A
১০ এপ্রিল ১৯৭১
B
২৬ মার্চ ১৯৭১
C
১৭ এপ্রিল ১৯৭১
D
২১ এপ্রিল ১৯৭১
No subjects available.
উত্তরের বিবরণ
-
মুজিবনগর সরকার
-
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
-
গঠন: ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল।
-
শপথ গ্রহণ: ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে অনুষ্ঠিত।
-
কার্যক্রম: বাংলাদেশের ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত হওয়ায় এটিকে প্রবাসী মুজিবনগর সরকারও বলা হয়।
-
শপথ গ্রহণ অনুষ্ঠানের বিস্তারিত:
-
পরিচালনা: আবদুল মান্নান এম.এন.এ
-
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ: অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ
-
-
অন্য তথ্য:
-
নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়।
-
মন্ত্রীদের দপ্তর বণ্টন ১৮ এপ্রিল করা হয়, যদিও সরকার গঠন ও শপথ গ্রহণ ১০ ও ১৭ এপ্রিল সম্পন্ন হয়।
-
-
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
Created: 1 month ago
A
শেখ মুজিবুর রহমান
B
জেনারেল আতাউল গণি ওসমানি
C
তাজউদ্দিন আহমেদ
D
ক্যাপটেন মনসুর আলী
জেনারেল আতাউল গনি ওসমানী
জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।
-
১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
-
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী সরকার গঠনের পর, তাকে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
-
স্বাধীনতা লাভের পর, ২৬ ডিসেম্বর ১৯৭১ তিনি "জেনারেল" পদে উন্নীত হন, যা কার্যকর ধরা হয় ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে।
অন্যদিকে:
-
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-
উপ-সেনাপতির দায়িত্বে ছিলেন এ কে খন্দকার।
-
আর মুক্তিযুদ্ধের সময় চিফ অব স্টাফ ছিলেন কর্নেল এম এ রব।
তথ্যসূত্র:বাংলাপিডিয়া, জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ‘চরমপত্র’ অনুষ্ঠানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে উপস্থাপন করতেন কে?
Created: 1 week ago
A
এম আর আখতার মুকুল
B
আবদুল হান্নান
C
আব্দুল গাফ্ফার চৌধুরী
D
আখতারুজ্জামান ইলিয়াস
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বধীনতা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
No subjects available.
এম. আর. আখতার মুকুল:
-
এম. আর. আখতার মুকুল ছিলেন সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
-
১৯৮৭ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনার দ্বিতীয় পর্যায়ে কিছুদিন কাজ করেন।
-
পরে ঢাকায় তিনি সাগর পাবলিশার্স নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
-
প্রকাশনা ও উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
পল্লী এক্সপ্রেস (অনুবাদ, ১৯৬০)
-
রূপালী বাতাস সোনালী আকাশ (১৯৭৩)
-
রূপালী বাতাস (১৯৭২)
-
পঞ্চাশ দশকে আমরা ও ভাষা আন্দোলন (১৯৮৫)
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
নিচের কোন দুইজন বীরশ্রেষ্ঠ ই.পি.আর. সদস্য ছিলেন?
Created: 1 week ago
A
সিপাহী মোস্তফা কামাল ও মতিউর রহমান
B
মুন্সি আব্দুর রউফ ও নূর মোহাম্মদ শেখ
C
মহিউদ্দিন জাহাঙ্গীর ও হামিদুর রহমান
D
রুহুল আমিন ও মোস্তফা কামাল
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বধীনতা
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
No subjects available.
-
মুন্সি আব্দুর রউফ ও নূর মোহাম্মদ শেখ ছিলেন পূর্ব পাকিস্তান রাইফেলস (EPR)-এর সদস্য।
-
১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার সাতজন মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
-
এদের মধ্যে: সেনাবাহিনীর তিনজন, সাবেক ই.পিআর-এর দুইজন এবং নৌ ও বিমান বাহিনীর একজন করে।
বীরশ্রেষ্ঠরা:
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: সেনাবাহিনী
-
সিপাহী মোস্তফা কামাল: সেনাবাহিনী
-
সিপাহী হামিদুর রহমান: সেনাবাহিনী
-
ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন: নৌবাহিনী
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: বিমান বাহিনী
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ই.পিআর
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ই.পিআর
সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট

0
Updated: 1 week ago