A
নৌবাহিনী
B
সেনাবাহিনী
C
বিমান বাহিনী
D
কিলো কমান্ডো
উত্তরের বিবরণ
-
অপারেশন কিলো ফ্লাইট:
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম সামরিক আকাশ অভিযান।
-
ভারত সরকারের দেওয়া তিনটি সিভিলিয়ান বিমানকে যুদ্ধবিমানে রূপান্তর করে এই অভিযান পরিচালনা করা হয়।
-
স্কোয়াড্রন লিডার বদরুল আলমসহ মুক্তিযোদ্ধা পাইলটরা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাকিস্তানি তেলের ডিপোতে সফল হামলা চালান।
-
এই আক্রমণ পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ও রসদ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে।
-
স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান হামলা হিসেবে এটি এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মাইলফলক।
-
সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিবিসি নিউজ

0
Updated: 1 week ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রু মুক্ত জেলা কোনটি?
Created: 1 week ago
A
রাঙ্গামাটি
B
কুমিল্লা
C
যশোর
D
ঢাকা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রু মুক্ত জেলা ছিল যশোর।
মুক্তিযুদ্ধ:
-
অবিভক্ত ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা যশোর অনেক কিছুর জন্য বিখ্যাত।
-
৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে ২ জনই বৃহত্তর যশোর জেলার কৃতি সন্তান।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চূড়ান্তভাবে শেষ হবার কয়েকদিন আগেই স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে যশোরকে দেশের প্রথম শত্রু মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হয়।
-
সেই গৌরবময় তারিখটি ছিল ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর।
-
তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যশোরই প্রথম শত্রু মুক্ত জেলা।
সূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 week ago
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর কতজন মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়?
Created: 1 week ago
A
৫৭৬ জন
B
৪৭৬ জন
C
৬৭৬ জন
D
৭৭৬ জন
-
বীরত্বসূচক খেতাব
-
বীরত্বসূচক খেতাব বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা প্রদর্শন এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের প্রদত্ত খেতাব।
-
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি দেওয়া এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টি করার উদ্দেশ্যে বীরত্বসূচক খেতাব প্রদানের প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে মে মাসের প্রথম দিকে উপস্থাপন করেন।
-
১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদিত হয়।
-
প্রস্তাবে চার পর্যায়ের খেতাব প্রদানের বিধান ছিল:
১. সর্বোচ্চ পদ
২. উচ্চ পদ
৩. প্রশংসনীয় পদ
৪. বীরত্বসূচক প্রশংসাপত্র
-
-
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রদত্ত খেতাবসমূহ
-
বীরশ্রেষ্ঠ: ৭ জন
-
বীর উত্তম: ৬৮ জন
-
বীর বিক্রম: ১৭৫ জন
-
বীর প্রতীক: ৪২৬ জন
-
সূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো রিপোর্ট

0
Updated: 1 week ago
'অপারেশন কিলো ফ্লাইট' পরিচালনা করে-
Created: 5 days ago
A
বিমান বাহিনী
B
গেরিলা
C
নৌবাহিনী
D
মিত্র বাহিনী
বাংলাদেশ বিষয়াবলি
অপারেশন কিলো ফ্লাইট
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
No subjects available.
অপারেশন কিলো ফ্লাইট
-
সংক্ষিপ্ত পরিচয়:
-
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম ছিল অপারেশন কিলো ফ্লাইট।
-
এর সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং স্বাধীন বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম।
-
-
ঘটনার সূচনা:
-
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এক পরিত্যক্ত বিমানঘাঁটিতে এর গোড়াপত্তন হয়।
-
সেখান থেকেই শুরু হয়েছিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আকাশযুদ্ধের নতুন অধ্যায়।
-
-
গুরুত্ব ও ভূমিকা:
-
কিলো ফ্লাইটের দুঃসাহসী বিমানযোদ্ধারা আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন।
-
এর ফলে হানাদার বাহিনীর ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে শেষ হয়ে যায়।
-
📖 তথ্যসূত্র:
জাতীয় তথ্য বাতায়ন ও The Daily Star, ৯ ডিসেম্বর ২০২২।

0
Updated: 5 days ago