অপারেশন জ্যাকপট কী ধরনের অভিযান ছিল?
A
স্থল
B
বিমান
C
নৌ
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
-
অপারেশন জ্যাকপট
-
অপারেশন জ্যাকপট ছিল একটি নৌ-কমান্ডো পরিচালিত নৌ-অভিযান, যেখানে জলপথে পাকিস্তানি বাহিনীকে আঘাত করা হয়।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশি নৌ-কমান্ডোরা বিভিন্ন অভিযানের মাধ্যমে অল্প সময়ে যুদ্ধের গতি সম্পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হয়।
-
প্রথম অভিযান: ১৯৭১ সালের ১৫ আগস্ট নৌ-কমান্ডো বাহিনী একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে।
-
এ অভিযানে পাকিস্তানি বাহিনীর ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়া হয়।
-
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাঞ্চলকে যে ১১টি সেক্টরে ভাগ করা হয়, তার মধ্যে ১০নং সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো।
-
মূলত এই সেক্টরটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথ অন্তর্ভুক্ত করত।
-
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
১৯৭১ সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জেনারেল ইয়াহিয়া খান
B
জেনারেল খাদিম হুসাইন রাজা
C
জেনারেল টিক্কা খান
D
জেনারেল রাও ফরমান আলী
অপারেশন সার্চলাইট
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালায়, সেটি পরিচিত ‘অপারেশন সার্চলাইট’ নামে।
-
পরিকল্পনা ও সিদ্ধান্ত:
-
পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি এই সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
-
১৭ মার্চ, ১৯৭১ তারিখে চিফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা ঢাকা সেনানিবাসে অফিসে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা চূড়ান্ত করেন।
-
-
অভিযানে অংশগ্রহণকারী:
-
২৫ মার্চ মধ্যরাতে ৩ ব্যাটেলিয়ান পাকিস্তানি সৈন্য অভিযানে অংশগ্রহণ করে এবং ইতিহাসের বর্বরতম গণহত্যা সংঘটিত করে।
-
-
সার্বিক তত্ত্বাবধান:
-
গভর্নর: লে. জে. টিক্কা খান
-
ঢাকা শহরের দায়িত্বে: মেজর রাও ফরমান আলী
-
ঢাকার বাইরে দায়িত্বে: মেজর খাদিম হোসেন রাজা
-
-
পটভূমি:
-
১৯৭১ সালের ১৫ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে ঢাকায় আসেন।
-
১৬ থেকে ২৪ মার্চ পর্যন্ত মুজিব-ইয়াহিয়া বৈঠক চলার পরও পাকিস্তানি সেনারা মধ্যরাতে গণহত্যা চালায়।
-

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধের সময় 'আফসার ব্যাটালিয়ন' কোন অঞ্চলে যুদ্ধ করে?
Created: 3 weeks ago
A
পাবনা
B
রাজশাহী
C
রংপুর
D
ময়মনসিংহ
আঞ্চলিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা সংগঠিত ও অনিয়মিত মুক্তিবাহিনীর দল ছিল। এসব বাহিনী নিজ নিজ এলাকায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেয়।
-
ময়মনসিংহের দক্ষিণাঞ্চলে মেজর আফসারউদ্দিন আহমেদের নেতৃত্বে অনিয়মিত আফসার বাহিনী গঠিত হয়।
-
এ বাহিনীর যুদ্ধক্ষেত্র ছিল দক্ষিণ ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ফুলবাড়ীয়া ও গফরগাঁও, টাঙ্গাইল জেলার কালিহাতী, ঘাটাইল ও সখিপুর এবং বর্তমান গাজীপুর জেলার শ্রীপুর ও কালিয়াকৈর থানার বিস্তীর্ণ এলাকা।
-
অন্যান্য আঞ্চলিক বাহিনী ছিল:
-
কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল)
-
বাতেন বাহিনী (টাঙ্গাইল)
-
হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ, বরিশাল)
-
হালিম বাহিনী (মানিকগঞ্জ)
-
আকবর বাহিনী (মাগুরা)
-
লতিফ মীর্জা বাহিনী (সিরাজগঞ্জ, পাবনা)
-
জিয়া বাহিনী (সুন্দরবন)
-
-
ঢাকায় ছিল একটি বিশেষ গেরিলা দল, যা ক্র্যাক প্লাটুন নামে পরিচিত।
-
এ গেরিলা দল ঢাকা শহরের বড় বড় স্থাপনা যেমন বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়।

0
Updated: 3 weeks ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ‘চরমপত্র’ অনুষ্ঠানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে উপস্থাপন করতেন কে?
Created: 1 month ago
A
এম আর আখতার মুকুল
B
আবদুল হান্নান
C
আব্দুল গাফ্ফার চৌধুরী
D
আখতারুজ্জামান ইলিয়াস
এম. আর. আখতার মুকুল:
-
এম. আর. আখতার মুকুল ছিলেন সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
-
১৯৮৭ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনার দ্বিতীয় পর্যায়ে কিছুদিন কাজ করেন।
-
পরে ঢাকায় তিনি সাগর পাবলিশার্স নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
-
প্রকাশনা ও উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
পল্লী এক্সপ্রেস (অনুবাদ, ১৯৬০)
-
রূপালী বাতাস সোনালী আকাশ (১৯৭৩)
-
রূপালী বাতাস (১৯৭২)
-
পঞ্চাশ দশকে আমরা ও ভাষা আন্দোলন (১৯৮৫)
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago