১নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কে?
A
মেজর মীর শওকত আলী
B
মেজর খালেদ মোশাররফ
C
মেজর জিয়াউর রহমান
D
মেজর কে.এম শফিউল্লাহ
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধকালীন সেক্টর ও সেক্টর কমান্ডারসমূহ (উৎস: বাংলাপিডিয়া)
-
১ নং সেক্টর: প্রথমে মেজর জিয়াউর রহমান; পরে মেজর রফিকুল ইসলাম।
-
২ নং সেক্টর: প্রথমে মেজর খালেদ মোশাররফ; পরে মেজর এ.টি.এম. হায়দার।
-
৩ নং সেক্টর: প্রথমে মেজর কে.এম. শফিউল্লাহ; পরে মেজর এ.এন.এম. নূরুজ্জামান।
-
৪ নং সেক্টর: প্রথমে মেজর চিত্তরঞ্জন দত্ত; পরে ক্যাপ্টেন এ রব।
-
৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
-
৬ নং সেক্টর: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
-
৭ নং সেক্টর: প্রথমে মেজর নাজমুল হক; পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
-
৮ নং সেক্টর: প্রথমে মেজর আবু ওসমান চৌধুরী; পরে মেজর এম.এ. মঞ্জুর।
-
৯ নং সেক্টর: প্রথমে মেজর এম.এ. জলিল; পরে মেজর এম.এ. মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
-
১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত; এই সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধকালে ৫ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 2 weeks ago
A
মেজর মীর শওকত আলী
B
মেজর জিয়াউর রহমান
C
মেজর খালেদ মোশাররফ
D
মেজর কে এম শফিউল্লাহ
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ
-
১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালীর পূর্বাংশ, বেলোনিয়া-বুলগের মুহুরী নদীর তীরে বিস্তৃত।
-
সদরদপ্তর: হরিণা
-
সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান; পরে মেজর রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন
-
-
২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং নোয়াখালীর অংশবিশেষ
-
সদরদপ্তর: মেলাঘর
-
সেক্টর কমান্ডার: মেজর খালেদ মোশাররফ; পরে মেজর এটিএম হায়দার
-
-
৩নং সেক্টর: উত্তরে শ্রীমঙ্গলের নিকট চূড়ামনকাঠি থেকে দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল পর্যন্ত
-
সদরদপ্তর: হেজামারা
-
সেক্টর কমান্ডার: মেজর কে এম শফিউল্লাহ; পরে মেজর এএনএম নুরুজ্জামান
-
-
৪নং সেক্টর: সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট পর্যন্ত ১০০ মাইল এলাকা
-
সদরদপ্তর: প্রথমে করিমগঞ্জ, পরে আসামের মাসিমপুর
-
সেক্টর কমান্ডার: মেজর চিত্তরাজন দত্ত; পরে ক্যাপ্টেন এ রব
-
-
৫নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং পূর্বসীমা
-
সদরদপ্তর: বাঁশতলা
-
সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী
-
-
৬নং সেক্টর: রংপুর জেলা ও দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা
-
সদরদপ্তর: বুড়ি মাড়ি (বাংলাদেশের ভূখণ্ডে একমাত্র)
-
সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খেদেমুল বাশার
-
-
৭নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুরের দক্ষিণাংশ
-
সদরদপ্তর: তরঙ্গপুর
-
সেক্টর কমান্ডার: মেজর নজরুল হক; পরে সুবেদার মেজর এ রব ও মেজর কাজী নুরুজ্জামান
-
-
৮নং সেক্টর: কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরা
-
সদরদপ্তর: কল্যাণী
-
সেক্টর কমান্ডার: মেজর আবু ওসমান চৌধুরী; পরে মেজর এম এ মঞ্জুর
-
-
৯নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুরের অংশবিশেষ
-
সদরদপ্তর: বশিরহাট
-
সেক্টর কমান্ডার: মেজর এম জলিল; পরে মেজর এম এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
-
-
১০নং সেক্টর: সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল
-
১১নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা
-
সদরদপ্তর: মহেন্দ্রগঞ্জ
-
সেক্টর কমান্ডার: মেজর এম আবু তাহের
-

0
Updated: 2 weeks ago
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
Created: 1 month ago
A
৭নং সেক্টর
B
৫নং সেক্টর
C
৬নং সেক্টর
D
৮নং সেক্টর
বীরশ্রেষ্ঠ ও তাঁদের সেক্টর (উৎস: বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১নং সেক্টর
-
সিপাহী মোস্তফা কামাল: ২নং সেক্টর
-
সিপাহী হামিদুর রহমান: ৪নং সেক্টর
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭নং সেক্টর
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮নং সেক্টর
-
ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমীন: ১০নং সেক্টর
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরের অধীনে ছিলেন না

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 1 month ago
A
মেজর এ.এন.এম নূরুজ্জামান
B
মেজর এম. আবু তাহের
C
মেজর চিত্তরঞ্জন দত্ত
D
মেজর নাজমুল হক
⇒ ১১ নং সেক্টর:
- টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের।
- মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়।
- মহেন্দ্রগঞ্জ ছিল এই সেক্টরের হেডকোয়ার্টার।
উল্লেখ্য:
- ১নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
- ২ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- ৩ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
- ৪নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
- ৫ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
- ৬ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
- ৭ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
- ৮ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
- ৯ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
- ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরের নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago