A
৭নং সেক্টর
B
৫নং সেক্টর
C
৬নং সেক্টর
D
৮নং সেক্টর
No subjects available.
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ ও তাঁদের সেক্টর (উৎস: বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১নং সেক্টর
-
সিপাহী মোস্তফা কামাল: ২নং সেক্টর
-
সিপাহী হামিদুর রহমান: ৪নং সেক্টর
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭নং সেক্টর
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮নং সেক্টর
-
ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমীন: ১০নং সেক্টর
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরের অধীনে ছিলেন না

0
Updated: 1 week ago
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ”চরমপত্র” পাঠ করতেন কে?
Created: 1 week ago
A
সিকান্দার আবু জাফর
B
মাহবুবুল আলম
C
এম. আর. আখতার মুকুল
D
গাজী মাজহারুল ইসলাম
সাধারণ জ্ঞান
১৯৭১ সালে মার্চের ঘটনাপ্রবাহ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
মুক্তিযুদ্ধের রণকৌশল
No subjects available.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
-
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
-
এর প্রাথমিক যাত্রা শুরু হয় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এই কেন্দ্র থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।
-
১৯৭১-এর ৩০ মার্চ, পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ চালায়, ফলে এটি অচল হয়ে যায়।
-
২৫ মে কেন্দ্রটি কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং একই দিনে সেখানে কার্যক্রম শুরু হয়।
-
স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল:
-
চরমপত্র – পরিকল্পনা করেন আবদুল মান্নান; উপস্থাপক ছিলেন এম.আর. আখতার মুকুল।
-
জল্লাদের দরবার – জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে তুলে ধরা হতো।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত?
Created: 1 week ago
A
কাঁকন বিবি
B
সিতারা বেগম
C
তারামন বিবি
D
রাবেয়া খাতুন
কাঁকন বিবি (উৎস: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং পত্রিকা রিপোর্ট)
-
নারী মুক্তিযোদ্ধা কাঁকন বিবি খাসিয়া সম্প্রদায়ের সদস্য ছিলেন।
-
তিনি ‘মুক্তিবেটি’ নামে পরিচিত ছিলেন।
-
জন্ম: ১৯৪৮ সালে, সুনামগঞ্জ জেলার এক খাসিয়া পরিবারে।
-
পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রথমে একজন বাঙালি এবং পরে একজন পাকিস্তানিকে বিয়ে করেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৫ নং সেক্টরে মুক্তিবাহিনীর হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
-
পাক সেনাদের হাতে ধরা পড়লে তার উপর নির্মম নির্যাতন চালানো হয়।
-
১৯৯৭ সালে তাকে মৌখিকভাবে ‘বীর প্রতীক’ খেতাব দেওয়া হলেও এ সংক্রান্ত কোনো গেজেট প্রকাশিত হয়নি।
-
মৃত্যু: ২১ মার্চ, ২০১৮।

0
Updated: 1 week ago
জেড ফোর্স এর প্রধান কে ছিলেন?
Created: 1 week ago
A
জিয়াউর রহমান
B
সফিউল্লাহ
C
খালেদ মোশাররফ
D
জিয়া হায়দার
মুক্তিবাহিনীর নিয়মিত ব্রিগেডসমূহ
১. জেড ফোর্স:
-
মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটির নামকরণ করা হয়েছে মেজর জিয়াউর রহমানের নামের ইংরেজি আদ্যক্ষর ‘Z’ অনুসারে।
-
ব্রিগেডটি গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিয়ে।
২. এস ফোর্স:
-
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
ব্রিগেডের সৈন্যরা দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য।
-
এই ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।
৩. কে ফোর্স:
-
এই ব্রিগেড ৭ই অক্টোবর গঠিত হয়।
-
এর সদস্যরা ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্য।
-
ব্রিগেডের কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ।
-
নামকরণ করা হয়েছে তার নামের ইংরেজি আদ্যক্ষর ‘K’ অনুসারে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago