উল্লিখিত ব্যক্তিদের মধ্যে বীরশ্রেষ্ঠ নন: সিপাহী মোস্তাফা জব্বার।
বীরশ্রেষ্ঠ:
-
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার সাতজন মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করেন।
-
এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য তিনজন, সাবেক ই.পিঅর সদস্য দুইজন, এবং বিমান ও নৌবাহিনীর একজন করে।
বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা:
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর – সেনাবাহিনী
-
সিপাহী মোস্তফা কামাল – সেনাবাহিনী
-
সিপাহী হামিদুর রহমান – সেনাবাহিনী
-
ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন – নৌবাহিনী
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান – বিমান বাহিনী
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ – সাবেক ই. পি. আর
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ – সাবেক ই. পি. আর
সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাগো নিউজ