A
মেজর মীর শওকত আলী
B
মেজর খালেদ মোশাররফ
C
মেজর জিয়াউর রহমান
D
মেজর কে.এম শফিউল্লাহ
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধকালীন সেক্টর ও সেক্টর কমান্ডারসমূহ (উৎস: বাংলাপিডিয়া)
-
১ নং সেক্টর: প্রথমে মেজর জিয়াউর রহমান; পরে মেজর রফিকুল ইসলাম।
-
২ নং সেক্টর: প্রথমে মেজর খালেদ মোশাররফ; পরে মেজর এ.টি.এম. হায়দার।
-
৩ নং সেক্টর: প্রথমে মেজর কে.এম. শফিউল্লাহ; পরে মেজর এ.এন.এম. নূরুজ্জামান।
-
৪ নং সেক্টর: প্রথমে মেজর চিত্তরঞ্জন দত্ত; পরে ক্যাপ্টেন এ রব।
-
৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
-
৬ নং সেক্টর: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
-
৭ নং সেক্টর: প্রথমে মেজর নাজমুল হক; পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
-
৮ নং সেক্টর: প্রথমে মেজর আবু ওসমান চৌধুরী; পরে মেজর এম.এ. মঞ্জুর।
-
৯ নং সেক্টর: প্রথমে মেজর এম.এ. জলিল; পরে মেজর এম.এ. মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
-
১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত; এই সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন কে?
Created: 1 week ago
A
খালেদ মোশাররফ
B
এম. এ. জি. ওসমানী
C
এ. কে. খন্দকার
D
জিয়াউর রহমান
সাধারণ জ্ঞান
পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ
বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
-
১৯৭১ সালের ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যৌথ বাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়ে আত্মসমর্পণে বাধ্য হয়।
-
১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ড প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
-
আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
-
বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।

0
Updated: 1 week ago
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
Created: 1 week ago
A
৭নং সেক্টর
B
৫নং সেক্টর
C
৬নং সেক্টর
D
৮নং সেক্টর
সাধারণ জ্ঞান
বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
বীরশ্রেষ্ঠ ও তাঁদের সেক্টর (উৎস: বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১নং সেক্টর
-
সিপাহী মোস্তফা কামাল: ২নং সেক্টর
-
সিপাহী হামিদুর রহমান: ৪নং সেক্টর
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭নং সেক্টর
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮নং সেক্টর
-
ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমীন: ১০নং সেক্টর
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরের অধীনে ছিলেন না

0
Updated: 1 week ago
বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত?
Created: 1 week ago
A
কাঁকন বিবি
B
সিতারা বেগম
C
তারামন বিবি
D
রাবেয়া খাতুন
কাঁকন বিবি (উৎস: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং পত্রিকা রিপোর্ট)
-
নারী মুক্তিযোদ্ধা কাঁকন বিবি খাসিয়া সম্প্রদায়ের সদস্য ছিলেন।
-
তিনি ‘মুক্তিবেটি’ নামে পরিচিত ছিলেন।
-
জন্ম: ১৯৪৮ সালে, সুনামগঞ্জ জেলার এক খাসিয়া পরিবারে।
-
পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রথমে একজন বাঙালি এবং পরে একজন পাকিস্তানিকে বিয়ে করেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৫ নং সেক্টরে মুক্তিবাহিনীর হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
-
পাক সেনাদের হাতে ধরা পড়লে তার উপর নির্মম নির্যাতন চালানো হয়।
-
১৯৯৭ সালে তাকে মৌখিকভাবে ‘বীর প্রতীক’ খেতাব দেওয়া হলেও এ সংক্রান্ত কোনো গেজেট প্রকাশিত হয়নি।
-
মৃত্যু: ২১ মার্চ, ২০১৮।

0
Updated: 1 week ago