিটার
B
৯ বর্গ কিলোমিটার
C
৭ বর্গ কিলোমিটার
D
৮ বর্গ কিলোমিটার
উত্তরের বিবরণ
সোনাদিয়া দ্বীপ ও গভীর সমুদ্র বন্দর পরিকল্পনা
-
সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি ছোট দ্বীপ।
-
দ্বীপটির অবস্থান কক্সবাজার শহরের উত্তর-পশ্চিম দিকে, আর এর আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার।
-
এটি একটি খালের মাধ্যমে মহেশখালী দ্বীপ থেকে আলাদা হয়েছে।
-
পরিবেশগত দিক থেকে সোনাদিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একে সরকার প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে।
-
এটি যাযাবর পাখিদের আশ্রয়স্থল এবং দ্বীপের পশ্চিম পাশে বিস্তৃত বালুকাময় সৈকতে ঝিনুক ও মুক্তা পাওয়া যায়।
গভীর সমুদ্র বন্দর পরিকল্পনা সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশ সরকার প্রথমে ২০১২ সালে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর তৈরির অনুমোদন দিয়েছিল।
-
তবে পরে এই প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়।
-
সোনাদিয়ার পরিবর্তে মহেশখালীর মাতারবাড়ীতে নতুন গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উৎস: দ্য ডেইলি স্টার বাংলা, ৩ মে ২০২৪

0
Updated: 1 week ago
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
Created: 1 month ago
A
সেন্টমার্টিন
B
মহেশখালী
C
হাতিয়া
D
সন্দ্বীপ
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন, যা স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত।
দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, যেখানে অবস্থিত আদিনাথ পাহাড় এবং আদিনাথ মন্দির। কুতুবদিয়া দ্বীপে রয়েছে একটি বিখ্যাত বাতিঘর। আর সন্দ্বীপ দ্বীপটি প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ তৈরির জন্য খ্যাত ছিল।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'অলিভ টারটল' বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
Created: 1 week ago
A
সেন্টমার্টিন
B
রাঙ্গাবালি
C
চর আলেকজান্ডার
D
ছেড়াদ্বীপ
অলিভ টারটল (Olive Turtle) – বাংলাদেশে অবস্থান ও সংরক্ষণ
-
রঙ ও বৈশিষ্ট্য: অলিভ টারটল হলো জলপাই রঙের কচ্ছপ।
-
আবাসস্থল: এটি প্রধানত প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ পানিতে দেখা যায়।
-
বাংলাদেশে অবস্থান: দেশের প্রধান আবাসস্থল হলো সেন্ট মার্টিন দ্বীপ, সুন্দরবন এবং বঙ্গোপসাগরের অন্যান্য ছোট দ্বীপপুঞ্জ। বিশেষভাবে, সেন্ট মার্টিন দ্বীপে এটি প্রজনন করে।
-
সংরক্ষণ: ২০১২ সালের বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অলিভ টারটল সংরক্ষিত প্রজাতি। দেশের উপকূলীয় অঞ্চলে এদের সংখ্যা কমে যাওয়ায় বিপন্নপ্রায় অবস্থায় রয়েছে।
উৎস: Britannica, ইত্তেফাক, ৫ জানুয়ারি ২০১৯.

0
Updated: 1 week ago
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
Created: 1 month ago
A
কুতুবদিয়া
B
সোনাদিয়া
C
সন্দ্বীপ
D
পূর্বাশা
দক্ষিণ তালপট্টি দ্বীপ: একটি হারিয়ে যাওয়া ভূখণ্ড
‘পূর্বাশা’ নামে পরিচিত দ্বীপটির প্রকৃত নাম ছিল দক্ষিণ তালপট্টি, যা বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরের অগভীর মহীসোপানে গড়ে উঠেছিল।
এটি মূলত গঙ্গা-পদ্মা নদীব্যবস্থার বিভিন্ন শাখা নদী থেকে বহনকৃত পলিমাটির অবক্ষয়ের মাধ্যমে গঠিত হয়।
১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর, হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার কাছাকাছি এই দ্বীপটি প্রথম দৃশ্যমান হয়। পরে ১৯৭১ সালের মধ্যভাগে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দ্বীপটির অস্তিত্ব সম্পর্কে অবগত হয় এবং সেটিকে ‘নিউমুর আইল্যান্ড’ বা ‘নিউ মুর’ নামে অভিহিত করে। ভারত এই দ্বীপের উপর তাদের সার্বভৌমত্ব দাবি করে এবং একে কখনো ‘নিউমুর’, কখনো ‘পূর্বাশা’ নামে ডাকত।
দক্ষিণ তালপট্টি দ্বীপটির আয়তন ছিল আনুমানিক ১০ বর্গকিলোমিটার। যদিও সময়ের পরিক্রমায়, এই ভূখণ্ডটি এখন আর অস্তিত্বে নেই—প্রাকৃতিক পরিবর্তনের ফলে এটি বিলীন হয়ে গেছে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago